নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
বেশ কিছুদিন যাবত স্যারের ফেসবুক পেজ নজরে রাখছি, স্যার ফেসবুকে কিছু লিখলেই একদল পাবলিক হাহা রিএক্ট দেয়, ইচ্ছেমত অপমানজনক কমেন্ট করে। উল্লেখ্য উনার পোস্টে হাহা রিএক্ট প্রদানকারী ফলোয়ার বেশি!
যাইহোক উনি দমে যাওয়ার পাত্র নন, প্রথমে তিনি পাবলিক কমেন্ট বন্ধ করলেন, শুধু কিছু লোক কমেন্ট করতে পারেন, তাদের ভিতরে কেউ কেউ হাওয়া ভর্তি কমেন্ট করেন, পাবলিক সেই কমেন্টে হাহা রিএক্ট দিয়ে ভাসিয়ে দেয়!
এবার তিনি ব্লক লাইনে এলেন, শত তিনেক ব্লক করে ক্লান্ত হয়ে একটি পোস্ট দিলেন 'যারা তার পোস্টে হাহা রিএক্ট দিবে তাদেরকে তিনি ব্লক দিবেন' পাবলিক এই পোস্টও হাহা রিএক্ট দিল!
অবশেষে তিনি রিএক্ট সংখ্যা হাইড করলেন, তিনি ছাড়া কেউ রিএক্টি সংখ্যা দেখতে পাবে না!! শুধু সিম্পল দেখা যায়, মন্ত্রী মহাদয় কি জানেন যে রিএক্ট প্রথমে থাকে সেই রিএক্টই পোস্টে বেশি!!
একটি প্রশ্ন, বাংলাদেশের সীমানায় ফেসবুক থেকে কি হাহা রিএক্ট বাদ দেওয়া যায়?
আমি মাননীয় মন্ত্রীর কষ্ট একদম সহ্য করতে পারছি না!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭
শাহিন-৯৯ বলেছেন:
এই ধরনের পোস্ট আসলে দেওয়া ঠিক নয়, উচিত হয়নি।
আসলে উনার কয়েক দিনের আচরণ দেখে সত্যিই অবাক হয়ে গেছি, সাধারণ জনগণের কথা শুনতেই চায় না। পাবলিক কি বলছে, কি বলতে চায়, কি বোঝাতে চায় তারা কানেই তুলে না।
এই দিক দিয়ে পলক সাহেব অনেক ভাল, শত শত বিরুপ মন্তব্য আসার পরও তিনি পাবলিক কমেন্ট বন্ধ করেনি।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২
রক্ত দান বলেছেন: আহারে!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে হাহাহা রিয়েক্টের ব্যবস্থা করা হোক হাহাহাহাহা
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬
প্রতিদিন বাংলা বলেছেন: এই লোক (জব্বার সাহেব) ইউনিকোডে বাংলা লেখার জন্য টাকা নিতো,ভাবলে অবাক হতে হয়
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৮
নেওয়াজ আলি বলেছেন: জব্বর স্যার শেষ বয়সে মন্ত্রী হয়েছে মানুষ হা হা করে অন্যায় করে। তথ্যমন্ত্রীর নাম হা দিয়ে কিন্তু
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: হাহা রিয়েক্ট দেয়ার মতো কথা না বললেই তহ হয়। উনি তহ সেটা বন্ধ করতে পারেন নাকি?
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭
বিটপি বলেছেন: উনার ছেলে বিজয় একন কুতায়? ছোটবেলায় টিভিতে তো উনার অনুষ্ঠানে তার অনেক কীর্তি কর্ম দেখতাম। সেই এখন কি প্রতিভার আলো ছড়াচ্ছে, ঝাতি ঝান্তে ছায়!
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: এই লোকটা সহজ সরল ভালো মানুষ নয়।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কাগুর কষ্ট দেখে লজ্জায় শর্টপেন্টটা কই রেখেছি ভুলে গেছি! আপাত উনাকে এটা দিয়ে হলেও শান্তনা দেওয়া যাই তো।
দেখলেন পাব্লিক কত ক্ষিপ্ত হয়ে আছে! আপনার ব্লগ পোস্টে কাগুরে নিয়ে আসায় সেরকম রিয়েক্ট আপনাকে হজম করতে হচ্ছে! (ভাই, কাগুরে নিয়া যেই আলোচনা করবে সেই ফেমাস)।