নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

সংস্কারের প্রাথমিক পদক্ষেপের কার্যক্রম শুরু ১লা অক্টোবর, আমি নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩০


(নেট)

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুচের ভাষণ শুনলাম, গত এক মাসে তাদের নেওয়া কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সংস্কারের যে দাবি চারিদিকে তার একটি যাত্রা শুরু হবে ১লা অক্টোবর থেকে ছয়টি কমিশন দিয়ে তা ঘোষণা্ করেছেন।

১. জনপ্রশাসন সংস্কার কমিশন- প্রধান, আব্দুল মুয়ীদ চেীধুরী
২. আইন ও বিচার বিভাগ সংস্কার কমিশন- প্রধন, শাহ আবু নাঈম মমিনুর রহমান
৩. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- প্রধান, বদিউল আলম মজুমদার
৪. দূর্ণীতি দমন কমিশন সংস্কার কমিশন- প্রধান, ইখতেখারুজ্জামান
৫. পুলিশ প্রশাসন সংস্কার কমিশন- প্রধান, সরফরাজ চেীধুরী
৬. সংবিধান সংস্কার কমিশন- প্রধান, ড. শাহদীন মালিক

তিনজনকে সম্ভবত সবাই চিনেন, আমি বিশ্বাস করি তারা খুব দ্রুত সুন্দর একটি রুপরেখা জাতি সম্মুখে হাজির করবে।

বক্তব্যের শেষ অংশে তিনি অধৈয্য না হওয়ার আহবান করেছেন।

বিএনপির সামনে গরম ভাত কিছু কিছু নেতা দ্রুত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু জনগন সম্ভবত পাগল হচ্ছে না তারা সংস্কার চাচ্ছে। বিএনপির উচিত তাদের ঘোষিত ৩১ সংস্কার দফা নিয়ে এই সব কমিশনের সাথে কাজ করা তাহলে তাদেরকে ক্ষমতায় এসে নতুন করে আর সংস্কার করতে হবে না। জনগন পজিটিভ নিবে। বিএনপি যদি মনে তারা সব করবে তাহলে ভুল সিধান্ত। আর যদি ভাবে না আমরা আগের মতই থাকবো তাহলে কিছুই বলার নেই।

নতুন বাংলাদেশ নতুন কিছু হোক এই প্রার্থনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫০

কামাল১৮ বলেছেন: টেকসই সংস্কার করবেন জনপ্রতিনিধিরা।এখন প্রয়োজন সুষ্ঠু নির্বচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটা করা।এর বেশি করতে গেলে নতুন সমস্যা দেখা দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.