নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
(ছবি-নেট)
হারবে না আর হারবে না
পিছে ফিরবে না এ দেশ আর ফিরবে না
অতন্দ্র প্রহরায়- নির্ভীক এ প্রজন্ম,
যারা শিখে গেছে- দিতে রক্ত
ওদেরকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না।
নতুন ভোর, নতুন করে পথ চলা
এ পথে থাকবে না ভেদাভেদ- অন্যায় অবিচার
থাকবে না দূর্নীতি অনাচার।
হুঁশিয়ার স্বৈরাচার! এ প্রজন্ম থামবে না
নতুন দেশ গড়া ছাড়া ঘরে ফিরবে না।
একাত্তরের অর্জন খাবলিয়ে খেয়েছে যারা
হুঁশিয়ার তারা- চব্বিশ বৃথা যাবে না
শত শহীদের রক্তে নতুন সূর্য- আর অস্ত যাবে না।
এ প্রজন্ম শিখে গেছে- দিতে রক্ত
নতুন দেশ গড়া ছাড়া ঘরে ফিরবে না।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫০
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
এবার থেমে গেলে গিলে নেবে ওরা পুরো দেশ
হায়েনার পাল লুকিয়ে- তবে সোচ্চার
দাঁতে ওদের রক্তের ছাপ- হন্যে খুনি
তাই সদা জাগ্রত দেশ প্রেমিক দল
নতুন দেশ গড়া ছাড়া তারা ঘরে ফিরবে না।
২| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৩
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১১
আজব লিংকন বলেছেন: সুন্দর। অনুপ্রেরণার দারুণ সঞ্চয় সত্যি এই তারুণ্য আর থামবে না।