নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির ৩১ দফা আমার কিছু প্রশ্ন।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২




বিএনপি দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা প্রকাশ করেছে তা সত্যিই আশা জাগানিয়া, আমি সব সময় আশিবাদী তাই বিএনপির এই ৩১ দফা নিয়ে জনাব তারেক রহমানের বক্তব্যগুলো শুনি, ৩১ দফা নিয়ে বিএনপির তৎপরতা বেশ ভাল লাগে আমার কিন্তু আমার সংশয় এক জায়গায় ৩১ দফা কি শুধু ভোটের রাজনীতি নাকি বাস্তবে তারা করতে ইচ্ছুক, আমার সংশয়ের মূল কারণ হচ্ছে বিএনপির তূণমূল বিএনপির অধিকাংশ নেতা-কর্মী জানেই না বিএনপির ৩১ দফায় আসলে কি আছে, বিশাল একটি অংশ এখনো আগের মতই হাট-ঘাট, বাজার দখল রাজনীতি নিয়ে ব্যস্ত বা এই ধারার রাজনীতি বিশ্বাসী। উদাহরণসরুপ, আমি যে জায়গায় থাকি তার নাম কাঁচপুর, এখানে ফুটে এখনো আগের হারেই চাঁদা উত্তোলন হচ্ছে শুধু লীগের জায়গায় বিএনপি অবশ্য সপ্তাহখানিক বন্ধ ছিল ছাত্রদের তৎপরতায় তার পর শুধু হাত বদল, সবচেয়ে মজার হচ্ছে মাদক ব্যবসা স্পট আগের স্থানই আছে শুধু হাত বদল হয়েছে মালিকানা, উল্লেখ্য কাঁচপুর নতুন বাসষ্টান্ড (সায়েদাবাদ বাস স্টান্ড সে জায়গায় নেওয়া হবে) পাশেই দিনে প্রকাশ্যে ইয়াবা বিক্রি হয় অথচ হাইওয়ে থানা মাত্র ২০০ মিটার দূরে হবে। তবু্ও আমি আশাবাদী মানুষ, বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় এলে এসব কর্মকান্ডে যারা জড়িত তাদেরকে শাস্তি আওতায় আনবে।

চলুন ৩১ দফা কিছু ভাল মন্দ নিয়ে কথা বলি--
২. বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি ‘নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা প্রবর্তন করা হবে।
এটি খুবই ভাল প্রস্তাব, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে কম রক্ত ঝরেনি এই দেশে।

৩. সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচারবিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে।
এটা বাস্তবিক রুপ দেওয়ার জন্য যে ধরনের ব্যক্তিত্ববোধ থাকা দরকার তা আমাদের রাজনীতিবিদদের মধ্যে এখনো অনুপস্থিত বলে আমার বিশ্বাস। তবুও চমৎকার শব্দমালা যদি হয় আলহামদুল্লিাহ।

৪. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না।
এখানে আমার একটি প্রস্তাব হলো পরপর শব্দটি বাদ দিয়ে দুই বারের বেশি কেউ নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করতে পারবে না। পরপর শব্দ থাকলে শুভংকারের ফাঁকির বহু পথ খোলা থাকে।

৫. বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে ‘উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা’ প্রবর্তন করা হবে।
এটি খুবই ভাল প্রস্তাব, আমাদের সমাজের অনেক সজ্জন শিক্ষিত মানুষ রাজনীতি করতে চায় না কিন্তু তাদের জ্ঞান দেশের জন্য প্রয়োজন এই ব্যবস্থা চালু হলে তাদেরকে পাওয়া যাবে। এটি সংস্কার হলে বিএনপি করলে মানুষের ভালবাসার দলটি আরো আরো একধাপ এগিয়ে যাবে।

৬. আস্থাভোট, অর্থবিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে (দেখা হবে) বিবেচনা করা হবে।
বিবেচনা করা হবে, দেখা হবে এই শব্দটি গুলি বেশ ফাাঁকিবাজী ফাঁকিবাজী মনে হয়, যা বলতে হবে তা স্পষ্ট করে বলতে হবে যদি গবেষণা করার প্রয়োজন হয় প্রচুর সময় পড়ে আছে।

বাদবাকি দফাগুলি গতানুগতিক শব্দমালা যা গত দুই যুগ ধরে এ দেশের মানুষ শুনে আসছে।


বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কার কমিশন করেছে ইতিমধ্যে সব কমিশন কাজ শুরু করে দিয়েছে বিএনপি চাইলে তাদের এসব সংস্কার বর্তমানে সংস্কারে যুক্ত করতে পারে তাহলে তাদের পরবর্তীতে আর এই নিয়ে কষ্ট করে কাজ করতে হবে না নাকি নাম কামানোর পথ বন্ধ হয়ে যাবে বলে নির্বাচন দিন নির্বাচন দিন তসবী পাঠ?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

এ পথের পথিক বলেছেন: ২ নাম্বার পয়েন্টে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন করে ফেলবেনা এর কোন নিশ্চয়তা নেই, এর আগে ক্ষমতার চেয়ারে মরন কামড় দিয়ে বসে থাকার অপচেষ্টা বিএনপির মাধ্যমেই শুরু হয়েছিল ।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

শাহিন-৯৯ বলেছেন:

২০০৬ সালে আমি ঢাকায় থেকেই সব দেখেছি, বিএনপি কম চেষ্টা করেনি তখন কিন্তু এখন সময় ভিন্ন মানুষ এখন খুবই সচেতন তাছাড়া এখন এত বেশি সামাজিক প্লার্টফর্ম রয়েছে যে মানুষ নিয়ন্ত্রিত টিভি চ্যানেল নিয়ে বসে থাকে না অতএব চাইলে অনেক কিছু করার সুযোগ এ দেশে আর ফিরে আসবে না।

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি আসলেও এখন রাতারাতি কিছু চেঞ্জ হবে না।রাষ্ট্রের এই গভীর ক্ষত কি ভাবে পূরণ হবে আল্লাহ জানে। বিএনপি আমলে জংগীবাদ বেড়ে যায়। এটা খেয়াল রাখা উচিত।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

শাহিন-৯৯ বলেছেন:

বিএনপি আমলে জংঙ্গীবাদ বেড়ে যায় এর অর্থ বিরোধী পক্ষ এই আকামে অর্থ লগ্নি করে!! সহজ সমীকরণ কিন্তু এরকম দাঁড়ায়।

ক্ষত এক দিনে সারে না তবে চিকিৎসা চলতে থাকলে এক সময় সুস্থ দেহ হয়তো আশা করা যায়।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনারা চোর-ডাকাতকে রাজনীতিবিদ নাম দিয়েছেন?

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

শাহিন-৯৯ বলেছেন:

নাই মামার চেয়ে কানা মামা ভাল, চোর ডাকাত নামের রাজনীতিবিদ আছে বলেই এখনো বাংলাদেশ শব্দটি টিকে আছে না হলে কবেই প্রদেশ হয়ে যেত।

যার হওয়ার কথা ছিল নেতা, যার হাত ধরেই হওয়ার কথা ছিল একটি সুন্দর গণতাতিন্ত্রক রাষ্ট অথচ তিনি হতে চাইলেন রাজা, যা হওয়ার তাই হয়েছে চোর ডাকাতের খপ্পরে দেশ। কি আর করার, দেখা যাক আমাদের নোবেল লরিয়েট কি করতে পারে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: তারেক রহমান ও ৪০ ডাকাতের ( হাওয়া ভবন ) সর্বমোট ৪১ দফা থাকার কথা; উহা কমে ৩১ হলো কিভাবে?


আপনারা চোর-ডাকাতকে রাজনীতিবিদ নাম দিয়েছেন?


তারেক জিয়াকে কেন আপনার প্রধানমন্ত্রী হবার যোগ্য নেতা মনে হলো?

গত সরকারের সময়ের দূনিতিবাজ নেতারা কি তার নেতৃিত্বে সত হয়ে যাবে?

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

শাহিন-৯৯ বলেছেন:

বিএনপি বলছে জাতীয় সরকার করবে যদি সব দল থেকে একটা অর্ধেক মন্ত্রী নেওয়ার চেষ্টা করে তাহলে কমপক্ষে ১০ থেকে ১২ জন মন্ত্রী বাহির থেকে নিতে হবে তার উপর জামায়াত আলাদা প্লার্টফর্মে থাকবে চাইলে বিএনপি আগের মত খাবো খাবো করে টিকে থাকতে পারবে না, আগের চেয়ে অনেক ভাল দল হিসাবে বিএনপি আসবে, কেন্দ্রীয় সব নেতারা মন্ত্রীত্ব না পাওয়ার সম্ভবনা অনেক বেশি।

এটাই তারেক রহমানের সবচেয়ে ভাল সুযোগ, ভাল সময়, যদি সে এই সময় কাজে লাগিয়ে অতীতের বদনাম জনমনের থেকে সরে না পারে তাহলে তার মত দূভাগা আর কেউ হবে না।

আমি বরাবর আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি সুন্দর একটি বাংলাদেশের যাত্রা ৫ই আগষ্ট থেকে শুরু করেছে এখন আমাদের দায়িত্ব সবাই নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলা। সবাই আওয়াজ তুলেছিল বলেই স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে, সবাই আওয়াজ তুললেই সুন্দর একটি বাংলাদেশের যাত্রার গতি পাবে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

নতুন বলেছেন: আমি বরাবর আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি সুন্দর একটি বাংলাদেশের যাত্রা ৫ই আগষ্ট থেকে শুরু করেছে এখন আমাদের দায়িত্ব সবাই নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলা। সবাই আওয়াজ তুলেছিল বলেই স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে, সবাই আওয়াজ তুললেই সুন্দর একটি বাংলাদেশের যাত্রার গতি পাবে। +++

আশাবাদের সাথে সহমত।

কিন্তু জামাতকে সাথে নিয়ে দেশ পরিচালনার চেস্টা, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো!

আমি আশা করি নতুন কোন দল ক্ষমতায় আসবে, তরুন নেত্রিত্ব নিয়ে।

বাবা বা স্বামীর কোটায় প্রধানমন্ত্রী হওয়া গনতন্ত্রে নাই।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

শাহিন-৯৯ বলেছেন: বাবা বা স্বামীর কোটায় প্রধানমন্ত্রী হওয়া গনতন্ত্রে নাই।
আমাদের দেশে পূর্ণ গনতন্ত্রের সবচেয়ে বড় বাঁধা এই পরিবারতন্ত্র। এটা থেকে কবে এ জাতি মুক্ত হবে জানিনা তবে হবেই একদিন। নতুন দল করতে হলে একজন ক্যারিশম্যাটিক নেতা প্রয়োজন, যেমন ইমরান খান। আমাদের এমন কেউ কি আছে?

৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: আমাদের দেশে পূর্ণ গনতন্ত্রের সবচেয়ে বড় বাঁধা এই পরিবারতন্ত্র। এটা থেকে কবে এ জাতি মুক্ত হবে জানিনা তবে হবেই একদিন। নতুন দল করতে হলে একজন ক্যারিশম্যাটিক নেতা প্রয়োজন, যেমন ইমরান খান। আমাদের এমন কেউ কি আছে?

আপনি যদিন থেকে বাবা স্বামী কোটায় নেতাদের বাদ দিয়ে নতুন নেতা খোজা শুরু করবেন।

যখন মানুষ প্রশ্ন করবে গনতন্ত্রের পক্ষে নেতা খুজবে তখন দল পরিবর্তন হবে।

জনগন সকল ক্ষমতার উতস। বাবা বা স্বামী কোটায় পরিবারতন্ত্রের পালন আমরাই করি।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৩

শাহিন-৯৯ বলেছেন:

আশা করা যায় নতুন সূচনা যেহেতু হয়েছে একদিন এই পরিবারতন্ত্র বিলুপ্ত হবে তবে যত দ্রুত হবে তত দেশ ও জনগনের জন্য মঙ্গল।

৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯

মেঠোপথ২৩ বলেছেন: আপনি কি পত্রিকা পড়েন না? বিএনপি যে বিপ্লবীদের ফাশির দড়ি পড়াবার ব্যবস্থা করতেছে , তা দেখেন নাই? তারেক রহমান সম্পর্কে ব্লগার সোনাগাজী যা বলেছেন, তা শতভাগ কারেক্ট। শেখ হাসিনা ও তারেক রহমান এর কাছে এদেশের জনগনের জীবনেরএক ফোটা মূল্য নাই।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

শাহিন-৯৯ বলেছেন:


লীগ হলো ডাকাত আর বিএনপি হলো চোর, বিএনপি চাইলেও কাউকে ধুমধাম কিছু করে ফেলতে পারবে না, এই দলে এখনো কিছু সভ্য মানুষ আছে।

৮| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৫

রাকু হাসান বলেছেন:



নৌকা আর ধানের শীষে এ দেশের মানুষের বিশ্বাস হারাচ্ছে।
একে তো লীগ স্বৈরাচারি,বি.এন.পি স্বৈরাচারি ইতিহাস না থাকলেও , রক্তে ছাত্রলীগ,এখনই চাঁদাবাজী শুরু করছে। এই দুই দলের চরিত্রই একজন আরেকজন কে কুপাকুপি। নতুন রাজনৈতিক শক্তির উত্থান হওয়া জুরুরি। যদি জামাতের কথা তারা এককভাবে কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না বলে মনে হয়। আওয়ামী লীগের ইতিহাস যততটা গর্বের এখন যা অবস্থা দেখছি আরও নির্মম। এই সাইকো না সড়লে হয়তো দলটি ঘুরে দাঁড়াতে পারবে না ।

বি.এন.পির প্রতি আপনার আশাবাদে সম্মান জানাই ,তবে ব্যক্তিগতভাবে আমি ভরসা রাখতে পারছি না একবাড়েই ,তবুহ ক্ষমতায় গেলে ভালো করুক । সে কামনা তো করতেই পারি ।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৯

শাহিন-৯৯ বলেছেন:

বি.এন.পির প্রতি আপনার আশাবাদে সম্মান জানাই ,তবে ব্যক্তিগতভাবে আমি ভরসা রাখতে পারছি না একবাড়েই ,তবুহ ক্ষমতায় গেলে ভালো করুক । সে কামনা তো করতেই পারি ।

এই মূহুর্তে বিএনপি ছাড়া কেউ ক্ষমতা গ্রহণ করার মত অবস্থায় নেই, নতুন দল তৈরি করে কেউ আসবে তেমন ক্যারিশম্যাটিক নেতা দেখা যায় না। বিএনপি আসুক আমাদের তাদেরকে সোজা রাখার চেষ্টা করবো না পারলে খুনি হাসিনার মত পালাতে বাধ্য করবো।

৯| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

শিশির খান ১৪ বলেছেন: আগের বার বি এন পি ক্ষমতায় যাওয়ার আগে বলছিলো বিচার বিভাগ পৃথক করবে। ক্ষমতায় যাওয়ার পর মওদুদ তৎকালীন আইন মন্ত্রী নানা ধানাই পানাই কইরা বিচার বিভাগ পৃথকীকরণ ঠেকায় রাখছে। এর পর ২০ বছর পার হওয়া গেছে বি এন পি আওয়ামীলীগ কেউ বিচার বিভাগ পৃথক করে নাই। ক্ষমতায় যাওয়ার পর সব ভুইলা যাবে নিশ্চিত থাকেন। সংস্কার না কইরা কোনো ভাবেই নির্বাচনে যাওয়া যাবে না। নির্বাচনের পর সব রাজনৈতিক দোল পোলটি মারবে।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫

শাহিন-৯৯ বলেছেন:

সংস্কার হবে, তবে বিএনপি জামায়াত যেগুলো বড় আকারে ভেটো দিবে সেগুলো করা হয়তো সম্ভব হবে না।

ব্যারিষ্টার সাহেব লীগ থেকে জাতীয় পার্টি এরপর বিএনপি!! ক্ষমতার কেন্দ্র যার মূল আদর্শ ছিল।

ইতিহাস তাকে কিভাবে স্মরণ রেখেছে তা আপনার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, হয়তো আর দশ বছর পর তার নাম কেউ হয়েতো উচ্চারণ করার প্রয়োজন বোধ করবে না।

১০| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: বিএনপি ডুবে যাচ্ছিলো, সেখান থেকে তারা খড়কুটো ধরে কোনো রকমে বেচে গেছে। এখন তাদের খুশির শেষ।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

শাহিন-৯৯ বলেছেন:

বিএনপি উদার মধ্যমপন্ত্রী দল এই ধরনের আদর্শিক দল পৃথিবীর সব দেশে খুব ভালভাবে টিকে থাকে, বিএনপির মূল সমস্যা হচ্ছে পরিবারতন্ত্র থেকে বের হতে পারছে না, তাছাড়া খাও খাও টাইপের এক পাল রাজনীতিবিদ এখনো বিএনপির নীতি নির্ধারক হয়ে বসে আছে।

বিএনপি ছিল, থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.