নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি- নেট
সেন্টমার্টিন নিয়ে সরকার দারুণ একটি উদ্যোগ নিতে যাচ্ছে নিচের লিংকে পড়তে পারেন।
পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
এই পদক্ষেপ যে এই সরকার নিয়েছে এমন না, এরকম প্রস্তাব ছিল লীগ সরকারের আমলে কিন্তু দলীয় ক্ষমতার এজেন্ডা বাস্তবায়ণ করতে গিয়ে এ দিকে নজর দিতে পারিনি তারা, সেই সময় ভ্রমণ প্রিয় সবাই সরকারকে ধন্যবাদ দিয়েছিল,উৎসাহ দিয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি।
তখন লিখেছিলাম এই সব নিয়ে
সেন্টমার্টিন নিয়ে সরকারের পরিকল্পনা যেন সঠিক হয়, এই প্রার্থনা।
সেন্টমার্টিন কে বাঁচাতে হলে আবেগ নয়, বিবেক আর দেশপ্রেম দিয়ে ভাবতে হবে। শুধু সরকার বিরোধীতা করার জন্য এই প্রকল্পের বিরোধী করা উচিত হবে না। আমাদের এক অপূর্ব সেীন্দর্য্যময় জায়গা সেন্ট-মার্টিন এটাকে আমাদের বাঁচাতে হবেই।
আমি দুইবার গিয়েছি ২০১৪ আর ২০২০ সালে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ৬ বছরের পার্থক্য করে আমি বুঝেছি। একটা উদাহরণ দিই, ২০১৪ সালে সমুদ্র বিলাসের সামনে কোন দোকান পাট কিছুই ছিল না, একদম ফাঁকা, হুমায়ুণ আহমেদের বাড়িটি সবার আর্কষণীয় ছিল। আর ২০২০ সালে গিয়ে দেখি পুরো জায়গা দোকানে ভরপুর!!
আসুন আওয়াজ তুলি, একটি সুন্দর দ্বীপের মৃত্য থেকে রক্ষা করি।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
খাওয়ার হোটেল বলতে আমরা সাধারণ যে সব হোটেল বুঝি তা ভিতরেই গড়ে উঠেছে, সৈকত দখল গড়ে মূলত গড়ে উঠেছে চা-পান সিগারেট আর টকলেট চিপস টাইপের আইটেম, কেউ কেউ হালকা নাস্তার আয়োজন করতে গিয়ে গড়ে তুলেছে একখানা হোটেল। এগুলো উচ্ছেদ করলে বিন্দুমাত্র সমস্যা হবে না।
২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২০
ফেনা বলেছেন: শাহীন-৯৯ খুবই ভাল একটা পোষ্ট দিয়েছেন। সবারই উচিৎ এমন বিষয় নিয়ে সিরিয়াস ভাবে ভাবা।
কিন্তু দুঃখ পেলাম যে এখানেও সোনাগাজীর সোনা চুলকানু শুরু হয়ে গেছে। ওনার মন্তব্য এখানে কোনভাবেই গঠন্মূলক নয়।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
আমাদের গর্ব করার মত একটি স্থান সেন্ট-মার্টিন এটাকে পরিকল্পিতভাবে এগুতে পারলে দেশের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাবে, সবাই আওয়াজ তুললে ইনশাল্লাহ ভাল কিছুই হবেই।
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮
জুল ভার্ন বলেছেন: অবশ্যই ভালো সিদ্ধান্ত।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
@ফেনা,
আপনি কি ওখানে রাতে ছিলেন? আমি ছিলাম।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫০
শাহিন-৯৯ বলেছেন:
তাহলে আপনার তো আরো ভাল জানা উচিত।
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫১
শাহিন-৯৯ বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১
মেঠোপথ২৩ বলেছেন: গুজব আছে যে , সেন্ট মার্টিন দ্বীপে নাকি সিআইএকে ঘাটি গড়তে দেয়া হয়েছে। আমেরিকা সেখানে বসে ভারত, মিয়ানমার ও চীনের গতিবধি পর্যবেক্ষন করতে চায়। বিষয়টা যদি গুজব না হয়ে সত্য হয় তবে এটা বাংলাদেশের জন্য খুবই স্বস্তিদায়ক খবর। সরকারের উচিত সেন্ট মার্টিন নিয়ে কোন প্রকার বক্তব্য না দিয়ে বিষয়টা টপ সিক্রেট হিসাবে রাখা।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
গুজব আছে যে , সেন্ট মার্টিন দ্বীপে নাকি সিআইএকে ঘাটি গড়তে দেয়া হয়েছে। আমেরিকা সেখানে বসে ভারত, মিয়ানমার ও চীনের গতিবধি পর্যবেক্ষন করতে চায়।
হাহাহা। গুজব আমাদের দেশের একটা মারাত্বক ট্রাম্প কার্ড।
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯
শিশির খান ১৪ বলেছেন: পরিবেশ উপদেষ্টা এখনো এক্টিভিস্ট থেকে গেলেন উনি এখনো উপদেষ্টা হতে পারেন নাই। পলিথিন বন্ধ করছে খুব প্রশংসনীয় উদ্যোগ সাধুবাদ জানাই কিন্তু পলিথিনের বিকল্প কি হবে সেই ব্যবস্থা তো করলেন না। সেন্টমার্টিন অনেক আগেই বন্ধ করা উচিত ছিলো কিন্তু হঠাৎ কইরা বন্ধ করলে কি মানুষ মানবে ওইখানে অনেক ব্যাবসায়ী আছে যারা মানুষের কাছ থেকে ধার নিয়া ছোটখাটো হোটেল খুলছে ওরা কি মানাবে ?সেটা না করে বরং যারা সেন্টমার্টিনে যারা থাকবে তাদের খুব হাই টেক্স ভ্যাট দিতে হবে এমন আইন করলে অটো মানুষের সংখ্যা কইমা যাইতো কিংবা রাতে ৫০০ জনের বেশি গেস্ট দ্বীপে থাকতে পারবে না এমন নিয়ম করতে পারতো।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
পলিটিনের বিকল্প না এনে পলিটিন বন্ধ কখনোই হবে না, পলিটিন চালু রেখেই দেশ পলিটিন মুক্ত রাখা যায়। দরকার বিস্তর আলোচনা।
সেন্টমার্টিন নিয়ে আপনার প্রস্তাব নিয়ে তখন আলোচনা হয়েছিল কিন্তু সবাই আলোচনা পর্যন্ত থেমে যায় কেউ বাস্তবায়ণ করে না।
৮| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার শিশির খান আসল পয়েন্ট তুলে ধরেছেন। কতৃপক্ষের এসব মাথায় থাকতে হবে।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮
শাহিন-৯৯ বলেছেন:
এসব নিয়ে অনেক আলোচনা তখন হয়েছিল কিন্তু অদৃশ্য এক কারণে তা আর আলোর মুখ দেখেনি।
৯| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেন্টমার্টিন রক্ষা করতে হলে অবশ্যই শক্ত পদক্ষেপ নিতে হবে সরকারকে বর্তমানে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানাই।
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
আশা করি ভাল কিছু হবে।
১০| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
জটিল ভাই বলেছেন:
সিদ্ধান্ত কতোটা বাস্তবায়িত হবে সেটাই মূল....
২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
শাহিন-৯৯ বলেছেন:
সিদ্ধান্ত কতোটা বাস্তবায়িত হবে সেটাই মূল.... চমৎকার বলেছেন। আমাদের দেশে প্রস্তাবগুলো হয় খুব ভাল কিন্তু কোন এক অদৃশ্য কারণে হঠাৎ থমকে সব আলোচনা তবে এবার আশার কথা এই সরকারের কোন রাজনৈতিক এজেন্ডা নেই তারা চাইলে কাজ করতে পারবে।
১১| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
রাজীব নুর বলেছেন: সেন্টমার্টিনকে বাচাতে হবে। এটা হচ্ছে প্রথম ও প্রধান কাজ।
২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
শাহিন-৯৯ বলেছেন:
সেন্টমার্টিনকে বাচাতে হবে। এটা হচ্ছে প্রথম ও প্রধান কাজ। এটাই হওয়া উচিত।
১২| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেন্ট মার্টিন রক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
আন্তরিক ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫
সোনাগাজী বলেছেন:
দোকান না থাকলে ভ্রমণকারীরা খাবে কি?