নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

হালুয়া-রুটি

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৭


ছবি- নেট

চুপ করে
ধুম করে
খেয়ে নে
টক-ঝাল-তিতা হোক
মুখ বুঝে গিলে নে
তারপর ঢেক তুলে
হাসি মুখে বলে দে
আহ কি তৃপ্তি হালুয়া-রুটিতে!!

ঘাট খাক, মাঠ খাক
টেনে ছিঁড়ে চাঁদা খাক
চোখে তুলে দেখবি নে,
দেখলেও বলবি নে
যদি মন চাই তবুও বলতে
দিবি বলে- ওরা সব দরবেশ
"খায় না, ছোঁয় না
চাঁদাবাজীর টিঁকিটাও চিনে না!!"

এর যদি হেরফের হয় রে
দেশপ্রেম যাবে তোর ডুবে রে
রাজাকার ট্যাগ দিয়ে
কিল-ঘুষি লাথি দিয়ে
দিবো তোরে দেশ থেকে ঝেটিয়ে!!

(স্বৈরাচার খুনি হাসিনার শাসন নিয়ে লিখেছিলাম, খুনি হাসিনা পালালেও নতুন দেশপ্রেমের ব্যাখ্যা নিয়ে হাজির আর এক চোর পার্টি)


মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: এই দেশের জন্য যারাই কাজ করবে তাদের শুনতে হবে অনেক গালমন্দ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.