![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
নেট থেকে।
৫. বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে ‘উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা’ প্রবর্তন করা হবে। বিএনপির ৩১ দফার একটি।
বিএনপি স্পষ্ট বলেছে সেখানে উচ্চ শিক্ষিত মানুষদের ইনক্লড করবে, বিপক্ষ দলও তাদেরকে টিক্কা দিতে নিশ্চয়ই তাদের মানের লোক সদস্য করবে, এই সব শিক্ষিত লোকেরা নিশ্চয়ই আউল ফাউল কথা বলবে না। (মমতাজের মত গান গাইবে না) প্রাণবন্ত আলোচনা হবে কিন্তু সেই জন্য প্রয়োজন কিছু সমতা, আর উচ্চকক্ষে পিআর পদ্ধতি হচ্ছে সেই সমতা তৈরির মাধ্যম।
এখন একটা কথা বলি যদি বিএনপির কথা মত সংরক্ষিত নারী আসনের মত নিম্ন কক্ষের আসনের উপর ভিত্তি করে উচ্চকক্ষ গঠন হয় তাহলে সেই উচ্চকক্ষ কি আসলেই প্রয়োজন আছে?
বিএনপি ধরেই নিয়েছে, মাঠ ফাঁকা, গোল তো আমরা দিবোই শুধু সময়ে অপেক্ষা, বিএনপির ভাবনা খুব বেশি অমূলক নয়, তাদের প্রতিদ্বন্ধী পলাতক, আমি প্রায় বলি- জামায়াত সাংগঠনিক শক্তি বিবেচনায় বিএনপির সমকক্ষ কিন্তু তাদের নিদিষ্ট ভোটব্যাংক নেই। গত এক লেখায় বলেছিলাম যদি ইসলামী দলগুলো জোট হয় তাহলে বিএনপি ভাল প্রতিদ্বন্ধীতায় পড়বে।
বিএনপি বেশ প্রয়োজনীয় সংস্কারে বার বার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, তারা ধরে নিয়েছে লীগ নেই, আমাদের রুখবে কে? বিএনপিকে বলি- প্রকৃতি শূন্যস্থান খালি রাখে না, বিএনপি যে মধ্যমপন্হা দর্শনকে কাজে লাগিয়ে এতদিন ভোটের রাজত্ব করেছে এখন সেই রাজত্বে অনেক মধ্যমপন্হার জন্ম হয়েছে তাদের ভোট ব্যাংক কি পরিমান খালি হয়েছে আশাকরি তারা নির্বাচনের পরে বুঝতে পারবে।
বিএনপি বড় দল হিসাবে এখন পা অনেক সময় মাটিতে দিচ্ছে চাচ্ছে না, পিআর মানবে না। কিন্তু সময় একদিন আসবে, ফেসবুকের এক কমেন্টের ভাষায় বলি- তত্ত্ববধায়ক সরকার দাবিতে বিএনপি ৯৬ সালে বলেছিল- পাগল আর শিশু ছাড়া কেউ নিরেপেক্ষ হয় না অতএব তত্ববধায়ক সরকার প্রয়োজন নেই অথচ এই বিএনপি গত ১২ বছর তত্ববধায়ক সরকার চাই করতে করতে গলা শুকিয়ে ফেলেছে তবুও পানি জুটেনি, অবশেষে ছাত্ররা এসে পানি খাওয়ার ব্যবস্থা করেছে। একদিন এমন সময় আসবে বিএনপি পিআর চাই করতে করতে গলা শুকিয়ে যাবে।
বিএনপির উচিত ফাঁকা মাঠের সুবিধা না নিয়ে সবাইকে সমান সুযোগ দিতে কমিশনের প্রস্তাব মেনে উচ্চকক্ষে পিআর দাবি মেনে নেওয়া।
নায়ক হওয়ার সুযোগ বারবার আসে কিন্তু মহানায়ক হওয়ার সুযোগ আছে একবার। বিলিয়ন মানুষের মধ্যে হয়তো একজন সেই ভাগ্যবান হওয়ার সুযোগ পায়। জনাব তারেক রহমানের তার পিতার মত একজন মহানায়ক হওয়ার এটাই সুযোগ, হেলায় নষ্ট করলে ইতিহাস একদিন তাকে কাঁদাবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৭
কামাল১৮ বলেছেন: সবার অংশ গ্রহনে সুষ্ঠু নির্বাচন হবে।যারা জয় লাভ করবে তারাই সরকার গঠন করবে।