![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আসিবে বলে, সেই যে চলিয়া গেল--
দিন কাটিল, মাস পার হইল, বছর পেরিয়ে যুগে।
তাঁহার অপেক্ষায় থাকিয়া;--
যেীবন ফুরিল, আশার ঘরে ধুলি-স্তুপ পড়িল,
সপ্নগুলোর বিবর্ণ চেহারা হইল।
তাঁহার কথা রাখিতে;--
চেীচাল ঘর তুঁলিলাম, উঠান-পুকুর-ঘাট পাকায় বাঁধিলাম,
নকশীঁ করিয়া তাঁহার নাম দেয়ালে সাঁটিলাম।
তাঁহার শখের;--
বাগান করিলাম, রজনী-গোলাপ-গাঁধা ফুটাইলাম,
ছোট্ট বকুল গাছটাও আজ ফুলে ভরা।
সবই হইল, শুধু সে;--
আসিল না।
২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যায় সে কি আর ফিরে আসে?
৩| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৬
গেম চেঞ্জার বলেছেন: সে আসিবে, পথ পানে চাহিয়া বসিয়া বসিয়া থাকেন
৪| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৯
শাহিন ইবনে রফিক বলেছেন: ভাই চাহিয়া থাকিলাম, দেখি দেখা মিলে কবে
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ সকাল ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
সে ছিলো না, ছিলো কল্পনা