![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
২০০৯ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত দুর্ঘটনা ঘটেছে আশ্চর্যজনক ভাবে সরকার সবগুলো ঘটনাতেই যুদ্ধাপরাধীদের বাচানোর ষড়যন্ত্র খুজে পেয়েছে। অবাক করা ব্যাপার হল কিছু কিছু ঘটনা ঘটার মিনিট খানেকের মধ্যেই সরকারের উপর মহল থেকে শুরু করে পাতি নেতারা পর্যন্ত কোন চিন্তা ভাবনা না করে ঘটনা প্রত্যক্ষ না করেই দোষ চাপিয়ে দিচ্ছে বিএনপি জামাতের ঘাড়ে। এসব করে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই হয়ে গেছে। অতিরিক্ত করতে গিয়ে তাদের আচরন এখন জনগনের কাছে হাস্যকর উপাদান হয়ে গেছে।
আমি কাউকে কাউকে ব্যাঙ্গ করে বলতে শুনেছি-
"বাথরুমের বদনা খুঁজে পাচ্ছিনা, নিশ্চই যুদ্ধাপরাধীদের বাচাতে আমার বদনা লুকিয়ে ফেলেছে!"
"আজ আমার বাড়ির ছাদের একটা রড ভেঙে গেছে। নিশ্চই রাজাকারদের বিচার বানচালের ষড়যন্ত্র!"
আওয়ামিলীগ সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকারই ছিল যুদ্ধাপরাধীদের বিচার। দেশের বিপুল সংখক তরুন সমাজ সহ সাধারণ মানুষের আবেগের আশ্রয়, গর্বের ধন মহান মুক্তিযুদ্ধ। সেই আবেগটাকে লক্ষ্য করেই আওয়ামিলীগ তীর ছুড়েছে। সেই আবেগ নিয়ে আওয়ামিলীগ জনগনের সাথে আরো প্রতারনা করবে ভবিষ্যতে। এই একটা ইসু্যকে সম্ভল করে হাজারো ইস্যু মাটিচাপা দিবে তারা।
প্রনুশ্চঃ বইমেলায় নাকি আগুন লেগে শতাধিক ষ্টল পুড়ে গেছে। আমরা আবারো অগ্রীম ভবিষ্যৎবানী শুনতে চাইনা। আমরা চাই তদন্তের মাধ্যমে সঠিক ক্লো বেড়িয়ে আসুক।
প্রনুশ্চ ২ঃ ধর্ম, শিক্ষা নিয়ে নোংরা রাজনিতীর অবসান হোক।
পাদটিকাঃ পাঠক, একটু ভাবুন। চলুন আমরা কোন নির্দিষ্ট একটা দলের সমর্থক না হয়ে নিরপক্ষ দৃষ্টিকোন থেকে দেশের অবস্থা বিবেচনা করি। রাজনৈতিক নেতাদের বুদ্ধি আপনার আমার চেয়ে যথেষ্ট কুটিল।
শাহজাহান আহমেদ
০২-২৪-১৩
মিশিগান।
(বিঃ দ্রঃ ইহা একটি সাধারণ নাগরকীয় পোষ্ট। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জামাত শিবিরের গন্ধ খোঁজার চেষ্টা করে বোকামির পরিচয় দিবেন না। অতি উৎসাহী আতেলদের একশো হাত দূরে থাকার নির্দেশ দেওয়া হল।)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
শাহজাহান আহমেদ বলেছেন: হ আমারতো খাইয়া দাইয়া কাম নাই।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
ফারজানা শিরিন বলেছেন: ষরযন্ত্রের গন্ধ পাইতেছি ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
শাহজাহান আহমেদ বলেছেন: আমিও পাইতাছি....
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
পথহারা সৈকত বলেছেন: চাঁন মিঞা সরদার বলেছেন:
আপনি এই পোষ্ট কেন দিলেন? আপনি নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের বাচানোর ষড়যন্ত্রে লিপ্ত।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: + লন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
কিংব্লগার বলেছেন: বালা কথা এইকানে মাতনে জায়গা না মিঞ্রা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
শাহজাহান আহমেদ বলেছেন: আমাগো তো মাইক নাই যে ভাষন দিব। তাই এইকানে....
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
সাউন্ডবক্স বলেছেন: আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে। তাত্তারি পোস্ট ডিলিটান। যুদ্ধাপরাধী দের বিচার নিয়া মজা লন মিয়া।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
হাসান কালবৈশাখী বলেছেন: প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন
- কি ঘটেছিল সেদিন দরবার হলে?
Please read This in 3 part
Part 1
Click This Link
part2
Click This Link
Part 3
Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
চাঁন মিঞা সরদার বলেছেন:
আপনি এই পোষ্ট কেন দিলেন? আপনি নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের বাচানোর ষড়যন্ত্রে লিপ্ত।