![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
"আপনি মানুষ নাকি আওয়ামিলীগ?
এরকম অযৌক্তিক এবং নির্বোদ প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি তার কী জবাব দিবেন? আপনি যদি খুব সাহসি এবং বুদ্ধিমান হন তাহলে প্রশ্নকারীকে সাথে সাথে একটা চড় বসিয়ে দিবেন। আর বলবেন "বদের হাড্ডি। আমি আওয়ামিলীগ হতে যাব কোন দুঃখে? তুই আওয়ামিলীগ। তোর চোদ্দ গুস্টি আওয়ামিলীগ!"
আর যদি আপনিও প্রশ্নকারীর মত নির্বোদ হন তাহলে আমি নিশ্চিত আপনি চরম বিভ্রান্ত হয়ে ভাবতে বসে যাবেন 'আসলেইতো আমি কী? মানুষ। নাকি আওয়ামিলীগ!'
একসময় এই প্রশ্নটি অনেক তরুনের প্রিয় ডায়লগ ছিল। এখনো হয়তো আছে। বিগত দিন গুলোতে আওয়ামিলীগের কার্যকলাপ সেই একই ডায়লগ কে মনে হয় উসকে দিচ্ছে। "মীর জাফর" এর নামটা যেমন একটা বহুল জনপ্রিয় গালি হিসাবে ব্যাবহৃত হয়। হয়তো কিছুদিনের মধ্য "আওয়ামিলীগ" গালিটাও জনপ্রিয় হয়ে যাবে।
পাদটিকাঃ মীর জাফর = বেঈমান অর্থে ব্যাবহৃত গালি।
আওয়ামিলীগ = ? (যেখানে ইচ্ছা ব্যাবহার করা যাবে।)
বিঃদ্রঃ ইহা একটি 'আওয়ামিলীগে চুলকানী' মার্কা ষ্টেটাস। ইহার সাথে কোনভাবেই কাদের মোল্লা কিংবা অন্য যুদ্ধাপরাধীদের সম্পর্ক নাই।
(শাহজাহান আহমেদ)
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
আশিকুর রহমান ১ বলেছেন:
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
সাউন্ডবক্স বলেছেন: তুই আওায়ামিলিগ নিয়া কথা কস কেন???
তুই রাজাকার, তুই রাজাকার।
যুদ্ধাপরাধীর বিচার বাঞ্চাল করতে তুই এই প্রস্ন করসস।
তর বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহিতার মামলা করুম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
শাহজাহান আহমেদ বলেছেন: আইচ্ছা। করিস।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
Avnv‡PŠ বলেছেন: মানুষ যখন পশুর মতো আচরণ করে তখন কেউ কেউ বলে 'তুই মানুষ নাকি পশু' আওয়ামী লীগ হয়তো এরকম আচরণ অনেক বেশি করেছে, তাই মানুষ বলছে 'তুই মানুষ না আওয়ামী লীগ' এখন হয়তো মানুষ বলা শুরু করবে 'তুই মানুষ না জামাত!' যেখানে ইসলাম শান্তির ধর্ম বলে খ্যাত সত্বেও জামাত অশান্তি করে বেরাচ্ছে! মানবতাবিরোধী অপরাধের সাস্তি চায় না! তারা কি মানুষ?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
এস বাসার বলেছেন: তুই শিবির নাকি ককুর?
....................স্ট্যাটাসটা কেমন হইলো?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
শাহজাহান আহমেদ বলেছেন: আমি তোর বাপ!
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
পথহারা সৈকত বলেছেন: বিঃদ্রঃ ইহা একটি 'আওয়ামিলীগে চুলকানী' মার্কা ষ্টেটাস। ইহার সাথে কোনভাবেই কাদের মোল্লা কিংবা অন্য যুদ্ধাপরাধীদের সম্পর্ক নাই।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
ববিজী বলেছেন: জটিল !!!
জটিল পোষ্ট ???
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
রাসেল ভাই বলেছেন: তুই আওয়ামিলীগ
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
শাহজাহান আহমেদ বলেছেন: আমি আওয়ামি ওলামা লীগ। তুই কী?
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
কিংব্লগার বলেছেন: বেশ মজার বিষয়, আগে কখনো শুনিনি