![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
মাঝে মাঝে কিছু কবিতা পড়ে অবাক হয়ে যাই। প্রচন্ড মুগ্ধতায় আচ্ছন্ন থাকি বেশ কিছুদিন। মাথার মধ্যে সেই কবিতার লাইনগুলো বাজতে থাকে। তারপর আবার আগের অবস্থায় চলে আসে। ফেসবুকে কোন একজনের একটা কবিতা পড়েছিলাম (নামটা মনে করতে পারছিনা। সরি!) যার প্রথম লাইনটা হল "এই ছাদ থেকে ঐ ছাদ আর কতদূর?" সম্ভবত এই রকমই ছিল লেখাটা। প্রেমের কবিতা।
প্রচণ্ড মুগ্ধতা নিয়ে কবিতাটা পড়েছিলাম। সেই কবিতার একটা লাইন মাথার মধ্যে ঢুকে গেছে। প্রায় সময়ই নিজের অজান্তে মুখ দিয়ে বেড়িয়ে আসে "এই ছাদ থেকে ঐ ছাদ আর কতদূর।"
এখন মাঝ রাত। বিছানায় শুয়ে আছি। গত দুইদিন ভাল ঘুম হয়নি। ভেবেছিলাম আজ আরাম করে ঘুমাব। হঠাৎ করে মনের মধ্যে কবিতার লাইনটি বাজতে শুরু করেছে। "এই ছাদ থেকে ঐ ছাদ আর কত দূর?"
আমার মনে হল আচ্ছা এখানে যদি ছাদের যায়গায় "খাট" হত কেমন লাগত? যে খাটে আমি শুয়ে আছি সেই খাট। আর যেই খাটে আমি শেষ বারের মত শুইব সেই খাট! মানে খাটিয়া!
"এই খাট থেকে ঐ খাট আর কতদূর!"
(শাহজাহান আহমেদ)
২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাই, ওই খাটে যখন চলে যাবেন তখন এক দেড়দিনও বিশ্রাম জুটবেনা! ওই খাট থেকে অচিরেই নামিয়ে দেয়া হবে আর এক বদ্ধ ঘরে।
৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৬
মুসাফির... বলেছেন: ডট কম ০০৯ বলেছেন: ভেরী ডিফিকাল্ট টু হাইড ইয়ু নো হোয়াট আই মিন......।।
-----------------------------------------------------------------------
বুঝলামনা তিনি কি বলতে চেয়েছেন?
চোরের মন পুলিশ পুলিশ নয়তো?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯
ডট কম ০০৯ বলেছেন: ভেরী ডিফিকাল্ট টু হাইড ইয়ু নো হোয়াট আই মিন......।।