![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
গতকাল তৃতীয় মাত্রা টকশোতে শামিম ওসমানের ইন্টারভিউ দেখলাম। একটা পর্যায়ে তাঁকে জয় সম্পর্কে বলতে শুনলাম। কোন একজন দরিদ্র ছাত্রের অর্থের যোগান দিতে জয় নাকি তাঁর গাড়ি বিক্রী করে ফেলেছে পাঁচ হাজার ডলারে...!
একথা শুনে আমাদের প্রধানমন্ত্রী দু-চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে "চিন্তা করোনা বাবা, যখনি কোন বিপদে পড়বে তখনি রসুল (সাঃ) জীবনি পড়বে...!
আহা! এই রুপকথার গল্পটা যদি সত্যি হত!
২| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১
নূর আদনান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শামীম ওসমান কইয়া থাকলে হাছা কতই কইছে, তিনি বড় ঈমানদার লোক