নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সাবেক ফুটবলার সম্রাট এমিলির কান্না!

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

আমার এই একটা দুর্বলতা। কারো চোখের পানি দেখতে পারিনা। কাউকে কাঁদতে দেখলে আমার চোখেও পানি চলে আসে। এই জন্য নাটক এবং মুভির কান্না-দৃশ্যগুলো এড়িয়ে যাই।

এই ভিডিও ক্লিপটা যখন দেখা শুরু করেছি তখন সব ঠিকই ছিল, শেষ পর্যায়ে বয়স্ক এই লোকটা হাউ-মাউ কেঁদে ফেলবে কে জানত!

অনেকদিন পর আবারো আমার চোখ থেকে পানি ঝরল!





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২

হেডস্যার বলেছেন:
আসল ঘটনা জানা হলো না। তবে শামীম ওসমান এর মত কুকুর যার রাজনৈতিক গুরু তার কপাল এইরকম পোড়া হইতেই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.