![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয়,আমি মুসলিম।আমার একমাত্র পরিচয় আমি মুসলিম।আমি মুসলিম ব্যতিত আর কিছুই না।
২০০৬ সালের ২৮ অক্টোবর!স্বাধীন বাংলার ইতিহাসের কালো একটি দিন।সেটাকে শুধু বাংলাদেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে ভুল করা হবে!সেদিন পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে।প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মানুষ হত্যা করা এবং হত্যার পর লাশের উপর দাড়িয়ে নৃত্য করা হয়তো ইতিহাসের এটাই প্রথম বার ঘটেছে।
যে হতাভাগার লাশের উপর আওয়ামী সন্ত্রসীরা সেদিন নৃত্য করছিল,তার নাম জসিম।সেই হতভাগাকে লগি বৈঠা আর বাঁশের লাঠি দিয়ে সাপের মত পিটিয়ে রক্তাক্ত করা হয়। ছবিতে সেই দিনের আর এক হতভাগা শহীদ মোজাহিদুল ইসলাম মোজাহিদ!ষ্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। প্রথমে তাঁকে বৈঠা রড হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে মাটিতে ফেলে দেয়া হয়।তারপর তাঁকে সাপের মত পিটিয়ে হত্যা করা হয়।হত্যা করার পর হাতের পালস দেখে মৃত্যু নিশ্চিত করছে আওয়ামী সন্ত্রাসীরা।
রক্তাত্ত নিধর দেহ পড়ে আছে আর এক জসিম(২)!তাঁর মাথা ইট দিয়ে থেঁতলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে লীগের সোনার ছেলেরা।
হত্যা করার পর থেমে থাকেনি মানুষ রূপী জানোয়াররা।এরপর বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লাশ বিকৃত করবার চেষ্ঠায় মত্ত মুজিব কাকুর সোনার ছেলেরা।
বাম রামরা বলে থাকেন,তারা অন্যায়ের বিরুদ্ধে!তারা শোষিত মানুষের পক্ষে! কিন্তু ছবিতে গলায় লাল রুমাল বাঁধা ব্যাক্তিটা তৎকালীন ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসুর!যিনি কিনা শোষনের বিরুদ্ধে বিপ্লবের কথা বলে,লাশের উপর নৃত্য করছেন।
কোন কিছুই চাপা থাকে না।আজ হয়তো ক্ষমতাকে অপব্যভহার করে,২৮ অক্টোবর হত্যাকান্ডের সমস্ত মামলা বাতিল করে দিয়েছে সরকার।কিন্তু মনে রেখো,এই আদালতেরও চেয়েও একটি বড় আদালত রয়েছে।সেদিন মামলা খারিজ করতে পারবেন তো?
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: এমনটা হওয়াই তো স্বাভাবিক!
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫
তন্ময়০১৩ বলেছেন: শিবির এর বিশাল ইতিহাসবিদ আসছে।
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: হুম ইতিহাসবিদ বৈকি!
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪
উচ্ছল বলেছেন: আহমাদ ফিরোজ বলেছেন: মানবতাবাদীদের জন্য এসব ছবি ফেইক!!!!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
আহমাদ ফিরোজ বলেছেন: মানবতাবাদীদের জন্য এসব ছবি ফেইক!!!!!!