![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয়,আমি মুসলিম।আমার একমাত্র পরিচয় আমি মুসলিম।আমি মুসলিম ব্যতিত আর কিছুই না।
গতকাল এক আইএস সদস্য, এক খ্রীষ্টন দম্পতির গাড়ি থামায়! গাড়ি থামিয়ে সে প্রশ্ন করে, তোমরা কি মুসলিম? জবাবে খ্রীষ্টান লোকটি বলেন, হ্যাঁ আমরা মুসলিম।
তখন আইএস এর সদস্য বলেন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো তাহলে কুরআন এর একটি আয়াত পড়ে শোনাও।
খ্রীষ্টান লোকটি, বাইবেল থেকে একটি ক্ষুদ্র বাক্য পড়ে শোনাল।
তখন আইএস এর সেই সদস্য বলল, ঠিক আছে যাও!
কিছুক্ষন পরে সেই খ্রীষ্টান লোকটির স্ত্রী বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতোবড় ঝুঁকিটা কি করে নিলে(!) কেন তুমি তাকে বললে, আমরা মুসলিম! সে যদি বুঝতে পারতো তাহলে আজ আমাদের দু’জনকেই মরতে হতো।
তখন খ্রীষ্টানে লোকটি বলল, চিন্তা করো না! যদি তারা সত্যি কুরআন জানতো তাহলে কখনও মানুষ হত্যা করতো না।( আল্লাহু আকবার)
জলির ফটো লিংক
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জোলি বুঝল। কিন্তু নাস্তিক আর মানব ধর্ম ওয়ালারা বুঝলো না..
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: কারণ যাই বলুন না কেন, তালগাছটা তাদেরই রয়ে যায়!
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
অবুঝ১ বলেছেন: ফেসবুকেও দেখলাম
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: হুম
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
গেম চেঞ্জার বলেছেন: কি কি কি?????????????????
কই এ স্ট্যাটাস দিসে। ফাও মনে হয়।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: লিংক দিছি! আপনার মনে হওয়াতে কিছু যায় আসে না!
৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
গেম চেঞ্জার বলেছেন: আমি উক্ত ঘটনার কোন সত্যতা খুঁজে পাইনি। তবে এ.জোলি বলেছেন যে "Terrorism has no religion."
উনার কোন ভেরিফায়েড ফেসবুক পেইজই নাই। এইগুলো নিয়া হুজুগে খেলায় মেতে রয়েছেন আপ্নার মত মাইনশেরা।
এইসব কাম ঠিক না।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
নতুন বলেছেন: হুজুগে বাঙ্গালীর কাম এইটা... এই রকমের জিনিস পাবলিকে খাবে বেশি তাই বানাইছে। আর সবাই বেশি লাইক/সেয়ার করতেছে।
জোলির অফিসিয়াল ইন্সাগ্রাম সাইটের ঠিকানা এইটা<< Click This Link
আর আপনি সেইটা দেখছেন সেটা হইলে<< ht ps://instagram.com/in_law_school/
এইটা ভুয়া ছবি..
বিদ্র:- পোস্ট মইছা ফালান... নতুবা নাম পাল্টাইয়া দেন..
৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
মোঃ শিহাবুর রহমান বলেছেন: জোলির আর কাম নাই ! এই আপনারাই কয়দিন পর পর জোলির ইসলাম গ্রহণের গপ্প ফাদেন । ভুয়া খবর দিছেন ই যখন, একটু খোজ খবর নিয়ে আজকালকার চালু কোনো নায়িকার নামেই দিতেন, আরো জমত।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষ লাইটা কিন্তু অনুবাদ করলেন না...........
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
রুদ্রছায়া বলেছেন: ধন্যবাদ।