নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা ভালোবাসি।

শাহনূর সুমন

কিছুই বলার নেই।

শাহনূর সুমন › বিস্তারিত পোস্টঃ

বিপিএল দুর্গতি!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

জাতিগত ভাবে আমরা বেসম্ভব মান সন্মানের অধিকারী। আকাশচুম্বী মান সন্মানের ভারে আমাদের নুজ্জ অবস্থা!! আমাদের বেহায়া মান সন্মান জুতা দিয়া পিডাইলেও যায়না। সেজন্যই বিপিএল প্রথম আসরে এত এত লজ্জার পরও আমাদের মাথা কাটা যায়নাই। বিদেশী খেলোয়াড়দের টাকা পরিশোধ করিনাই তো কি হইছে!!!! আর দেশি খেলোয়াড়?? ধুর মিয়াঁ ওরাতো আমাদেরই লোক!! ওগোরে দেয়ার কি আছে!!...



ফিকার চোখ রাঙানো উপেক্ষা করা সম্ভব হয়নাই সে জন্যই দ্বিতীয় আসরের কিছু আগে বিদেশী খেলোয়াড় দের টাকা পরিশোধ করা হইছে। আর দেশীয় খেলোয়াড়রা তো কামলা দিতেছে সে জন্য ওরা এখনো গোনার বাইরে। প্রথম আসরে ক্লাবদেরই টাকা পরিশোধের কথা ছিল কিন্তু তারা ব্যর্থ হইছে। এ দিয়া অবশ্য আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানগুলার লেনদেনের একটা চিত্র পাওয়া যায়......!



যাই হোক ব্যর্থতার খেসারত হিসেবে এইবার এই টাকা পরিশোধের দায়িত্ব বিসিবি নিজেই নিলো এবং প্রমান দিলো মানীর মান জুতা দিয়া পিডাইলেও যায়না। ২৫ শতাংশ টাকা আগেই পরিশোধের কথা থাকলেও আজ ২০তম ম্যাচের পরও অনেক বিদেশী খেলোয়াড়ই টাকা পায়নাই আর দেশীগো কথা বাদই দিলাম!!! সর্ষের ভিতরেই ভূত!!



ফিকা এইবার আরও কঠোর। বিদেশী খেলোয়াড়দের বিপিএল বর্জনের আবেদন জানাইছে গত পরশু। জানিনা ওআইজ শাহের পেমেন্ট সংক্রান্ত জটিলতার অবসান হইছে কিনা! জানিনা অন্যদের কি অবস্থা!! গতকাল রাজ্জাকের কথাতেই স্পষ্ট খেলোয়াড়রা কতটা অসন্তুষ্ট। তার ভাষায় খেলোয়াড়রা ফ্রি অফ কস্টে খেলতেছে!!

জানিনা কবে বিপিএল সংশ্লিষ্ট সকলের বোধোদয় হবে! আমরা কেউই চাইনা আমাদের প্রিয় এই টুর্নামেন্টের এমন বেহাল দশা হোক। চাইনা দেশী বিদেশী দুর্নাম কামাক! দীর্ঘশ্বাস............!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.