নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা ভালোবাসি।

শাহনূর সুমন

কিছুই বলার নেই।

শাহনূর সুমন › বিস্তারিত পোস্টঃ

এটিএম মেশিনের সাথে হাস্যরস!!!!

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

একবার একটা লজেন্সের বিজ্ঞাপনে দেখছিলাম যে এক লোক পকেট থেইকা ক্রেডিট কার্ড বাইর কইরা কাঠের একটা বোর্ডের গর্তে ঢুকায়। অপর দিকে বইসা থাকা লোক সেই কার্ড টা নিয়া পকেটে রাইখা দেয় আর পাশে বইসা থাকা অপর এক লোকের চুক চুক করতে থাকা জিহ্বার সামনে ওই লঞ্জেন্স ধরে, অতঃপর ওই চুক চুক করতে থাকা জিভ লজেন্সের প্রভাবে লকলক করতে থাকে, এতটাই যে লকলকে জিহ্বার ধাক্কায় টাকা বাইর হইয়া যায়।



বাস্তবে এমন না হইলেও কাছাকাছি একটা ঘটনা প্রত্যহ ঘটে সোনালী ব্যাংক বুয়েট শাখায়!!! সেখানের এ টি এম মেশিন নষ্ট কিন্তু আবার চালু!! সেখানে কার্ড পাঞ্চ করলে আপনাকে কিছুক্ষণ দাঁড়াইতে হবে। দাঁড়াইতে দাঁড়াইতে যখন বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছাইয়া যাবেন, ক্যান টেকাও বাইর হয়না, কার্ড টাও বাইর হয়না ভাবতে থাকবেন তখন অকস্মাৎ এটিএম মেশিনের পাশ দিয়া এক লোক আইসা যত টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করছিলেন তত টাকা নগদ আপনাকে দিয়া দিবে। আজিব ব্যাপার!!!



মোদ্দা কথা হইলো ওই মেশিন নষ্ট কিন্তু কার্ড পাঞ্চ করলে ব্রাঞ্চের ভিতরে কারো কম্পিউটারে খবর হয়। উনি যাচাই বাছাই করে নিজে আইসা টাকাটা দিয়া যান......!!!!



বিঃ দ্রঃ # ঘটনার দর্শক আমি না!! এমন ঘটনা নিজে দেইখা ভিডিও কইরা নিয়া আসতে মুঞ্চায়!!!

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

খেয়া ঘাট বলেছেন: বড়ই আজীব।

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শাহনূর সুমন বলেছেন: ঠিকই বলছেন!!!!

২| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আ......কি কলেন ?

সত্য!!!!!!

B:-) B:-)

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শাহনূর সুমন বলেছেন: :-* সত্য!!! যদি মেশিন ঠিক হইয়া যায় তইলে মজাটা লইতে পারবেন না!!!! ;)

৩| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

কালোপরী বলেছেন: :| :| :| :|

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৪

শাহনূর সুমন বলেছেন: 8-| 8-| 8-| 8-|

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৯

টানিম বলেছেন: হাহাহাহাহাহাহাহ । চরম , ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৫

শাহনূর সুমন বলেছেন: ধন্যবাদ!!!

৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০১

অলস_ছেলে বলেছেন: সবই সম্ভব বাংলাদেশে :#)

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৫

শাহনূর সুমন বলেছেন: সহমত!!!

৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০১

আহমেদ নিশো বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৬

শাহনূর সুমন বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০৫

জানতে চায় বলেছেন: :D

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৭

শাহনূর সুমন বলেছেন: :D :D :D

৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৬

দি সুফি বলেছেন: সেইরকম অবস্থা =p~ =p~ =p~ =p~ এই না হলে সরকারি ব্যাংক :-P :-P

২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

শাহনূর সুমন বলেছেন: B-)

৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:০২

নিয়েল হিমু বলেছেন: হাস্তে হাস্তে শেষ আমি ।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

শাহনূর সুমন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১০| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:৪৯

হাসিব০৭ বলেছেন: এরেই কয় ডিজিটাল বালদেশ......................

২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

শাহনূর সুমন বলেছেন: সহমত!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.