নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন.........

কিতা কইতাম..... আমি বড় ভাল লোক ছিলাম

লাজুক ছেলে......

বড়ই লাজুক ছেলে আমি, একটু নির্লজ্জ হওয়ার চেষ্টায় আছি.....

লাজুক ছেলে...... › বিস্তারিত পোস্টঃ

একটু বেশী-ই পিওর.........

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

টি.ভি তে একটা জুস কোম্পানির অ্যাড এর কথা মনে পড়ে যেখানে ঐ জুস খাইলে সবাই সত্যবাদী যুধিস্টীর হয়ে যায়।মনের সকল কথা উইদাউট ফিল্টার হয়ে বেরিয়ে আসে। ভালই লাগত দেখতে...ভাবতাম সত্যি যদি এমন কিছু একটা থাকতো...!

আবার একটা হিন্দি ছবিতে দেখেছিলাম নায়ক গোবিন্দর ছেলে “ টুটতা হুয়া তারা” দেখে প্রার্থনা করেছিল তার বাবা যেন আর মিথ্যা বলা ছেড়ে দেয়। পরবর্তীতে দেখলাম সৃষ্টিকর্তা তার আর্জি কবুল করছে...

লায়ক বাবাজির জবানে আর মিছা কতা আসে না..... এইটাও আমারে মজা দিছে(আমি আবার অল্পেই মজা পাই)।

উপরোক্ত দৃশ্যের দুই নির্মাতা বা ডিরেক্টর-ই যার যার জাইগায় সফল।

আমাদের দেশেও তো দেশ পরিচালনাকারি বা ডিরেক্টর দের একটা টীম আছে... তো তাদের মইধ্যে কোন একজন নিচ্চয় ঐ রকম জুস এর সন্ধান পেইয়েছে অথবা তার কোন বংশধর এর প্রার্থনা (ঐ ছবির মত) সৃষ্টিকর্তার কাছে কবুল হয়ে গিয়েছে...........!

আর যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে কিন্তুক ওনাকে বাহবাই দিতে হবে। “ মুখে মধু,অন্তরে বিষ” টাইপ এর না হয়ে সাংবাদিক দের প্রতি তার মনোভাব সে রুদ্ধদার বৈঠক এ না বলে একেবারে ওপেনলি

বলে দিল। বিশ্ব জগতের বাবা-মা “ওবামা” ও তো মনে মনেই ইসরাইল কে সাপোর্ট করছে মাগার সবার সামনে কইতে পারতেছে না। মাগার উনি পাইরাহালছে......এমন কলিজা কয়জনের আছে।উনি নাকি রস বের করতেও আবার খুবই এক্সপার্ট (আখের রসের বিজিনেস ম্যান আছিল নাকি!আমার শুইন্না তালের রস খাইতে মুন চাইছিল,ফ্রিজে তালের রস না পাইয়া লেবুর রস ২ চিপা মাইরা দিচিলাম)।

অনেক গবেষণা কইরা দ্যাখলাম হ্যার কুন দুষ নায় সব দুষ ঐ ব্যাটা সাংবাদিকগো......... “তারা অলওয়েজ লুকিং ফর শত্রু”.... আইতাচে আপনেগো লাইগা “গীতিমালা”... থুক্কু “নীতিমালা”...... বুইঝেন রস কেমুন নরম না গরম।

( নোটঃ আমি কাহাকেও ছোটো করা,অসন্মান করা বা অপমান করার উদ্দেশ্যে ইহা লিখি নাই। ইহা নিতান্তই আমার অবচেতন মনের খামখেয়ালী সংলাপ। যদি কাহারও বা কোন ঘটনার সহিত কিঞ্চিৎ বা

পুরাই মিলিয়া যাই তবে তাহা কাকতালীয় ভাবিয়া নিবেন। )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.