| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাজুক ছেলে......
বড়ই লাজুক ছেলে আমি, একটু নির্লজ্জ হওয়ার চেষ্টায় আছি.....
দিলে বড় খায়েস হয়েছে এক খান ফটোক তোলার যন্তর খরিদ করব।
কিন্তুক মানিব্যাগের এই ব্যাপারে ব্যাফক আপত্তি থাকায় আমাদের দ্যাশের
ও.এল.এক্স, বিক্রয়.কম এর সরনাপন্ন হইতেছি গত এক সপ্তাহ ধরে। এর ভিতরে Nikon 3100, nikon 3200, canon 60d লাইক হইছে। লাইক হইছে মানে আর কি দ্যাখতে মোটাসোটা (আমাদের ফিল্মি নায়িকাদের মত) এই জইন্য। স্পেসিফিকেশন দেইখা ভাল মন্দ তেমন তফাত বুঝি না। (ফটোগ্রাফিক কোরস নাইতো তাই ) । তাই আফনাদের পরামরশো লাইগবে......দাম চাইছে ২৪০০০ - ৩৫০০০ এর মধ্য ।
ভাই ব্রাদার রা পরামরশ দিয়া হেল্পান আমারে...... (প্লিচ)
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯
লাজুক ছেলে...... বলেছেন: আর এস ফিড এর উপরে আর একটা কথা লেখা আছে, ঐ টাও একটু দ্যাখেন।
ঐখানে আমার ইচ্ছা'র(চেস্টা) কথাটাও বলা আছে.......
ফটক যন্তর এর ব্যাপারে কুছতা কইতেন না ? আর এই ভাষা গুলান আমি আসলে সামু মামু'র কাছ থাইক্যা শিখছি ।
২|
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
লাজুক ছেলে...... বলেছেন: আর এস ফিড এর উপরে আর একটা কথা লেখা আছে, ঐ টাও একটু দ্যাখেন।
ঐখানে আমার ইচ্ছা'র(চেস্টা) কথাটাও বলা আছে.......
ফটক যন্তর এর ব্যাপারে কুছতা কইতেন না ? আর এই ভাষা গুলান আমি আসলে সামু মামু'র কাছ থাইক্যা শিখছি ।
৩|
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: মন্তব্যে লাইক দিছি ? আফনার বউঠা ক্যমন আছে ???
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
লাজুক ছেলে...... বলেছেন: লাইক এর লাই ধইন্যা..... হায় রে কপাল আমার.... আপনেও খালি আমার বউঠা'র খবর নিলেন ! আমি ক্যামবা আছি একবারও পুছলেন না ! তা আপনি ও আপনার বংশধরে রা সবাই ভাল আছে তো ?
৫|
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুকরিয়া , আমি, আমার একমাত্র বউ আর আমার পূর্ব ও উত্তর পরুষরা ভাল আছে। আপনার ফটুক যন্ত্র কি ক্যান্যা হয়েছে ?
ছোট বাবুটা কত বড় হয়েছে ? ও সুস্থ আছে তো ?
আপনার বংশধরের জননী আপানার ইয়ে কর্মের সাঙ্গী কেমন আছে ? কাজ কর্ম কি সুষ্ঠভাবে চলছে ?
৬|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
লাজুক ছেলে...... বলেছেন: ভালো আছেন শুনিয়া ভালো লাগলো। হ্যা আমার বউ আমি আর পিচ্চিও আল্লাহর রহমতে ভালো আছে
তবে শীতের প্রোকোপে (অন্যান্য !) কাজ করমে কিঞ্চিত ব্যাঘাত ঘটিতেছে।
ফিজিক্স এর সুত্রের বাস্তবতা ঘটিতেছে..... কম তাপমাত্রায় সংকোচন আর গরমে প্রসারন।
৭|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
লাজুক ছেলে...... বলেছেন: ইমতিয়াজ ১৩ ঃআপনি বাবু কে দেখতে চেয়েছিলেন ঃ দোয়া কইরেন ওর জন্য

৮|
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১
আরজু পনি বলেছেন:
আপনার ক্যামেরা কেনার খবর কী?
বাবুর জন্যে অনেক দোয়া রইল।
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
লাজুক ছেলে...... বলেছেন: হ্যা ভাই, ক্যামেরা একটা কিনেছি। তবে প্রথমে ডি.এস.এল.আর কিনতে চাইছিলাম কিন্তু এটার ব্যাবহার একটু জটিল আর লেন্স এর অনেক দাম বিধায় আর কেনা হয়নি।
তাই ঘরোয়া অনুষ্ঠান, কোথাও বেড়াতে গেলে কাজ সারা যায়, এমন একটা ডিজিটাল ব্রীজ ক্যামেরা কিনেছি। Nikon coolpix P600 টা কিনেছি। এ্টার জুম ক্যাপাবিলিটি খুব ভালো।
আল্লাহ'র রহমতে বাবু ভালো আছে। আপনিও ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।
৯|
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: লাজুক ভাই, এই ব্যাপারে আমার কোন ধারনা নাই, তবে যেই ক্যামেরাডা ভাল ছবি উঠে সেইডাই কিনেন তাতে ঠোকবেন না।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩
লাজুক ছেলে...... বলেছেন: প্রামানিক ভাই, অনেক আগেই কিনে ফেলেছি । ধন্যবাদ, ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: লেখা পড়ে তো মোটেও আপনাকে লাজুক বলে মনে হচ্ছে না।