নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

**বিখ্যাত ব্যাক্তিদের প্রেম বিষয়ক বিখ্যাত কিছু উক্তি সমূহ**

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

সামু ব্লগে আমার শততম পোস্টটি ছিল বিয়ে সম্পর্কিত, এবার প্রেম সম্পর্কিত বানী সমূহ নিয়ে একটি পোস্ট করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে।

১।ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা - সমরেশ মজুমদার ।

২।বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম- কাজী নজরুল ইসলাম।

৩।প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে-হুমায়ূন আহমেদ।

৪।প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন-রবীন্দ্রনাথ ঠাকুর।

৫।এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে-হুমায়ূন আহমেদ।

৬।প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না-বায়রন।

৭।কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়-
হুমায়ূন আহমেদ।

৮।প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়-স্কুট হাসসুন।

৯।মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে- হুমায়ূন আহমেদ।

১০।প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর।

১১।ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই- হুমায়ূন আহমেদ।

১২।বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩।যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না- হুমায়ূন আহমেদ।

১৪।নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৫।ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি- হুমায়ূন আহমেদ।

১৬।প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে-ওয়াশিংটন অলসটন।

১৭।ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান- হুমায়ূন আহমেদ।

১৮।একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন-ব্রাটন।

১৯।যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর- হুমায়ূন আহমেদ।

২০।দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম- হুমায়ূন আজাদ।

২১।ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল- জনসন।

২২।প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে-জর্জ বার্নার্ড শ।

২৩।ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই-শংকর।

২৪।ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ- জর্জ চ্যাপম্যান।

২৫।প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি- হল.রুক.জ্যাকসন।

২৬।প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়-জ্যা পল বিশার।

২৭।যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই- কীটস্।

২৮।ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে- লুইস ম্যাকেন।

২৯।ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না- গ্যেটে।

৩০।আমরা কোনো ভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপরমূল্য নির্ধারণ করতেই হবে- ম্যালানি ক্লার্ক।

৩১।সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না- নিমাই ভট্টাচার্য ক্রোধ।

৩২।তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে নাআসে,তবে সে কখনই তোমার ছিল না- রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৩।দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়- সেক্সপিয়ার।

৩৪।যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে।কেবল তাকে ভালবেসে যেতে পারেনা- অস্কার ওয়াইল্ড।

৩৫।ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়- টেনিসন।

৩৬।সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়- লা রচেফউকোল্ড।

**প্রেম/ভালবাসা হল আপেক্ষিক বিষয় কারও জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, আবার কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়-------আল-শাহ্‌রিয়ার।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

খেলাঘর বলেছেন:

বিখ্যাত লোকেরা কি প্রেম বেশী অনুভব করতেন?

নিজের উপর আস্হা কম?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জনাব লাস্টের উক্তিটি কিন্তু আমার

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হুমায়ূন আহমেদ তেমনটিই বলেছেন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

খেলাঘর বলেছেন:

আমার বাক্যটিকে মুখস্হ করে রাখবেন, "সব মানুষ ভালোবাসা অনুভব করে।"

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: **প্রেম/ভালবাসা হল আপেক্ষিক বিষয় কারও জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, আবার কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়-------আল-শাহ্‌রিয়ার।++++

দারুণ পোস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই ধন্যবাদ

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

প্রসন্নআমি বলেছেন: খুবই কমন কথা । তবে আশ্চর্য হচ্ছে এটাই যে সবার মত কিন্তু এক নয়। যে যার জীবন থেকে যা শিখেছে যা উপলদ্ধি করেছে তাই বলেছে ,সবার জীবনের অভিজ্ঞতাও এক নয়। তবে সকলের মধ্যে মন্তব্য পড়ে হুমায়ুন আহমেদকেই সেরা মনে হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমার ও তেমনটাই মনে হয়েছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





বিশাল সংগ্রহ!

১৬ নম্বরটি মজার.... ৩৪ নম্বরটি চিন্তার

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আর অর্থ বুঝে মন্তব্য করার জন্য।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

সরদার হারুন বলেছেন: পৃথিবীর দু'টো রূপ, একটি প্রেমের অন্যটি হিংসার। প্রেম আনে শান্তিআর হিংসা আনে সংঘাত। হিংসাকে দমন করার জন্য রয়েছে আইন,ধর্ম,রাস্ট্র কিন্তু প্রেমকে রক্ষা করার জন্য সৃষ্টি হয়নি কোন নীতি
মালা । প্রেম থাকে মানুষের মনে। তাই মৃত্যুর সময়ও প্রিয় জনকে কাছে পেতে চায় মানুষ ।।

-সরদার হারূণ আর রশীদ-

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধনবাদ আপনার উক্তিটি শেয়ার করার জন্য।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

রাখালছেলে বলেছেন: ভালবাসার রূপ ভিন্ন । মানুষ যেমন দেখে সেইরকম করে প্রকাশ করে । "যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর "

সামুর উপর ভুত ভর করছে । বাংলা লেখায় সমস্যা দেখা দিয়েছে । আর খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন । মনে হচ্ছে কোন এডাল্ট সাইটে বসে আছি X(

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রেম/ভালবাসা হল আপেক্ষিক বিষয়।

বাংলায় সমস্যা চোখে পরছে না কিন্তু প্রচুর বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
তবে এডাল্ট সাইট কিভাবে হল বুঝলাম না।

মোবাইলে নাকি পিসি সাইটে সমস্যা?

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৬

রাখালছেলে বলেছেন: সামুতে আসলে এখন বড় সমস্যা হল বাংলা লেখা । বাংলা লিখতে প্রায়ই সমস্যা হয়। খালি ইংরেজী চলে আসে ।

আর এডাল্ট সাইটে গ্যালে খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। সামুতেও এখন সেই হাওয়া লাগছে । একটা ক্লিক করলেই নতুন পেজ খোলে । তার মানে একটা বিজ্ঞাপন । লগ ইন হওয়ার জন্য একটা ক্লিক করলেই নতুন আরেকটা পেজ খোলে মানে একটা নতুন বিজ্ঞাপন । এইসব ভাল লাগে । জানি আপনাকে এসব কথা বলা উচিত না। তারপরও অফটপিক চলে আসে ।

যাই হোক আপনার পোষ্ট মন দিয়ে পড়েছি । পোষ্ট ভাল হয়েছে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.