নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ব্যাংকিং সেবা "বিকাশের নামে প্রতারণা"!

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫


(ঘটনাঃ১)
মাত্র একটু আগে আমাকে 01858041726 এই নম্বর থেকে ফোন করে নিজেকে বিকাশের অফিসার পরিচয় দেয়। তিনি নাকি আমাকে বিকাশের মহাখালী হেড অফিস থেকে ফোন করেছেন। আমার একাউন্টে যেখানে গতকাল সন্ধায়ও আমি লেনদেন করেছি সেটা নাকি ব্লক হয়েছে। BTRC এর নির্দেশে নাকি সারা দেশের পনের হাজার একাউন্ট ব্লক হয়েছে তথ্যে ভুল থাকবার জন্য। আর আমিও সেই ভুক্তভোগীদের মধ্যে একজন! তিনি নাকি আমাকে ফোন করেছেন আমার একাউন্ট আনলোক করে দেবার জন্য।

প্রথম প্রশ্ন করলেন একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খুলেছি।
আমিও বুঝেই বললাম আমার আব্বুর আইডি দিয়ে। যদিও আসলে সেটা আমার নিজের আইডি দিয়ে খোলা!

তিনি আবার বললেন আমি কি আমার এই একাউন্ট আনলক করতে আগ্রহী কিনা।
আমি বললাম যেহেতু আমার আব্বুর আইডি দিয়ে একাউন্ট খোলা সুতরাং সমস্যা হলে তিনিই বিকাশ অফিসের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন।

এবার ওই প্রতারক ক্ষোভ সামলাতে না পেরে বলে তিনি হেড অফিস থেকে ফোন করেছেন আর আমার আব্বু কি তাদের থেকে বেশি বুঝবে? তাকে সহায়তা না করলে তিনি নাকি আমার নাম্বার ব্লকের জন্য পাঠিয়ে দিবেন!

বিদ্রঃ ইতিপূর্বে তিনি কিন্তু আমার একাউন্ট ব্লক খুলবার কথা বলেই ফোন করেছেন!

আমি বললাম আপনারা রুলস অনুসারে কাজ করুন আমিও নিয়ম মেনেই আমার একাউন্ট চালাবো বা প্রয়োজনে বন্ধ করে দিব।

এরপর কষ্ট পেয়ে আমাকে বলে আর ক্যাস ইন না করতে, কারন আমি নাকি একাউন্ট থেকে আর টাকা তুলতে পারবো না বলে ওই প্রতারক ফোন রাখতে বাধ্য হয়।

বিদ্রঃ বিকাশে আমার কাছের এক বন্ধু জব করছে। বন্ধুর মতে তারা নাম্বার দিলেই ওই নম্বরের সাথে সংযুক্ত একাউন্টের সব তথ্য দেখতে পারে। সুতরাং ওই প্রতারক যদি সত্যিই বিকাশ অফিসের কেউ হত তবে অবশ্যই সে আমার আইডি কার্ড দেখে বুঝতে পারত যে আমি নিজের আইডি দিয়ে একাউন্ট খুলেছি।

(ঘটনাঃ২)
পরশু দিন সন্ধায় আমি বিকাশে ৬০০ টাকা ক্যাশইন করে ছিলাম আমাদের পাশের একটি দোকান থেকে। দোকানদার আমাকে সাবধান করেছিল কেউ ফোন করলে কোন তথ্য না দিতে। অথচ পরের দিন সকালে 01640264678 নম্বর থেকে আর এক প্রতারক আমাকে ফোন করে বলে তিনি নাকি ভুল করে আমাকে দশ হাজার টাকা বিকাশ করে পাঠিয়েছেন!

আমি তাকে বলি ব্যাল্যান্স চেক করে তাকে জানাবো আদৌ আমার একাউন্টে কোন টাকা এসেছে কিনা। ব্যাল্যান্স চেক করতেই আমার প্রতারকের ফোন এলো। এদিকে বিকাশের কোন SMS আমার ফোনে আসেনাই বা আমার ব্যাল্যান্সেও কোন টাকা জমা হয় নাই। আমি তাকে বিষয়টি জানালে তিনি বারবার আমার আগের ব্যাল্যান্স আর বর্তমান ব্যাল্যান্স জানতে চান। আমি বলি আমার পার্সোনাল তথ্য কেন আপনাকে দিতে যাবো তবে আপনার কোন টাকা আমার একাউন্টে আসেনাই, সুতরাং ফোন রেখে দিন।

বিষয় হল আমি বিভিন্ন গ্রুপে আগেও এধরনের পোষ্ট পড়েছি এবং সচেতন ছিলাম বলেই হয়ত তাদের প্রতারণার ফাদে পরিনাই। তবে এই প্রতারক চক্র কিন্তু নিয়মিত ভাবে তাদের প্রতারণার ফাঁদে ফেলে সাধারন মানুষকে হয়রানি করে চলছে। যেহেতু এখন প্রতিটি নম্বর NID কার্ড দিয়ে ও বায়মেট্রিক রেজিস্ট্রেশন করা সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী চাইলে খুব সহজেই এসব প্রতারকদের ধরে ব্যাবস্থা নিতে পারে ইচ্ছে করলে। পরিশেষে নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

সৈকত জোহা বলেছেন: আমার ধারণা বিকাশ এজেন্ট আর প্রতারক সব একই চক্রের।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে। না হলে এভাবে আমাদের নাম্বার পাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমিও এমন অনেক প্রতারকের ফোনকল পেয়েছি। আমিতো ঠাট্টা-তামাশা আর বাংলা বুলি শুনিয়ে ব্লাক লিস্টে ফেলে দিয়েছি।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সঠিক কাজটিই করেছেন।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল তথ্য, সচেতন হওয়া প্রয়োজন সকলের ।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জিনের বাদশাহর দিন শেষ
ডিজিটাল প্রতারণাময় বাংলাদেশ :(

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো বলেছেন।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

শাহারিয়ার ইমন বলেছেন: আমিও পেয়েছিলাম এরকম কল অনেক আগে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ বিষয়টি বিকাশের প্রায় সব গ্রাহকের সাথেই ঘটছে।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই বিকাশের নামে প্রতারনা করছে মানুষ।

কর্তৃপক্ষ নজর দিন।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

তারেক ফাহিম বলেছেন: সচেতনমুলক পোষ্ট
ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

ফেনা বলেছেন: চমতকার আর অনেক উপকারী পোষ্ট।ধন্যবাদ আপনাকে সুন্দরএবং ভাল পোষ্টের জন্য।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

চোরাবালি- বলেছেন: প্রশাসনিক দুর্বলতা, এখন ফোন নিতে এনআইডি ও ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। প্রশাসন যথাপুযুক্ত ব্যবস্থা নিলে এসব কমে আসত।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই হারামীর বরই ধুরন্ধর পাজি বদমায়েশ। সুতরাং সাবধান থাকাই শ্রেয়।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

কে ত ন বলেছেন: এরকম কথা বলে আবুলের ভান করবেন আর যত বেশি পারেন কথা বলে বিল উঠাবেন। ওপাশ থেকে যদি বলে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করুন, তাহলে বলবেন দাঁড়ান দাড়ান আরেকটা কথা আছে।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা ভালো বলেছে।

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: আধুনিক হুছে মানুষ, প্রতারনাও আধুনিক স্টাইলে হয়।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

শামস্ মুকিত বলেছেন: ভাই।। খুব কাজের পোস্ট।। ধন্যবাদ।।।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

বাকপ্রবাস বলেছেন: কে ত ন বলেছেন: এরকম কথা বলে আবুলের ভান করবেন আর যত বেশি পারেন কথা বলে বিল উঠাবেন। ওপাশ থেকে যদি বলে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করুন, তাহলে বলবেন দাঁড়ান দাড়ান আরেকটা কথা আছে।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

আরোগ্য বলেছেন: ডিজিটাল প্রতারক ধরা ছোঁয়ার বাইরে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ইচ্ছে করলেই এদেরকে ধরা সম্ভব।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয় কথা লম্বা না করে কেটে দিলেই এরা আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে। আর অপারেটরগুলোতে প্রতারকদের নম্বর পাঠিয়ে তারা ভয়েস রেকর্ড চেক করে তাদের গ্রেফতার করতে পারে...

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সতর্ক থাকব...

১৮| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

রাকু হাসান বলেছেন:


ধন্যবাদ শেয়ার করার জন্য । সচেতন হলাম ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিকাশের কিছু অসাধু সদস্য এর সাথে জড়িত।
তাদের সহয়তা ছাড়া কোন ভাবেই অন্যকেউ্
এমন কাজ করতে সক্ষম হবেনা।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.