| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আল-শাহ্রিয়ার
	গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
দেশব্যাপী যখন ক্যাসিনো ও জুয়ারীদের বিরুদ্ধে অভিযান চলছে তখন একজন জুয়ারীদের গডফাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম অভিযোগ করে চাকরী খুইয়েছেন পুলিশ কর্তা।
সম্প্রতি  ফেসবুকে পুলিশ পরিদর্শক সাইফুল আমিন অভিযোগ করেন- চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন। যখন চট্টগ্রামের ক্লাবগুলোতে অভিযান চালানো হয় তখন হুইপ শামসুল হক চৌধুরী এই অভিযানকে চালেঞ্জ করে মিডিয়ায় বক্তব্য দেয় যা জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
 
অভিযোগ রয়েছে চট্টগ্রামে অবস্থিত এক ডজন ক্লাবের জুয়া পরিচালনা করা হয় হুইপের মদদে এবং তিনিই চট্টগ্রামের ক্লাবগুলোর এই জুয়া ব্যবসার  গডফাদার।
হুইপের বিরুদ্ধে জুয়ার থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা সেই পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।
পুলিশ কর্মকর্তার স্ট্যাটাসে নাকি জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। অথচ প্রশ্ন হল হুইপের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে অভিযোগকারী পুলিশ কর্তাকে বহিষ্কারের ফলে তাদের কি কোন সুনাম অর্জিত হচ্ছে?
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ দুঃখজনক হলেও সত্য
২| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৪
জাতির বোঝা বলেছেন: এক জন সাহসী পুলিশ কর্মকর্তা।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৩
আল-শাহ্রিয়ার বলেছেন: নিঃসন্দেহে
৩| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৫১
সুপারডুপার বলেছেন: এখন চাকরি বাঁচানোর জন্য, আরও যারা সৎ পুলিশ কর্মকর্তা আছেন, তাদের মুখ বন্ধ হবে। যে দেশে, সৎ থাকলে চাকরি যায় , অসৎ থাকলে চাকরি থাকে; সেই দেশের মানুষরা কিভাবে সৎ থাকতে চাইবে !
মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করে, পুলিশ পরিদর্শকের চাকরি ফিরে দেওয়া ও যারা তাকে বরখাস্ত করেছে , তাদের বিরুদ্ধে আইন অনুসারে বাবস্থা নিলে , সৎ পুলিশ কর্মকর্তারা অপরাধ দমনে উৎসাহী হবে।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত কিন্তু এজন্য এই পুলিশ অফিসারের পক্ষে আমাদের আন্দোলন করতে হবে যেন প্রধানমন্ত্রী জানতে পারেন।
৪| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা দুর্ভাগ্যের। ন্যায় নিষ্ঠ পুলিশ অফিসাররা ঘটনায় শঙ্কিত হবেন বা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়তে বাধ্য।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৫| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৮:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৎভাবে চলা খুব কঠিন।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৬
আল-শাহ্রিয়ার বলেছেন: বাস্তবতা
৬| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশ বা সরকারী কর্মচারী রা কেন সৎ থাকতে পারে না। এই একটা প্রমাণই যথেষ্ট। তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে। সুদিন আসবেই...
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৬
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৭| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪২
নাহিদ০৯ বলেছেন: আমিতো পুলিশেরও ভুল দেখি। উনারা একটা সাজানো পোশাকে নিয়ম তান্ত্রিক ভাবে পরিচালিত। আমাদের মতো নিশ্চয়ই যে কোন খানে যেকোন বিষয় লিখে ফেলতে পারেন না।
এমপি অথবা হুইপ যে প্রকাশ্যে ধরনের কাজ করেন তা তো বোঝা যাচ্ছে। এ ব্যাপারে উনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযোগ দাখিল করতে পারতেন। কিন্তু এটা উনি ছেলেমানুষি করেছেন বলে মনে হচ্ছে আমার।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সামান্য ফেসবুকে মত প্রকাশ করাই যেখানে অপরাধ সেখানে কীসের নিয়ম ?
৮| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:১৯
নতুন বলেছেন: আবেগ দিয়ে না মাথা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৯| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: এই দেশে সব সম্ভব। 
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক বলেছেন সব অনিয়ম এদেশেই সম্বব।
১০| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৯
ঢাবিয়ান বলেছেন: কাউকে পাশে পাবেন না এই অফিসার। সৎ লোকেরা আমাদের দেশে দারুন একাকী এবং নিঃসঙ্গতো বটেই, সেই সাথে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবার মত লোকের অভাব হয় না।
 
০৭ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১১| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২০
বঙ্কু বাবু বলেছেন: সুতরাং এই ঘটনার পর চাকরি যাওয়ার ভয়ে এখন আর কেউ মুখ খুলবে না। সত্য এইভাবে ই চাপা পরে যায়।
১২| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:১৮
নীল আকাশ বলেছেন: এটা হলো একটা সর্তক বানী বাকি সব পুলিশদের জন্য যেন বাকি সবাইও মুখ বন্ধ রাখে।
 
০৭ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৯
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক বলেছেন।
১৩| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন সব অনিয়ম এদেশেই সম্বব। 
চোরের দেশ।
১৪| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুইপের বক্তব্য শুনলাম, তিনি তো সব ধরনের খেলাধুলা গুলিয়ে ককটেল বানিয়ে ফেলেছেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: আল-শাহ্রিয়ার,
 
সুনাম অর্জিত না হলেও অর্থ তো অর্জিত হচ্ছে.............
ভাবমূর্তি ক্ষুন্ন হলেও পকেট ভর্তি তো হচ্ছে!