নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রের কাছে ধর্ষণ ও হত্যার বিচার নয়, নতুন কোন ধর্ষণ ও হত্যা যেন না হয় সেই নিশ্চয়তা চাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬


ইন্ডিয়ার হায়দারাবাদে নারী ডাক্তারকে হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত ৪ অপরাধীকেই পুলিশ দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ তাদের নরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনু ধর্ষণ হত্যার ৪ বছর পার হল এখন অপরাধীও শনাক্ত বা গ্রেফতার হয় নাই। অনেকেই হয়ত তনুকে ভুলেই গিয়েছে।ইংলিশে একটি প্রবাদ রয়েছে "Justice delayed is justice denied" তনুর থেকে নুসরাত কিছুটা ভাগ্যবান অপরাধীরা নিম্ন আদালতে শাস্তি পেয়েছে তবুও এরপর উচ্চ আদালত, আপিল বিভাগ সর্বশেষ রাষ্ট্রপতির দফতর। অপরাধীদের বাঁচানোর জন্য কত নিয়ম অথচ রাষ্ট্র যদি ভিকটিমদের নিরাপত্তার জন্য চিন্তা করত! আজও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে জানিনা বিচার হবে কি'না। কিছুদিন আগেই দেখলাম ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা করে ১৮ বছর সাজাখাটা আসামি সাজ্জাত ছাড়া পেয়ে আবার মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যা করে গ্রেফতার হয়েছে। একটা নরকীয় ঘটনা ঘটার পর কেন বিচার চাইতে হয়! এসব নরকীয় ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে রাষ্ট্র কি কোন ব্যবস্থা নিতে পারে না? অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিক্টিম আগ থেকে থানায় জিডি করেও রক্ষা পান না। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করবার পরও যখন কেউ নিরাপত্তা পান না তাহলে জিডি করেই বা কি লাভ? ছোট বেলা থেকে পড়ে এসেছি "প্রিভেনশন ইজ বেটার দেন কিউর" "প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম" তাহলে রাষ্ট্র কেন নাগরিকদের বিপদের পূর্বেই রক্ষা করবার চেষ্টা করছে না?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক কিছুর মত এটারও রোল মডেল আমরা।
হুবুহু আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রাথমিক একটি টেষ্ট করলো ভারতের পুলিশ প্রশাসন।
রিএকশান দেখে পরবর্তিতে আরো চালাবে কি না দেখা যাক।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তনুর ক্ষেত্রে কি বলবেন?

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: আল-শাহ্‌রিয়ার ,




ভারতীয় পুলিশের মতো এমন দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি বিধান করাই এখন এ রাষ্ট্রের প্রথম কাজ হওয়া উচিৎ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
তনুর ক্ষেত্রে ?

উত্তর পাড়ায় হাত দেয়ার ক্ষমতা এখনো কারো হয় নি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

বিষাদ সময় বলেছেন: ধর্ষকের চাইতে কঠিন বিচার হওয়া দরকার এ সমাজের। ধর্ষক ধর্ষীতাকে একবার ধর্ষন করে আর এ সমাজ তাকে ধর্ষন করে আজীবন ধরে......

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। সমাজ ধর্ষণের জন্য সব থেকে বড় প্রভাবক।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৮

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে যদি কয়েকটা ক্ষেত্রে ক্রস করা না হতো,তাহলে কোনো মেয়ে নিরাপদে ঘরের বাইরে বের হতে পারতো না।
তবে মানবতা ব্যবসাযীরা আবার হৈচৈ শুরু করতে পারে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মানবতা ব্যবসয়ীদের খ্যাতাপুরী মানুষের নিরাপত্তার প্রয়োজন সব থেকে জরুরী।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৭

নতুন বলেছেন: ওদের হত্যা করে সমাজে ম্যাসেজ দেওয়াটা ঠিক হয়েছে। আমিও খুশি হয়েছি, এই রকমের ভাবে ধষ`ন করে পুরিয়ে মারার কথা চিন্তা কিভাবে করতে পারে মানুষ :(

কিন্তু এই রকমের সবাইকে হত্যা করা যাবেনা।

ক্যান্সারের চিকিতসা কিন্তু ব্যান্ডএইড না।

সমাজে যদি ধষ`নের সাজা হয় তবে ধষ`ন কমে যাবে।

রুটকজ খুজে সেটা বন্ধ করতে হবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: একদিন সব কিছু দিনের আলোর মতোন পরিস্কার হবে।
৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার বিচার কিন্তু হয়েছে। ৭১ এ রাজাকারদের বিচার হয়েছে। দেরী হোক যায়নি সময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ একসময় পাকি-রাজাকাররা ধর্ষণ হত্যা করেছে এখন করছে স্বাধীনতাপন্থী আওয়ামী ঘরনার লোকেরা। ধর্ষণ তো আর বন্ধ হয় নাই!

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাষ্ট্র কখনোই ভিকটিমদের অনুকূলে নয়। ব্রিটিশ আমলের বস্তাপচা বিচারিক দর্শন 'একশজন অপরাধী ছাড়া পেলেও অসুবিধা নেই, একজন নিরাপরাধী যেন সাজা না পায়' অপরাধীদের জন্য রক্ষাকবচ। তার ওপর ঘুষ দুর্নীতি তো আছেই।

সুতরাং এ দেশে ন্যায়বিচার, দ্রুত বিচার এসব গালগল্প ছাড়া আর কিছু নয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখজনক হলেও সত্য।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৪

অনল চৌধুরী বলেছেন: মানবতার দেবী মানেকা গাধী হই-চই করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.