নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বিজয়ের ৪৯ বছরে দেশবাসীকে সরকারের পক্ষ থেকে উপহার হল মুক্তিযোদ্ধাদের রাজাকার তালিকায় নাম দেওয়া। একই ভাবে অনেক রাজাকারকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে নানা সময়ে। আর এর থেকেও কষ্টকর বিষয় হল ৩০ লক্ষ মানুষ নিহত হল ৬ লক্ষ মা-বোন নির্যাতিত হল অথচ আজ পর্যন্ত কোন তালিকা হল না তাদের। তালিকার অভাবে আমরা পারলাম না পাকিস্তানকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে।
আজব এক শাসকদের অদ্ভুত শাসনে শাসিত হচ্ছে এ দেশের জনগন। মুখ খুললেই স্বাধীনতার চেতনা বিরোধী অনলাইনেও কিছু লিখলে আইসিটি এক্টে ফেঁসে যাবার শঙ্কা। এমন কি প্রিয় সামু ব্লগকেও অনেকদিন পর্যন্ত ব্লক করে রাখা হয়েছিল। চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারকে আঁকড়ে থাকার প্রত্যয়ে বর্তমান শাসকগোষ্ঠী হিতাহীত জ্ঞানশূন্য। এক এক মন্ত্রী এক এক ধরণের আজব কথা-বার্তা বলে আমাদের বিনোদিত করবার দায়িত্ব নিয়েছেন। ডেঙ্গু থেকে পেঁয়াজের দাম কিছুই তাদের নিয়ন্ত্রণে নাই অথচ তারা আমাদের মুরগী দিয়ে ভাত খাবার গল্প শোনাচ্ছেন। ধানমন্ডি লেকে ঢুকতেই চোখে পড়বে ভিক্ষুকমুক্ত সাইনবোর্ড অথচ প্রতি ৫ মিনিটের মধ্যেই এক এক জন ভিক্ষুকের দেখা মিলবে সেখানে। দেশের অর্থনীতি সেরা সময় পার করছে অথচ কোটির বেশি যুবক বেকার চাকরির অভাবে! দেশের এক নম্বর খাত গার্মেন্টসে এখন নিয়মিত কর্মী ছাটাই চলছে, সরকারি জুট মিলের শ্রমিকেরা কয়েক মাসের বকেয়া বেতনের দাবীতে অনশন করে মৃত্যু বরণও করছেন।
বিশ্বের সব থেকে খারাপ নগর পরিবহণ ব্যবস্থা হল আমাদের ঢাকায় অথচ মন্ত্রীর একবার প্যারিস তো একবার অ্যামেরিকার লসএঞ্জেলসের সাথে তুলনা করছেন। সামান্য সর্দি-কাশি হলেও এরাই আবার সবাই আগে ইউরোপের বিভিন্ন দেশে দৌড়ায়। সব অযোগ্য আর অপদার্থদের সরকারের প্রতিটি দায়িত্বশীল জায়গায় স্থান দিলে এসব হওয়াটাই তো স্বাভাবিক! থাক আরও অনেক কিছু বলার ছিল কিন্তু বলে কি লাভ? তারা তো আবার ঘুমে থাকে, তাদের আবার কোন হুঁশ থাকে না!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
আল-শাহ্রিয়ার বলেছেন: আমি সামুতে ৫ বছরের বেশি সময় লিখছি। আশাকরি তেমন কিছু হবে না আর কোন মিথ্যা কিছুই লিখিনাই।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: আমরারেও কি রাজাকার বানাইয়া দেওয়া হইবে নাকি?
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮
আল-শাহ্রিয়ার বলেছেন: অসম্ভব নয় সব সম্ভবের এই দেশে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
একাল-সেকাল বলেছেন: স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তি বীর দের কে অপমান করা হল।
জতির ধুতি খুলে গেলেও শুধু চেয়ে দেখবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
আল-শাহ্রিয়ার বলেছেন: দুঃখজনক হলেও সত্য।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসম্ভব নয় সব সম্ভবের এই দেশে।
আসলেই সব সম্ভব।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: যাচাই বাছাই ছাড়া এভাবে রাজাকারের তালিকা দেওয়া গ্রহণযোগ্য নয়।
০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১১
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
শার্লক_ বলেছেন: এবার কিন্তু আপনাকে ব্যান করে দিবে। এইসব বলছিলাম বলে, আমার আগের আইডি ব্যান করে দিছে সামু। নতুন আইডি করেছি ঠিকি তবে কোনদিন পোস্ট দেইনি আর দিবও না।