নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি লজ্জিত এদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতি।

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২


খনই কোন ধর্ষণের বা খুনের খবর পত্রিকায় আসে, তখনই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থী সোহাগী জাহান তনুর কথা মনে পরে। বিচারের দাবীতে সারা বাংলাদেশ, তখন কেঁপে উঠেছিল। এই রাষ্ট্র বিচার করেনি। সেনা ক্যাম্পের নিরাপত্তা বলয়ের ভিতরে ধর্ষণ করে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বোনটিকে।
আজও তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। সত্যটা প্রকাশ হয়নি, কোন অপরাধী গ্রেফতারও হয়নি। বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতা ঢাকতে সেদিন সিসি টিভির ফুটেজ গায়েব করে দিয়ে ধর্ষক-হত্যাকারীদের রক্ষা করা হয়েছিল। দেশের ১৬ কোটি জনগণ আজ ৪ বছর পরে হয়ত ভুলেই গিয়েছে তনু নামের কারও অস্তিত্বই ছিল কি'না বাংলাদেশে!
আজও তনুর হত্যাকারী-ধর্ষকরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে! আমি লজ্জিত এদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতি।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

একাল-সেকাল বলেছেন:

আইন সবার জন্য সমান
আমাদের দেশে একটা ডাহা মিথ্যা কথা। প্রথমে ধর্ষক/ অপরাধীকে কে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তারপর শুরু হয় তদন্ত। রিপোর্ট এসে ক্যাটাগরি ভিত্তিক। পরবর্তীতে বিবেচনা করা হয় উদুর পিণ্ডি ভুদুর ঘাড়ে যাবে কি যাবেনা ।

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখজনক হলেও সত্যি। সংবিধানের ২৭ নম্বর ধারা "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।"।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

ঢাবিয়ান বলেছেন: ঢাবির ছাত্রীর ঘটনাও কি সেই তনুর কেস কিনা সন্দেহ গাঢ় হচ্ছে। এখন পর্যন্ত কোন তথ্যই গনমাধ্যমেই আসেনি। মেয়েটির ভাষ্যও ঠিকমত জানা যায়নি। এছাড়া কোন প্রত্যক্ষদর্শীর সন্ধান না পাওয়াটাও বিস্ময়কর। পত্রিকার খবর পড়ে মনে হচ্ছে যেন ঢাকা শহড়ে নয়, মেয়েটি বাস থেকে কোন এক ভুতুড়ে শহড়ে নেমেছিল!!!

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত প্রভাবশালী কেউ জড়িত থাকলে হয়ত কিছুই জানা যাবে না।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

একাল-সেকাল বলেছেন:
সংবিধানের ২৭ নম্বর ধা্রার কথা উল্লেখ করেছেন, আমজনতার কাছে ইহা ইত্তেফাক মোড়ের STUDIO 27, শুধু ছবি তোলার জন্য। ফেনীর নুসরাত হত্যার বিচার ৬ মাসের মধ্যে আদালতের রায় দেয়ার পর তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখি, কিন্ত তনুর বেলায় দেখি এতটাই হজম হয়ে গেল যে এখনো ঢেঁকুর উঠল না। সবই হচ্ছে ক্যাটাগরির খেল আর ২৭ নম্বর এভিন্যু।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: এই অবৈধ সরকার যত দিন ক্ষমতায় থাকবে দেশে বিচারহীনতার প্রবণতা ততই বাড়তে থাকবে।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সত্য বলাই এখন অপরাধ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি লজ্জা পাই তোমার চলে যাওয়ায়
তোমার ধর্যণকারী নরপিশাচরা এখনও
ভোগ করছে পৃথিবীর আলো বাতাস।

দুঃখ তোমাকে আর ফিরে না পাবার বেদনায়
নীরবে অভিমানে তোমার চলে যাওয়ার
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।

হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে
হাসে ক্রুর হাসি, ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বনানীর ঘটনাও আপোসের দিকে গড়াচ্ছে...

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: বনানীর সেই আমিন জুয়েলার্সের ছেলে তো জামিন পেয়েছে অনেক আগেই। এখন কুর্মিটোলার ঘটনার শেষ দেখার অপেক্ষা।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: কেউ নিরাপদ না এই দেশে।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.