![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনাগত কন্যাশিশুর জন্য একটি আনকমন এবং অর্থবহ নাম প্রয়োজন। অদ্যাক্ষর স/শ দিয়ে হলে ভাল হয়।
সম্ভাব্য জন্ম তারিখ ৩১/৫/২০১৬। ডাকনাম ছোট এবং বাংলা/এরাবিক হলে ভাল হয়।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮
শাহরিয়ার সুমন বলেছেন: নিজেও খুঁজছি। পাশাপাশি ব্লগার ভাইদের ও সাহায্য চাচ্ছি।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: শতরূপা । সুরূপা । স্বরূপা । শ্রেষ্ঠা । শ্রেয়া । সৃষ্টি * সুধা । সুলতা * সুপ্রভা । সুজলা । সুফলা । শ্রীময়া । শ্রীমতি। শ্রীলতা । সুলেখা । সৃষ্টসুধা ।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। নামগুলো মাথায় থাকলো।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ডার্ক ম্যান বলেছেন: সামিরা/সাঈদা/সাফিয়া/সাইরা
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার সুমন বলেছেন: আজ আমার এক শুভাকাঙ্খি ও এই নামগুলো বললেন।ধন্যবাদ আপনাকে
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
ডার্ক ম্যান বলেছেন: হা হা। সুমন ভাই, আপনি আমাকে চিনতে পারেন নাই
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১
শাহরিয়ার সুমন বলেছেন: না চিনতে পারিনি
৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
রুমি৯৯ বলেছেন: হাতে এখনও প্রচুর সময় আছে| বাজারে মুসলিম শিশুদের নামকরণের বই পাওয়া যায়| এছাড়া গুগলের সাহায্য নিতে পারেন|
আমি আমার মেয়ের নাম রেখেছি
নুসরাত জাহান রূপন্তি|
৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
শাহরিয়ার সুমন বলেছেন: রূপন্তি নাম টি পছন্দের তালিকায় ছিল। সামু খুঁজেই পেয়েছিলাম। গত কয়েক মাস যাবতই খুঁজছি। ছেলে/মেয়ে বাবু হবে তা জানতাম না। তাই ছেলে/মেয়ে উভয় নামই ঠিক করে রাখতে চেয়েছি শুরুতেই। ছেলের নাম ঠিক করতে পেরেছিলাম। কিন্তু মেয়ে শিশুর নাম ঠিক করতে পারিনি। আজই অনেকটা নিশ্চত হলাম মেয়ে বাবুই হচ্ছে।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫
িটউব লাইট বলেছেন: আয়রা
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪
শাহরিয়ার সুমন বলেছেন: টিউব লাইট @ নামটি সত্যি আনকমন। কিন্তু আয়রা থেকে আয়া না হয়ে যায়!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
নতুন বলেছেন: আপনার পছন্দের নাম খুজে বের করুন...
আমার দেওয়া নামের চেয়ে আপনি যখন একটা নাম খুজে বের করবেন তখন বেশি ভাল লাগবে...
আমার মেয়ের নাম রেখেছি '' জান্নাতুন নাঈম" "ডানা" ডাক নাম..