নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে যুগ পড়ছে তাতে মুখ ফুটে কিচ্ছু বলার নেই।

সত্য কথা বলতে আপত্তি নাই।

রাজা মশাই

আমি রাজা মশাই। পড়ছি একাদশ শ্রেণীতে। আশ্চর্য ভাবে রাজনীতি আসক্ত। বড় হয়ে আদর্শ রাজনীতিবীদ হতে চাই। তাই এখন থেকেই সমালোচনা শিখছি। নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করছি।

রাজা মশাই › বিস্তারিত পোস্টঃ

ঢাকার মধ্যে ভাল কোচিং এর সন্ধান চাই।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

আমি মাদারীপুর থাকি। HSC পরীক্ষাথী। 24 তারিখ থেকে টেষ্ট পরীক্ষা শুরু হবে। ভাল প্রস্তুতী নেওয়ার জন্য ঢাকার মধ্যে ভাল একটা কোচিং এর সন্ধান চাই। কোচিং মানে শিক্ষা চাই, বাণিজ্য নয়। কম টাকা পয়সার মধ্যে হলে ভাল হয়। গরীব মানুষ।:P

কারো এরকম সন্ধান থাকলে দয়া করে কমেন্ট করেন অথবা প্রসপেক্টাস ইমেইল করেন [email protected]:)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

সজীব৬১৪ বলেছেন: উদ্ভাসে যেতে পারেন।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

রাজা মশাই বলেছেন: ধন্যবাদ। ঠিকানাটা বললে ভাল হত। আর ওরা কি টেষ্টের পরে কোন কোচিং নেয় কিনা সিউর হলে ভাল হতভ=।

২| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

খেলাঘর বলেছেন:

সঠিকভাবে নিজে পড়েন, হাতে সময় আছে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

ফুলেরপাতা বলেছেন: আপনার পোষ্ট আমার তুলনাহিন ভালো লেগেছে!
লালুচ লাগিয়ে- পরে কিন্তু আমাদের পুরোটা নিয়ে যাবে!

রাজা মশাই বলেছেন: আসল কথা - বাংলাদেশ অনেক আগেই ভারতের সাথে যোগ হয়ে গেছে। সেটা সব দিক দিয়ে। যেমন - আচার, শিক্ষা, ধর্ম, সামাজিক, রাজনৈতিক, নৈতিক সবই ভারতের ফলোয়ার। বাকি ছিল শুধু সীমানা। মোদ্দ্যা এখন চাচ্ছে লিখিত ভাবে সবকিছু। বাংলাদেশ কে এখন আর কিছুই মনে করে না ভারত। হাস্যকর বিষয় এই যে - ন্যাশনাল জিওগ্রাফী পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান বলে মনে করে। আর বাকী ছিল সিনেমা। ”গুন্ডে” দিয়ে তারও জবাব দিল ভারত। স্পষ্ট করে দিল বাংলাদেশের স্বাধীনতা কার দান। আমার দু:খ হয় বুকের রক্তে যে বাংলাদেশ, গিনেস বুকে উঠেও এখন ও তার মর্যাদা ধরে রাখতে পারছে না। এর জন্য দায়ী কারা? ভারত এত কিছু করছে আমি তো একদিনও কাউরে দেখলাম না ভারতের পতাকা পোড়াতে। তার মানে কি সবই বাবাজীর দয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.