![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
আক্ষেপ বলে শব্দটি আমার খুব অচেনা-
মধ্যবিত্তের সান্যিধ্যে আমি বেমানান বটে
বিত্তবান সেতো ছোবেই না অলক্ষুণে ভেবে,
দেবতা চাইনি
পুজারীও না।
আমি চেয়েছি বিশাল সমুদ্রের মাঝে একটুকরো খড়কুটা
নাইবা ভাসিয়ে নিয়ে চলুক তীরদেশে,
অন্তুত একসাথে ডুবে যাবার আনন্দ হতে
যে আমায় বঞ্চিত করবেনা।
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
মায়া মৃত্তিকা বলেছেন: নাইবা ভাসিয়ে নিয়ে চলুক তীরদেশে,
অন্তুত একসাথে ডুবে যাবার আনন্দ হতে
যে আমায় বঞ্চিত করবেনা।
আর কি চাই!
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: শুভকামনা জানুন।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: প্রথম লাইনটা খুব ভালো লাগলো। সব মিলিয়ে সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ধন্যবাদ জানুন প্রিয় হাসান মাহবুব ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
মায়া মৃত্তিকা বলেছেন: বাহ