![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
আমার ছবি তুলতে ভাললাগে বেশ, আমি প্রকৃতি ভালবাসি, সেক্ষেত্রে সবার আগে প্রাধান্য পায় আমাদের গ্রাম। ঢাকার গা ঘেষা আমাদের এ গ্রাম আমার চোখে স্বপ্নের মতন, আজ এখানেই তার কিছু ছবি।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ মনিরা সুলতানা আপা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
সৈয়দ ইসলাম বলেছেন:
সেরকম সুন্দর আমাদের গ্রাম, আমাদের দেশ। কিন্তু আমরা তার যথেষ্ট কদর করতে না পারায় প্রতিনিয়ত তার গালিগালাজ হজম করতে হচ্ছে; যখন মানুব সৃষ্ট বন্যা তা কেড়ে নেয়
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: যথার্থই বলেছেন জনাব।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো গ্রামের ছবিগুলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ পরী আপা।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলো সুন্দর, তবে প্রথম পাতার অর্ধেক জুড়ে গেছে আপনার ছবির ব্লগে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আহা ভাই মনেতো চায় সারা নিউজফিড
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: চমৎকার !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ধন্যবাদ দাদা
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৬
কাতিআশা বলেছেন: বাহ্! খুব সুন্দর ছবিগুলো!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০১
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫০
ওমেরা বলেছেন: ঘুব সুন্দর ছবি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: কৃতজ্ঞতা জানুন
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৬
কালীদাস বলেছেন: সুন্দর এসেছে ছবিগুলো শেয়ারের জন্য থ্যাংকস
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় কৃতজ্ঞতা জানুন।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ! বাংলাদেশের গ্রামের অপরূপ সুন্দর একটা ছবি পাওয়া গেলো আপনার ফটো ব্লগে |
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আরো অনেক পাওয়া যাবে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
কী দারুন সবুজের মেলা,সত্যি ই সুন্দর আমাদের গ্রাম।
শেয়ারের জন্য ধন্যবাদ।