![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
পার্কের পাশ দিয়ে হেটে যেতে যেতে রোজ
তরুণ তরুণীদের হাতে দেখতাম লম্বা সরু কাটাওয়ালা ক্যাকটাস,
পাড়ার রাস্তায়, রিকশায়, বাসে, সিনেমাহলে
হাতে হাতে অদ্ভুত রকম ক্যাকটাস,
বড্ড হাস্যকর মানুষ আজকাল!
ছাদের কার্নিশের লতাপাতার আড়াল গলিয়ে
টোলপড়া হাসিটা সময় করে আমাকেও একদিন বসিয়ে দিল
সচ্ছ সবুজ কাটায় ঘেরা চোখা ক্যাকটাসে।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ শাহানাজ আপা
২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫
নিকোলাস- রাহাদ বলেছেন: ভাল্লাগছে
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
স্রাঞ্জি সে বলেছেন:
কবি নীরব কেন...??
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২২
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ প্রকাশ । মন ছুঁয়ে গেলো।