নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভাষণটি পুরো বিশ্বকে থর থর করে কাঁপিয়ে দিয়েছিলো...কিছু বাঙ্গালী আজও তার স্বীকৃতি দেয়নি

১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১১



On behalf of our Great Leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, I hearby proclaim the independence of Bangladesh and that the Government headed by Sheikh Mujibur Rahman has already been formed.

It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of seventy five million people of Bangladesh and that the Government headed by him is the only legitimate Government of the people of the Independent Sovereign State of Bangladesh, which is legally and constitutionally formed and is worthy of being recognized by all the governments of the world.

I, therefore, appeal on the behalf of our Great Leader Sheikh Mujibur Rahman to the government of all the democratic countries of the world, specially the big powers and the neighboring countries to recognise the legal Government of Bangladesh and take effective steps to stop immediately the aweful genocide that has been carried on by the army of occupation from Pakistan.

To dub out the legally elected representatives of the majority of the people as secessionist is a crude joke and contradiction to the truth which should be befool none.

The guiding principle of a new state will be first neutrality, second peace and third friendship to all and enmity to none.

May Allah help us.

Joy Bangla.

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিএনপি ও আওয়ামী লীগে মানসিক বিকারগ্রস্থ রোগী আছে তারা জিয়া ও শেখ সাহেব কে নিয়ে তামাশা করে ছেড়ে দিয়েছে।

১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার মনে হয় এই ভুল ভাঙ্গা উচিৎ।

ভালো থাকুন নিরন্তর।

২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


জিয়া কতজন মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছে, তাতে বিশ্বের কে কে কেঁদেছে?

১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হত্যা করা উচিৎ নয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যায় করে থাকলে, তাঁর শাস্তি প্রাপ্য।

আর, উনার শাস্তি প্রাপ্য হয়ে থাকলে, সেটাও আর আপনার হাতে নেই।

আপনার হাতে যখন সেই শাস্তি দেওয়ার ক্ষমতা ছিলো, আপনি হয়তো তখন লুকিয়ে ছিলেন।

ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: আজ কোথায় জিয়া? আর কোথায় বঙ্গবন্ধু?
বঙ্গবন্ধু বাঙ্গালীর হৃদয়ে আছেন। জিয়া কই আছেন??

১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কোথায় আছেন সেটার খবর আপনার কাছে আছে জেনে সুখী হলাম।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




সত্যপথিক শাইয়্যান ভাই,
ভুল শুধরানো যায়, কিন্তু পাপ নয়। বিএনপি আওয়ামী লীগ মিলে উভয়ে উভয়কে দেবতা বানাতে গিয়ে রাক্ষস বানিয়ে দিয়েছেন। পাপ নিয়ে আলোচনার কিছু নেই এগুলো ফাইল বন্দী করে X FILES - REJECTED FOREVER লাল কালিতে লিখে চিরোদিনের জন্য কবর দিয়ে দিতে হয়।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ কখনো রাক্ষস হতে পারে না।

যদিবা কখনো হয়েই যায়, তাতে কি আপনি লজ্জা পাবেন না, ঠাকুরমাহমুদ ভাই?

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জিয়া তার জীবদ্দশায় কখনোই দাবী করেন না্ই যে
তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর
পক্ষে স্বাধীনাতার ঘোষণা পাঠ করেছেন এ কথা
আমরা অস্বীকার করিনা কখনো। তবে কিছু অকালকুষ্মান্ড
তাকে দেবতা বানাতে গিয়ে ফেলেছেন আস্তাকুড়ে। তবে
ইতিহাস কাউকে ক্ষমা করেনা। ইতিহাস চিরভাষ্মর।

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: উনার ঘোষনাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সত্যপথিক শাইয়্যান ভাই,
কনডেন্সড মিল্ক দিয়ে লোফ ব্রেড খেতে পারেন, ব্রেড দিয়ে ১০১ টি নাস্তার রেসিপি আমার জানা। আশা করি আপনার ভালো লাগবে।



১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: লোফ শব্দটা বড়ই তাতপর্যপূর্ণ!!!!

অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:১৬

নেওয়াজ আলি বলেছেন: শেখ মুজিব নাই। জিয়াও নাই। বেগম জিয়া জেলে। ৫৭ জন সেনা হত্যার বিচার ও কোটি কোটি টাকা পাচারের বিচারও বাংলাদেশের মাটিতেই হবে। সেটা হযতো আজকের বৃদ্ধরা দেখবে না।

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৮| ১৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৯

জগতারন বলেছেন:
মোনাফেকরা আজ হোক কাল বিলীন হবেই।
মোস্তাক হয়েছে, সাহা আজিজ হয়েছে, জিয়া হয়েছে।
খালেদা ও তারেক জিয়াও হবে।
এ হোল ইতিহাসের নিরব বিধান এবং
প্রকৃতির কঠোর নিঃঘাত বিচার।

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ। আপনি একজন মাওলানা, তা জানা ছিলো না।

শুভেচ্ছা।

৯| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: উনার ঘোষনাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

ঘোষণা দেওয়া ও পাঠ করার মাঝে বিস্তর ফারাক।
আপনকে বুঝতে হবে কে ঘোষণা দিলো আর কে
তা পাঠ করলো। তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার
ঘোষণা পাঠ করেছেন।

On behalf of our Great Leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, I hearby proclaim the independence of Bangladesh and that the Government headed by Sheikh Mujibur Rahman has already been formed.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.