নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাকশালের কেন্দ্রীয় কমিটি\'র প্রথম বৈঠকে বঙ্গবন্ধুর ভাষণের একাংশঃ এই মাটির মানুষদের প্রতি তাঁর ভালবাসার প্রমাণ

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৬

১৯৭৫ সালের ১৯ জুন, বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গবন্ধু বলেন-

''আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি যে, -গেছি চট্টগ্রাম- চট্টগ্রাম থেকে গেছি সেখানে (বেতবুনিয়া), সে গ্রামের লক্ষ লক্ষ লোক দুইপাশে বসে আছেন, ওঁরা এসেছেন আমাকে দেখার জন্য - মনে মনে আমি বলি যে, আমি কি করেছি ওঁদের জন্য? আমার দুঃখ হয় স্টিল দে লাভ মি।

দুনিয়ার নিয়মই এই। ভালোবাসা পেতে হলে ভালবাসতে হয় এবং সে ভালোবাসা সিনসিয়ারলি হওয়া দরকার। তারমধ্যে যেন কোন খুঁত না থাকে, ইফ ইউ ক্যান লাভ সামবডি সিনসিয়ারলি, ইউ উইল গেট লাভ অব সামবডি। দেয়ার ইজ নো ডাউট এবাউট ইট।

আমার জীবনে আমি দেখেছি, লাখ লাখ লোক দুপাশ দিয়ে কি অবস্থার মধ্যে আমি তো কল্পনাও করতে পারি না। হোয়াই দে লাভ মি সো মাচ?

আমি আপনাদের কাছে অনুরোধ করি, মবিলাইজ দী পিপল এন্ড ডু গুড টু দি হিউম্যান বিইংস অব বাংলাদেশ। এদের মুখে হাসি ফোটাতে হবে- দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, এদের খাবার দিতে হবে।

যদি আমরা একটা শোষণহীন সমাজ গড়তে পারি, যদি করাপশন বন্ধ করতে পারি, আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ বাংলার মাটিতে যা এখনো আছে, ৭ কোটি লোক হলেও বাংলার মানুষ না খেয়ে মরতে পারে না। আই হ্যাভ সীন দ্যাট।''

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়ে দেওয়া হয়েছে।

২| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার ভালোবাসা থাকবে অনন্তকাল।

৩| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:৩৫

অনল চৌধুরী বলেছেন: এখনকার দিনে মানুষের জন্য জীবন দিলেও বিপদ কেটে গেলে তারা সেটা অস্বীকার করে।
এমনকি উপকারীর চরম ক্ষতি করা থেকেও বিরত হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.