নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
কেন এই মোবাইলফোন এপটি প্রয়োজনঃ
কোভিড-১৯ বা করোনা পরিস্থিতিতে পি,পি, ই শুধু বাংলাদেশে নয় পৃথিবী'র বিভিন্ন দেশে অভাব আছে। অনেকেই পি,পি,ই দান করতে চান। অনেকের কাছে পি,পি,ই নেই, কিন্তু, এটা অনেককে কিনে দিতে চান। আবার এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান আছেন যারা পি,পি,ই বিক্রি করতে ইচ্ছুক। এই এপটি হবে, সবার মিলনমেলা।
যেভাবে এপটি কাজ করবেঃ
১) তিন ধরণের ইউজার থাকবেনঃ
>যাদের পিপিই প্রয়োজন (ডাক্তার, হসপিটাল, দেশ)
>যারা পিপিই দান করতে চান (দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি)
>যারা পিপিই কিনে দিতে চান (দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি)
>যারা বিক্রি করতে চান (ব্যক্তি বা প্রতিষ্ঠান)
২) সব ইউজার এই এপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন।
৩) সার্চ বাটনের মাধ্যমে একে অন্যকে খুঁজে নিবেন। যারা বিক্রি করতে চান, তাঁরা শুধু সাইন আপ করতে পারবেন, কিন্তু, কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। অন্যরা তাঁদের সাথে যোগাযোগ করবেন।
৪) সাপ্লাই হয়েছে কি না তা জানতে ডিমান্ড ও সাপ্লাই সাইডের কাছে নোটিফেকশন যাবে নির্দিষ্ট দিন পর পর।
৫) এপটি বানাতে খরচ হবেঃ ১,৫০,০০০ টাকা
কেউ বানাতে আগ্রহী হলে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে, আপনি নিজেও এটি ডেভেলপ করতে পারেন উপরের ছবিতে দেওয়া রিকোয়ারমেন্ট থেকে।
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার কিছু করার নেই, দাদা। আমার কোডারদের বেতন দিতে হবে এটি বানাতে।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: আমার কাছে খুব কঠিন মনে হয়েছে সেজন্য বিস্মিত হয়েছি।
আরো সহজ করে কিছু করা যেত না?
যদিও আমি প্রযুক্তি বুঝি না।
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরো সহজ করে করা যায়।
এমন যদি হয় যে, এপটি শুধুই ইউজারদের পরস্পরকে খুঁজে নিতে সাহায্য করবে, নোটিফিকেশনের ঝামেলা না রেখে।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়ে যাবে একদিন, অপেক্ষায় থাকুন।
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: হয়ে গেলে আমি খুবই খুশি হবো।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কি সফটওয়ার ডেভেলপমেন্টে কাজ করেন?
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জী, আমার প্রতিষ্ঠান করে।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " জী, আমার প্রতিষ্ঠান করে। "
-মানে আপনি প্রতিষ্ঠাের মালিক, নাকি আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করেন?
আপনি নিজে কি কোডিং করেন?
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কাজ করি। প্রজেক্ট ম্যানেজার হিসেবে।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: ভাল।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধন্যবাদ।
৭| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি কাজ করেন, সেই প্রতিষ্ঠানকে "আমার প্রতিষ্ঠান" বলছেন কেন? আপনি কি বাংলা বাক্যের সিমানটিকও বুঝেন না?
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি আসলে পেরেন্ট কোম্পানী'র প্রজেক্ট ম্যানেজার আর সেটার পার্টনার অর্গানাইজেশন আমিই ফর্ম করেছি যার প্রপ্রাইটর আমি। তাই, আমার বলেছি।
ধন্যবাদ নিরন্তর।
৮| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩
গ্রীনলাভার বলেছেন: এপ ইনভেন্টরে আমার কিছু অভিজ্ঞতা আছে। ওয়েপ এপি আই - তে এ এস পি ডট নেট কোর আর ব্যাক এন্ডে মাই এস কিউ এল।
এপ ইনভেন্টরে বড় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস নেই। পুশ নোটিফিকেশনের অল্টারনেট হিসেবে এস এম এস পাঠানো যাবে।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাহলে, জলদি বানিয়ে ফেলুন। এই মূহুর্তে পৃথিবীর এই এপটা বড়ই প্রয়োজন।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: !!!!!!????