নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
প্রতিটি মানুষের মাঝে খারাপ-ভালো আছে। আবার, মানুষের মাঝেও খারাপ-ভালো বিভেদ রয়েছে। আর , এরকম মানুষদের নিয়েই তো সমাজ ও দেশ গঠিত হয়।
.
খারাপ-ভালো মিশেলে তৈরী এই মানুষদের নিয়ে যে দেশ গঠিত হয়, সেটার আইনের মধ্যেও ভালো-খারাপ থাকতেই পারে।
.
আমাদের দেশটাও এর বাইরে নয়। কোন আইন হয়তো খারাপ লাগবে, কোনটা হয়তো ভালো।
চিন্তা করে দেখুন, সেই মহা দাঁড়িপাল্লার কথা যেখানে আমাদের সারা জীবনের ভালো-খারাপ দুটোই মাপা হবে। সেখানে একটু এদিক-ওদিক হলেই কম্ম একেবারে সাবাড়!
.
এটা লক্ষ্য রাখা জরুরী যে, খারাপের সংখ্যা যেন ভালো'র চেয়ে বেশি না হয়ে যায়। তাহলেই বিপদ।
রাষ্ট্র যেমন নাগরিকদের ভালো চিন্তা করাতে বাধ্য করাতে পারে, তেমনি নাগরিকও রাষ্ট্রকে ভালো চিন্তা করতে সাহায্য করতে পারে।
রাষ্ট্রের ভালো চিন্তায়, নাগরিক যেমন কোন ভালো-খারাপ দুটিই করতে পারে। তেমনি, রাষ্ট্রেরও আপামর জনগণের ভালো চিন্তায় খারাপ কাজ করে ফেলতে পারে।
নিজের দেশের মানুষকে ভালো রাখতে, লাদেনের মৃতদেহ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছিলো যুক্তরাষ্ট্র। আল-কায়েদা নিজের ধর্মের মানুষদের 'ভালো' করার চিন্তায় টুইন টাওয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছিলো। এমনই চলছে দেশে দেশে।
তাহলে, 'ভালো' করা নিয়েই যত যুদ্ধ!
০৮ ই মে, ২০২০ রাত ১০:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বেকার ছেলেদের কাছে মেয়ে বিয়ে না দিলেও বেকার মেয়েদের কাছে কর্মজীবি ছেলেদের বিয়ে দেওয়া হয়।
আজিব,, তাই না!
ধন্যবাদ নিরন্তর।
২| ০৮ ই মে, ২০২০ রাত ১১:১২
নেওয়াজ আলি বলেছেন: আমরা যেতটুকু চিন্তা করি । ঠিকতেতটুকু খাই খাই করে শাসক
০৮ ই মে, ২০২০ রাত ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই যে 'করি' এবং 'করে' শব্দ দু'টি ব্যবহার করলেন, সেখানেই আসল বিপত্তি।
দু'টোর মাঝেই মিল খুঁজে পাওয়া দরকার।
ধন্যবাদ নিরন্তর।
৩| ০৮ ই মে, ২০২০ রাত ১১:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এইতো সেদিন একজন হাদিস নিয়ে আলোচনা করতে ছিলেন ইউটিউবে।তিনি বলছিলেন,এক হাজার,নাকি দশ হাজার ,( সংখ্যাটা মনে নেই )থেকে মাত্র একজন বেহেস্ত যাবে।
মুসলমানদের দুঃখের দিন শেষ।অ্যামরিকান মুসলিম ভাইভাই চীনাদের ফাঁসি চাই বলার দিন এসে গেছে।আর ঝাপিয়ে পরতে হবে না।ওরা হয়তো ইতিমধ্যেই লাদেনের লাশ খুঁজতে লেগে গেছে,হয়তো পেয়েও যাবে।
০৯ ই মে, ২০২০ রাত ১২:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবাই যখন ভালো কাজের জন্যে ধাবিত হচ্ছে, খারাপের জায়গা কোথায় এখানে?
ধন্যবাদ নিরন্তর।
৪| ০৯ ই মে, ২০২০ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
০৯ ই মে, ২০২০ রাত ১২:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মন্তব্যের মাঝে ভাবনার খোরাক থাকে। তাই , অধিকাংশ সময়, কি উত্তর দিবো ভেবে পাই না।
শুভেচ্ছ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: মাস্ক ছাড়া বাহিরে যায় - আর বলে, হায়াতের মালিক আল্লাহ।
তাহলে বেকার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেয় না কেনো? রিজিকের মালিকও তো আল্লাহ।