নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

চাল চোরদের গুষ্ঠি উদ্ধার করে সরকার যেভাবে বর্ষার মাসে ৪০ লক্ষ মানুষের বাসস্থান নিশ্চিৎ করতে পারবে

১৪ ই মে, ২০২০ দুপুর ১:২৮



বর্ষার মাস শুরু হতে বেশি দেরী নেই। বাদলা দিনে দেশের ছিন্নমূল দুঃস্থ মানুষেরা কোথায় জায়গা পাবে তা নিয়ে ভেবেছেন কি?
.
বছরে ১০০০ কোটি টাকা বাংলাদেশের জন্য এখন আর বড় কোন ব্যাপার নয়। এই টাকা খরচ করে কত জন ছিন্নমূল মানুষের ভাগ্য ফেরানো যাবে? একটা অংক কষা যাক।
.
ঢাকায় মিরপুর বা মোহাম্মদপুরের মতো জায়গায় ৬০০ বর্গফুটের একেকটি বাসার ভাড়া ১০,০০০ টাকার বেশি হওয়ার কথা না। এভাবে ১ কোটি টাকা দিয়ে ১০০০ টি ফ্লাট বাড়ি ভাড়া করা গেলে, ১০০০কোটি দিয়ে ১০ লক্ষটি বাড়ি ভাড়া নেওয়া সম্ভব।
.
এই বাড়িগুলোর প্রতিটিতে ৪ জন মানুষ অনায়াসে থাকতে পারবে।
.
একটু লক্ষ্য করলে দেখা যাবে ভিক্ষাবৃত্তি করে বেড়ানো সহায় সম্বলহীন ষাটোর্ধ বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা বেশি নয়। এরকম সন্তান পরিত্যক্ত এসব বৃদ্ধ-বৃদ্ধাকে শেষ আশ্রয়স্থল হিসাবে এমন বাড়ি সরকার ভাড়া করে দিতে পারবে কি?
.
যদি পারে তবেই সম্ভব আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়া। আমরা তা গড়তে পারবো কি?

সময়ই তা বলে দিতে পারবে।

***চাল চোরদের সাথে এই পোস্টের সম্পর্ক বুঝতে হলে এই গানটি শুনতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন। ১ হাজার কোটি টাকার কাজ বাস্তবায়নের জন্য আরো ১৫/২০ হাজার কোটি টাকার যে ভর্তুকি (হাত খরচ আরকি) সে খবর কি রাখেন :(

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখন প্রশাসন কড়া। হাত খরচের টাকা কেউ চাইলে ব্যবস্থা নিবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই মে, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: সরকার দেশের মানূষের জন্য কাজ করে যাচ্ছেন। খাবার, নগদ টাকা ইত্যাদি দিচ্ছেন। বুঝতে হবে দরিদ্র দেশ আমাদের। এর কধ্যে য্তটুকু করা যায় সরকার করছে।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোও এই ব্যবস্থা করতে পারে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনার অংকে সব সময় ভুল থাকে, আজকের অবস্হা কি?

১০০০, ০০০০০০০ কোটী টাকায় ১০ লাখ বাসা "১ মাসের জন্য" ভাড়া নেয়া সম্ভব; আপনি কি চাচ্ছেন, মানুষ একমাস বাসায় থাকুক?

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

অংকে ভুল ধরার জন্যে আপনি রয়েছেন বলে ক্যালকুলেটরে কম গুনি। :)

আবারো ভুল ধরিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।

আমি ১২ মাসের কথা বলেছি। ১ হাজার কোটি দিয়ে আসলে বছরে লক্ষাধিক পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৪ ই মে, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


করোনা পরীক্ষা দিচ্ছেন তো?

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দিয়েছি একবার।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




এই অংক মিলবেনা।
ভাড়া নেয়া বাড়ীগুলো কাঠে পোড়া ইটের হবে না সিরামিক ইটের হবে ? ফ্লাটগুলো পাঁচ তলা না দশ তলা ভবনে হবে? গুলসান-বনানীতে না কেরানীগঞ্জে হবে? বিল্ডিংয়ের রং কি সাদা-হলুদ হবে না লাল-সবুজ দেখে নিতে হবে? সে ফ্লাটগুলো ভোটারদের জন্যে বরাদ্দ হবে না কি সবার জন্যেই বরাদ্দ থাকবে? ভাড়া ফ্লাট বহুতল ভবনে হলে সেখানে লিফটের ব্যবস্থা আছে কিনা দেখা হবে নাকি সিঁড়ি হলেই চলবে ইত্যাকার হাযারো বিষয় বিবেচনা করে সম্ভবনা যাচাই পরিপত্র বানাতে যে আরো ১০,০০০ কোটি টাকা লাগবে সেটা দেবে কে ?????????? :P

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বড়ই কঠিন প্রশ্ন, শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই।

আমার মনে হয়, নির্দলীয় ভাবেই করা সম্ভব।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৪ ই মে, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: চোর নগণ্য যারা এই দশ/ বার বছরে টাকার পাহাড় বানিয়েছে তারা কোথায় আজ

১৪ ই মে, ২০২০ রাত ১০:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চোর তো চোরই, ভাইটি!

যারা টাকার পাহাড় বানিয়েছে, তারাও চোর।

অবশ্য, তারা এখন কোথায়, আমি ঠিক জানি না।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.