নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একটি Senior Citizens' Home (Old home) খুঁজছি.......
.
কয়েক দিক আগে একজন ষাটোর্ধ লোককে আমার বাসার সামনের রাস্তায় পেয়েছিলাম...মানুষটির একটি মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে।...অফিসে জায়গা করে দিয়েছিলাম এরপর থেকে.....করোনার কারণে আমার অফিস জুন মাস থেকে থাকবে না...আমার টিম হোম-বেইসড হয়ে যাচ্ছে।..আর অফিসে কোন বিছানা নেই। এখন মানুষটিকে যে করে হোক একটি ওল্ড হোমে জায়গা করে দিতে হবে...
.
প্রথমে ভেবেছিলাম, একটি বাসা ভাড়া করে দিবো...কিন্তু, পরে ভাবলাম, একলা বাসায় থাকবেন কি করে! আগারগাও এবং গাজিপুরের দু'টি ওল্ড হোমের সাথে যোগাযোগ করেছি। তাঁরা এই মূহুর্তে নিতে রাজি হননি।
.
তাই, অল্ড হোমের চিন্তাটা মাথায় এলো......মাসিক ভিত্তিতে যা খরচ লাগে আমি বহন করবো.....আগামী ১ মাসের মধ্যে ওল্ড হোমের ব্যবস্থা হলে খুব উপকার হতো।
কেউ কি একটু সাহায্য করবেন, প্লিজ?
২৩ শে মে, ২০২০ দুপুর ১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কেউ নিচ্ছে না তো। তাই, সাহায্য পোস্ট দিয়েছি, আপু।
এখন মনে হয়ে আমাকেই একটি অল্ড হোম খুলতে হবে।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৩ শে মে, ২০২০ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
এলাকার কোন নেতাকে ধরেন।
২৩ শে মে, ২০২০ দুপুর ১:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে। একদম শেষে অল্ড হোম না পেলে, তাঁদের সাথে যোগাযোগ করবো।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৩ শে মে, ২০২০ রাত ২:৪৯
রাজীব নুর বলেছেন: লোকটার মেয়ের সাথে যোগাযোগ করুন। মেয়ে বাপের দায়িত্ব নিবে।
২৩ শে মে, ২০২০ দুপুর ১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মেয়েটই নিতে রাজি থাকলে তিনি রাস্তায় কয়েক দিন পড়ে থাকলেন কি করে!
তবুও, আমি যোগাযোগ করার চেষ্টা করবো।
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৩ শে মে, ২০২০ রাত ২:৫৯
ভুয়া মফিজ বলেছেন: ওয়েবে ঘেটে এ'কয়টা পেলাম। এ ছাড়া আহসানিয়া মিশনে যোগাযোগ করতে পারেন। আর কোন এড্রেস পেলে জানাবো।
Subarta Care Giving Center
Chayabithi, House No. 15, Holy Lane, Shyamoli,
Dhaka -1207
Call: 02 911 5957
Email: [email protected]
Milton Home Care [Pvt.] Ltd.
62, 2 Kallyanpur Main Rd, Dhaka 1216, Bangladesh
Phone: +880 2-58050680
https://www.miltonhomecare.org
Oboshor: Senior Citizen Health Care & Hospitality Complex
Address: Kalighat Road, Sreemangal, Bangladesh
Phone: +880 1917-555755
Child And Old Age Care
Address: Road-8, house "-462 Block#D, Dhaka, Bangladesh
Phone: +880 2-58050680
HURKA VILLA
Phone: +880 1673-961004
২৩ শে মে, ২০২০ দুপুর ১:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
Subarta Care Giving Center-এর ফোন কাজ করছে না।
Milton Home Care [Pvt.] Ltd. আর Child And Old Age Care মনে হয় একই মালিকানাধীন। তারাও নিতে চাচ্ছে না।
Oboshor এখনো শুরু হয়নি।
HURKA VILLA কোন অল্ড হোম নয়!
তবুও, ধন্যবাদ নিরন্তর।
৫| ২৩ শে মে, ২০২০ ভোর ৪:১৫
সোহানাজোহা বলেছেন: প্রবীন নিবাস
১০- ই আগারগাঁও, শেরেবাংলা নগর (আইডিবি ভবন রোড) ঢাকা, বাংলাদেশ
ফোন: ০২ - ৯১২৯৮১৪, ০২ - ৯১৪১৪০৪
২৩ শে মে, ২০২০ দুপুর ১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রবীন নিবাসের দু'টি ফোনই আর চালু অবস্থায় নেই।
পরে নেট ঘেটে এই নাম্বার পেলাম- 01846-551948। কিন্তু, এই নাম্বারও বন্ধ!
তবুও, ধন্যবাদ নিরন্তর।
৬| ২৩ শে মে, ২০২০ ভোর ৪:২৩
নেওয়াজ আলি বলেছেন: করোনার কারণে ওল্ড হোম এখন নিবে না। অন্য চিন্তা করেন।
২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অন্য কি চিন্তা করা যায় তা-ই ভাবছি।
সব ঠিক থাকলে, আমি নিজেই একটি অল্ড হোম শুরু করছি।
অন্য কোন বুদ্ধি থাকলে আশা করি শেয়ার করবেন।
ধন্যবাদ নিরন্তর।
৭| ২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৪৩
মেহবুবা বলেছেন: গিভেন্সী গ্রুপের মুকুল সাহেবের গাজীপুরের হোতাপাড়াতে সম্ভবতঃ আছে একটা।
অনলাইনে আগে খোঁজ নিয়ে দেখতে পারেন।
২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের একজন ব্যবস্থাপকের সাথে গতকাল কথা বলেছিলাম।
তাঁরা এখন কোন এডমিট নিচ্ছেন না।
ধন্যবাদ নিরন্তর।
৮| ২৩ শে মে, ২০২০ রাত ৮:৩০
মেহবুবা বলেছেন: সেটা কি হোতা পাড়া ?
আগারগাও তে সরকারি আছে সেটার কি খবর কে জানে ?
২৩ শে মে, ২০২০ রাত ৮:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি গতকাল বিশিয়া-কুড়িবাড়ি, মনিপুর, হোতাপাড়া, গাজীপুরে যোগাযোগ করেছিলাম এই নাম্বারে- ০১৭১৪০৯৬৩২৫।
উনি বলেছেন যে, এখন এডমিট বন্ধ।
ধন্যবাদ নিরন্তর।
৯| ২৪ শে মে, ২০২০ রাত ১:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: অন্য কি চিন্তা করা যায় তা-ই ভাবছি। সব ঠিক থাকলে, আমি নিজেই একটি অল্ড হোম শুরু করছি।
এটাই সর্বোৎকৃষ্ট পন্হা । আর এটা বাস্তবায়ন করা আপনার পক্ষেই সম্ভব।
শুরু করুন। কায়িক পরিশ্রম আবশ্যক হলে জানাবেন। আপনার আশা পূর্ণ হোক
আর প্রবিণরা নিরাপদ আশ্রয় লাভ করুক।
২৪ শে মে, ২০২০ রাত ১১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে, নূর মোহাম্মদ নূরু ভাই।
সিনিয়র সিটিজেনস হোমের কার্যক্রম জুলাই থেকে শুরু হচ্ছে। আমরা ভাইরা মিলে শুরু করছি।
আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ রাত ১:৩৫
শায়মা বলেছেন: ওল্ড হোমের ঠিকানা তো জানা যাবে নেট থেকেই। ফোন নাম্বারও পাওয়া যাবে মনে হয় ভাইয়া।