নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্টঃ "আওয়ার ব্রেভ বিডিআর জোয়ানস হেভ টট ইন্ডিয়া এ স্টার্ণ লেসন\'\' - মোহাম্মদ নাসিম

১৪ ই জুন, ২০২০ দুপুর ১:২৭



২০০১ সালে বি,এস,এফ-এর আক্রমন ঠেকিয়ে তৎকালীন বি,ডি,আর যখন পাল্টা মার দেয়, তখন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এমন একটি কথাই বলেছিলেন প্রথম আলোকে। টেলিগ্রাফ ইন্ডিয়া এরকমই একটি খবর ছাপে সেই সময়।

ছবিতে পুলিশের হাতে মার খাওয়া মানুষগুলো ব্যক্তি হিসেবে কেমন? আমার ঠিক জানা নেই। তাঁরা কি অত্যাচারী না অত্যাচারিত? ছবি বলছে- তাঁরা এক সময় অত্যাচারিত ছিলেন। এই অত্যাচারিত মানুষদের পক্ষে কি কথা বলা উচিৎ? আমার মন বলছে- অবশ্যই উচিৎ যত দিন না তাঁরা নিজেরা অত্যাচারী হিসেবে পরিণত হয়েছেন। তাঁরা কি এখন অত্যাচারী? সময়ই তা বলে দিবে।

আমি নিজে পুলিশের লাঠির বাড়ি খেয়েছি। জানি, অত্যাচারিত হতে কতটা খারাপ লাগে। আর, সেজন্যেই, বয়স্ক কারো উপর অত্যাচার দেখলে এখনো বুকে বাধে।

আল্লাহ মরহুম মোহাম্মদ নাসিমের সকল গুনাহ মাফ করে দিন এই দোয়া করি।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩০

বিজন রয় বলেছেন: নেতাদেরও মাঝে মাঝে ভুল হয়, তারাও তো মানুষ।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদেরকে ভুলগুলো মাফ করে দিতে হবে। তাঁদের ভালো কাজগুলো সঠিক ভাবে তুলে ধরতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: দেশটাকে কারা ধ্বজভঙ্গ করেছে? কোথায় আজ মাউন্ট এলিজাবেথ্? বিশ্বাস করুন দুষ্টলোকদের মৃত্যুতে আমার কষ্ট হয় না।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

খারাপ-ভালো মিলিয়েই মানুষ।

মরহুম মোহাম্মদ নাসিমের কোন পাল্লাটা বেশি- খারাপ না ভালো?

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৫

রোকনুজ্জামান খান বলেছেন: এক বড় ভাই ভাষ্য এমন ছিলঃ মাথা ফুলা ডার মৃতু্্য তে আমরা আনন্দিত।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার বড় ভাইকে হয়তো ভুল বুঝানো হয়েছে।

৪| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: মৃত ব্যক্তি নিয়ে ট্রল করা রুচিহীন ও বিবেকহীন কাজ। মৃত ব্যক্তির আত্মা আল্লাহর দরবারে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা একমাত্র উনার।

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

রুচিহীন মানুষদের কথা বাদ দিন, প্লিজ। তারা যা করছে, সেটা তাদের বিবেকহীনতার পরিচয়।

মোহাম্মদ নাসিম নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন।।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যখন জানেনই না তারা কেমন, তাহলে একটু ফেসবুক, ইউটিউবে ঘুরে আসুন। জনগণের পাল্স বোঝার চেষ্টা করুন...

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তিনি দেশপ্রেমিক ছিলেন, এটাই অনেক কিছু।

ধন্যবাদ।

৬| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:০০

নিরীক্ষক৩২৭ বলেছেন: পর্দা কিনে দিছিল আপনাকে ?

১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পর্দার ভাগ উনি পেয়েছিলেন, আপনি কি শিওর?

৭| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মৃত ব্যাক্তির উপর রাগ,
ক্ষোভ রাখা ঠিক নয়।
তিনি সবার উর্ধ্বে চলে
গেছেন। তার রুহের
মাগফেরাত কামনা
করা সব মুমিনের
কর্তব্য।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এছাড়া মৃত ব্যক্তির ভালো কাজগুলো সামনে নিয়ে আসা উচিৎ।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩

chondrobhuk বলেছেন: দালালের বদ্ধমূল ভানধরা ভক্তি সহজে দূর হওয়ার নয়।

১৪ ই জুন, ২০২০ রাত ৮:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তুমি ২ বছরে একটিও পোস্ট দাওনি!!!!!!!

কোণ ব্লগারের 'লেজ' তুমি?

তোমার মতো অন্য ব্লগারের 'লেজ'-কে আমার পোস্টে জায়গা দেই না আমি। বুঝেছো?

৯| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪১

নিরীক্ষক৩২৭ বলেছেন: পর্দার ভাগ উনি পেয়েছিলেন, আপনি কি শিওর?
যদি ভাগ পেয়ে থাকেন তাহলে তিনি দুর্নীতি করছেন।
যদি ভাগ না পেয়ে থাকেন তাহলে তার অধীনস্থরা দুর্নীতি করেছে, তিনি জানতেন না। নিজের মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা যদি না জানেন তাহলে সে কেমন মন্ত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.