নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর দরবারে বিএনপি - আওয়ামী লিগের পরাজয়

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪



আকাশে অবস্থিত ইল্লিনে অদ্ভুত দুটি টিভি আছে। এগুলো দিয়ে ভবিষ্যত দেখা যায়। সেই টিভি পর্দায় আল্লাহর আদেশে কি ঘটতে যাচ্ছে তার কোন কোনটা মুহুর্তে্র মাঝে দেখতে পারেন আকাশবাসীরা। সেখানে আজ তুমুল উত্তেজনা। দুটি টিভিতে বাংলাদেশের রাজনীতিতে দূর্নীতিবাজ দলগুলো'র মাঝে তুমুল যে মারামারি চলবে, তা ইল্লিনের বাসিন্দারা আগে থেকেই দেখতে পাচ্ছিলেন।

'ইয়া পরওয়ারদেগার, পৃথিবীতে বাংলাদেশের দু'টি রাজনৈতিক দলের মাঝে ঝগড়া চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাজনৈতিক দল সমর্থনের নামে আজ ভাইয়ে-ভাইয়ে, বন্ধুতে-বন্ধুতে কুৎসা রটনা, খারাপ নামে ডাকা, এমনকি মারামারি পর্যন্ত শুরু হতে দেখা গেছে। আপনি এর একটা বিহিত করুন, আমরা আর পারছি না সহ্য করতে।'

এক নিমিষে কথাগুলো বললেন পৃথিবী থেকে বার্তা আনা-নেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতা। আল্লাহর দরবার থেকে কোন উত্তর এলো না। চারদিকে শুনশান নিরবতা। এবারে ফেরেশতাদের সর্দার উঠে দাঁড়ালেন। তিনি বললেন-

'ইয়া আল্লাহ, আপনি যখন মানুষ তৈরী করতে চেয়েছিলেন, আমরা আপত্তি করেছিলাম। এখন দেখুন, সৃষ্টি'র সেরা জীবের ব্যাপারে আমাদের সেই ধারণা সঠিক হচ্ছে কিনা।'

'তোমাদের ধারণা এখনো ভুল, হে জিব্রীল।' আল্লাহর আরশ থেকে ভেসে আসা শব্দগুলো চারদিক স্তব্ধ করে দিলো। 'মানুষদের মাঝে যারা ঝগড়া সৃষ্টি করছে, যাদের কারণে আজ আমার প্রিয় সৃষ্টিরা নিজেদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন ভুলে গিয়েছে, তাদেরকে বিরুদ্ধে এখনই ব্যবস্থা নাও। দেখবে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে।'

'সেটা কি রকম, ইয়া আল্লাহ! আপনি ঐ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দিতে বলছেন না তো!'

এবারে আরশ থেকে স্মিত হাসির শব্দ ভেসে এলো।

দূর আকাশ থেকে সিদরাতুল মুন্তাহাতে হঠাৎ উত্তেজিত জনতার শব্দ ভেসে আসছে। যেসব পূণ্যাত্মারা ইল্লিনে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর খেলা দেখছিলেন, তাঁদের মহা-উত্তেজিত কন্ঠ সিদারাতুল মুন্তাহা পর্যন্ত চলে এসেছে। কি ব্যাপার! খোঁজ নিয়ে জানা গেলো - বাংলাদেশের নির্বাচনে বিএনপি-আওয়ামী লিগ দুটো দলই হেরে গিয়েছে নতুন উঠে আসা একটি রাজনৈতিক দলের কাছে!

আল্লাহর কথা মাটিতে পড়তে না পড়তেই তা আদেশ হিসেবে লেখা হয়ে গিয়েছে! এই ঘটনার এক বছর পর, পৃথিবীর মানুষেরা দেখতে পেলো..........................

বিএনপি-আওয়ামী লিগের পরাজয়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
কবে আসবে সেই সুদিন :)

আওয়ামীলীগের মতো ধর্ষক যেমন মানুষ চায় না, তেমনি বিএনপির মতো নপুংষকও বাতিলযোগ্য!
চাই যোগ্য নীতিবান, বীর্যবান, সুস্থ, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিবেকবান, মানবতাবাদী, বাংলাদেশ প্রেমী বাংলাদেশী নেতৃত্ব
কবে আসবে সে সোনালী ঈগল . . . .?

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সেই সোনালী দিনে অপেক্ষায় আমিও যে!

প্লাস এবং কমেন্টে ধন্যবাদ নিরন্তর।

২| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৬

শেরজা তপন বলেছেন: এটা কি আপনার ভবিষ্যৎ বাণী, আল্লাহর বলে চালিয়ে দিচ্ছেন?

৩| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: এই দুই দল চোর আর ডাকাত জামাত রাজাকার । সব একই

৪| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:




আপনি কোন দলের সমর্থক?

৫| ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

অক্পটে বলেছেন: সেই নির্বাচনে কি মানুষ ভোট দিয়েছিল নাকি ফেরেস্তারা?

৬| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.