|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
 
 
উপরের ছবিতে বোরখা-পরা মেয়েদের ভীন্ন দৃষ্টিতে উপস্থাপন করা হয়েছে। এতে, বোরখা পরাকে অনুৎসাহিত করা হচ্ছে বলে মনে হয়। কয়েক বছর আগে, চীন সরকার জিনজিয়াং প্রদেশে চালু করা 'প্রজেক্ট বিউটি'-এর অংশ হিসেবে এই পোস্টার সবার দৃষ্টি কাড়ে। এরকম আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে, চীনের হান ও উইঘুর গোত্র একই সাথে নাচছে।  
 
চীনে যে সাম্প্রদায়িক অস্থিরতা চলমান, তেমন আরেকটি ছবি হচ্ছে এইটি- 
এখানে দেখানো হয়েছে কিভাবে উইঘুর মুসলমান নারীরা ইন্টেরনেটের মাধ্যমে নিষিদ্ধ বস্তু আনিয়ে পুরুষদের মাঝে প্রচার ও বিতরণ করছেন। চীনের ঐ অঞ্চলে বোরখা পরাটা একেবারেই সরকারের পছন্দ নয়, তা নিচের ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে। 
 
 এগুলোর পাশাপাশি চীনে মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পরানোর রীতি যে নিষিদ্ধ, তা নিচের পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে।  
  
এছাড়াও, চীনের জিনজিয়াং প্রদেশে এমনকি ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে যাওয়া অনুৎসাহিত করে তাদেরকে স্কুলে ভর্তি করার আহবান জানিয়ে নিচের পোস্টারটি ছাপা হয়েছিলো।  
 
এখানে উল্লেখ্য যে, জিনজিয়াং-এ এখনো মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসা সিস্টেমে পড়া-লেখা করানো হয়।
আর, এভাবেই জিনজিয়াংবাসীদের উপর মানসিক চাপ প্রয়োগের মাধ্যমে আরো জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে বলে মনে করা হয়।  
==
২য় প্রকাশ
=======
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০  ২৭ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
২৭ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
প্রস্তাব পেয়েছি। এখনো রাজি হইনি।
ধন্যবাদ।
২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৩৩
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ছবিতে লোকজনদের চীন দেশের বলে মনে হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৬
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন সমবায় চালু করেছেন?