|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ক'ধাপ এগিয়েছি মাহতাবের ছায়ায়
সিতারের পথ ধরে,
বুঝতে পারিনি আমার পানে
মাবুদ এগিয়েছেন ওরে!
দোয়া'র দোয়ার খুলবে যদি,
সাধনায় রও যবে-
আফতাবে যেতে মাহতাব হয়ে,
সিতারকে খুঁজো তবে। 
স্রষ্টায় সৃষ্টি মাথা নোয়াবে,
নির্বাকতার নীড়ে,
চারপাশে দেখো আলো ফুটবে,
নীরব রাত্রি চিরে।
সিতারে যারে সেবা করে,
আমি কে বা তাঁর কাছে!
লুকিয়ে আমি সব অন্তরে,
খুঁজে নেওয়ার কি আছে!
মৃত্যু মৃত্যু করিস না আর,
মৃত থেকেই জীবন-
এপার থেকে পেলে ছাড়া
ওপারেতে বাঁধন। 
এপার-ওপার করতে করতেই
সারা জনম সার-
মাঝের নদী পার হতে যে
ভীষন জাহাজ দরকার।
স্রষ্টা পানে সৃষ্টি হয়ে
যদিবা যেতে চাও,
মাহতাব আর সিতারের পথে
দিলটা পেতে দাও।
==========
আরবী নামের এক ব্লগারের লেখা কবিতা
=========================
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৩
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সিতাঁর আর মাহতাব ঠিক আভিধানিক অর্থে ব্যবহার করা হয়নি। 
তবে, অর্থ বুঝতে পারলে এর মানেও বুঝতে পারবে, আপু। একটু চেষ্টা করো।
না পারলে, আমি্রতো আছিই!!!!  
 
ধন্যবাদান্তে শুভেচ্ছা নিরন্তর।
২|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫০
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৪
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
অনেক ধন্যবাদ, ভাইটি!!!
শুভেচ্ছা নিরন্তর।
৩|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৬
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৬
শায়মা বলেছেন: পারবোনা এত চেষ্টা করতে আমি সেতার চিনি তিন তার।
আর সিতারা নামে একজনকে দেখেছিলাম , মনে হয় তারা হবে।
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০১
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আফতাব অর্থ সূর্য, মাহতাব হলো চাঁদ
সিতার যদি তারা হয়, তবে-
তোমার কিসের ভয়!!!!!!!! 
৪|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০১
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন: 
আউল বাউল, পরের ধানের শিন্নি চাউল।
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০৫
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
শিন্নি তবে গেলো কই?
খেলাম দধি, সাথে খৈ!
৫|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১২
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন: 
অন্যের কবিতা কেন, নিজে লিখে ফেলেন, সব বাংগালীই কবি!
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২১
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কবিতা লেখা খুব কঠিন ব্যাপার, বাপু!!!! 
আমার অনেক কষ্ট হয় লিখতে।
ধন্যবাদ নিরন্তর।
৬|  ২৯ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:২৫
২৯ শে অক্টোবর, ২০২০  দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইটি!!! শুভেচ্ছা নিরন্তর। 
ভাল থাকুন। সুস্থ থাকুন।
  ২৯ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩২
২৯ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনার প্রতিও অনেক দোয়া ও শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩৬
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৩৬
শায়মা বলেছেন: কবিতায় আধ্যাত্মিক ভাব আছে কিন্তু সিতার মাহতাব এসবের মানে কি ভাইয়া?