|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
সাধ কি জাগে, পাখীর মতো, ছুঁতে নীলাকাশ?
হিংসিত মনে, সেই সা্ধে, করছে সর্বনাশ।
মানুষে জানিয়ে, দুখের বার্তা, লাভ আছে কি কোন?
তারা কি আসে, তোমার কাছে, শুনতে সে কথা কখনো!
তাই এসো তবে, লড়ে যাই সবে, ফুলরে বাঁচাবো বলে,
মুক্তার মালা, খুলে দু'জানালা, সখী পড়াবে তা গলে।
দাও খুলে দাও, পাখা দু'খানা, যদিবা উড়তে চাও,
রাগ-হিংসা সবে, দূরে ফেলে দিয়ে তবে, মানুষের পাশে দাঁড়াও। 
============
আরবী নামের এক ব্লগারের লেখা কবিতা
=========================
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২৫
২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে, রাজীব ভাই। আপনার ভালো লাগা উনার কাছে পৌঁছে দিচ্ছি।
ভালো থাকুন নিরন্তর।
২|  ২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪৪
২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৪৪
এম ডি মুসা বলেছেন: ভাই কথাগুলো বাস্তব হলেও সবকিছুকে কবিতা বলা ঠিক না। কবিতা কি কি সস্তা কিছু হয়ে গেল কোন গুরুত্বপূর্ণ কথা কে ছোট করে সাজিয়ে লেখা কবিতা হয় যাই হোক। আপনি যত কবিতা বলছে না আমিও কবিতা বললাম।
  ০১ লা নভেম্বর, ২০২০  বিকাল ৪:০৫
০১ লা নভেম্বর, ২০২০  বিকাল ৪:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কবিতার ডেফিনেশন কি?
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০৯
২৯ শে অক্টোবর, ২০২০  রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ভাষা সুন্দর।
আবেগ আছে।