|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
 
 
বাংলাদেশের মানুষ যত্র-তত্র ময়লা ফেলে। সরকারী অফিসগুলোতে ঘুষের দাবী নিয়ে কর্মকর্তারা ছড়ি ঘুরাচ্ছেন। রাস্তা-ঘাটে মানুষ জেব্রা-ক্রসিং আর ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা পেরুচ্ছেন। রেল-লাইনের পাশের বস্তিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে লক্ষ লক্ষ শিশু বড় হচ্ছে। লেগুনাগুলোতে অপ্রাপ্তবয়স্ক ছেলেরা হেন্ডলম্যান হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রামে-গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু জন্ম দিতে গিয়ে মায়েদের এখনো মৃত্যুর সম্মুখীন হতে হয়। রাস্তায় রাস্তায় ঘুরা হিজড়াদের বেকার সমস্যা নিরসন হচ্ছে না। 
এই যখন অবস্থা, বাংলাদেশে ইসলামী শাসনের দাবী তোলা ইসলামী রাজনৈতিক দলগুলো তখন কি করছে? ইসলামী শাসন এলে উপরের সমস্যাগুলো'র যে সমাধান হবে, সেই নিশ্চয়তা জনগণকে দিতে এবং বিশ্বাস করাতে হলে, ইসলামী দলগুলোর যেসব নেতা-কর্মী দেশের শাসন ভার হাতে নিতে চাচ্ছেন, তাঁদেরকে অবশ্যই যোগ্য হতে হবে, জনগণের আরো কাছে আসতে হবে, সমাজের সমস্যাগুলোর সাময়িক সমাধানে এগিয়ে যেতে হবে। 
রাসূলুল্লাহ (সাঃ) মক্কায় নিজেকে সমাজের প্রধান ব্যক্তি হিসেবে মেনে নেওয়ার আহবান করার আগে সামাজিক কর্মকান্ডে নিজে নিয়োজিত হয়েছিলেন। সমাজের তরুণদের সামাজিক কর্মকান্ডে জড়িত করেছিলেন। সমাজের বিবাদে জড়িয়ে পড়া গোষ্ঠীগুলোর মাঝে শান্তি নিয়ে আসার চেষ্টায় নিয়োজিত ছিলেন।  
এখনকার ইসলামী দলগুলো মিছিল-মিটিং করা ছাড়া কি ধরণের সামাজিক কর্মকান্ডে জড়িত হয়েছেন সে ব্যাপারে জনগণ খুব একটা ওয়াকিবহাল নন। তাঁরা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সত্যিই বাংলাদেশের আপামর জনগণের মুখে হাঁসি ফোটানোর মত যোগ্যতা এই দলগুলো'র কর্মীদের আছে তা বাংলাদেশের জনগণ এখনো বিশ্বাস করেন না।
সেই বিশ্বাস জন্মানোর দায়িত্ব ভার ইসলামীদলগুলোরই। সেটা যদি তাঁরা করতে পারেন, তবেই, বাংলাদেশের মানুষের ভোট পাওয়ার যোগ্যতা তাঁরা রাখেন সেটা প্রমাণিত হবে।
 ২৭ টি
    	২৭ টি    	 +১/-০
    	+১/-০  ২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৩৭
২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি যাদের কথা বলছেন তাঁদের সাথে আপনার সখ্য হয়তো বেশি। তাই, তাঁরা কেন রক্ত দিচ্ছে তা আপনি জানেন।
আমি কোন ইয়েমেনী বা সিরিয়ীকে চিনি না। তাই, তাঁদের সম্পর্কে খুব একটা জানি না।
তবে, বাংলাদেশের ইসলামী দলগুলোর মানুষদের চিনি। তাই এই কথাগুলো লিখেছি।
বাংলাদেশের ইসলামী দলগুলোকে মানসিক, শারীরিক আর সম্পদের দিক থেকে আরো ত্যাগ স্বীকার করে দেশের সাধারণ মানুষের কাছাকাছি আসতে হবে।
ধন্যবাদ।
২|  ২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৪৩
২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, "বাংলাদেশের ইসলামী দলগুলোকে মানসিক, শারীরিক আর সম্পদের দিক থেকে আরো ত্যাগ স্বীকার করে দেশের সাধারণ মানুষের কাছাকাছি আসতে হবে। "
-এখন তাঁরা আল্লাহ ও রসুলের কাছাকাছি আছেন; উনারা আকাশ থেকে মাটিতে নামতে পারবেন?
  ২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৫
২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
একটু ভুল বললেন। রাসূল (সাঃ )-এই পৃথিবীতেই আছেন। 
যাহোক, এসব অনেক গভীর জ্ঞানের বিষয়। এখানে আলোচনায় সমাধান হবার নয়। 
তবে, বাংলাদেশের বেশির ভাগ ইসলামী দল এখন কোন জায়গায় আছেন তা নিয়ে বিভ্রান্ত হবেন না দয়া করে। তাঁরা যে জনগণের কাছাকাছি নেই তা সময়ই বলে দিয়েছে।
বরং, তাঁদেরকে জনগণের আরো কাছাকাছি নিয়ে আসতে কি কি করতে হবে তা নিয়ে আমাদের ভাবিত হতে হবে। কারণ, তাঁরাও এই দেশের মানুষ। আর, সংখ্যার দিক দিয়েও তাঁরা বেশ বড়। তাই, তাঁদেরকে দূরে না ঠেলে সহায়তা করুন।
দেখবেন, দেশটা ভালোর পথে যাচ্ছে।
ধন্যবাদ।
৩|  ২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১১:৫৪
২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: দেশে শান্তির জন্য, দেশের ভালোর জন্য ইসলামী দল গুলো কে নিষিদ্ধ করে দিতে হবে।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১২:০৩
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১২:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
নিষিদ্ধ সব জিনিসেই মানুষের আগ্রহ বেশি। তাই, আদম (আঃ) গন্ধম ফল খেতে প্ররোচিত হয়েছিলেন। 
বুঝলে তেজ পাতা...
না বুঝলে...
ধন্যবাদ নিরন্তর।
৪|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১২:২৮
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন: 
ইসলাম জানতো না যে, বিশ্বে প্রজাতন্ত্র আসবে; সেইজন্য ইসলামী দলগুলো প্রজাতন্ত্র বুঝে না। আপনি বুঝেন তো?
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৪
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
দেখুন, মানবতন্ত্রের উপর কোন কিছু নেই। 
রাজা-প্রজা, উজির-নাজির অনেক পুরোনো ব্যাপার। এগুলো আমার পছন্দ নয়। আপনার পছন্দ?
ধন্যবাদ।
৫|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ২:৪৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: আপনি তাহলে চান ইসলামি দল দেশেরষক্ষমতায় আসুক
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ইসলামের সব আইন প্রয়োগ করবে এমন একটি দল কি আসা উচিৎ নয়?
ধন্যবাদ নিরন্তর।
৬|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  ভোর ৫:১১
২৩ শে ডিসেম্বর, ২০২০  ভোর ৫:১১
কবিতা ক্থ্য বলেছেন: শাইয়্যান ভাই,
আমার মনে হয়- আপনি আউট লাইন করার চেস্টা করছেন ইসলামিক দলগুলোর সীমাবদ্ধতা এবং তাদের করনীয় বিষয় গুলো- (বর্তমান রাজনৈতিক অবস্হার প্রেক্ষিতে) যা অত্যন্ত সুন্দর আলোচনা। কিন্তু সাথে সাথে এও বুঝতে হবে- আসলেই তারা কতটুকু প্রস্তুত। আসলেই তাদের দ্বারা জাতির বিন্দু পরিমান ভালো হবে কিনা, নাকি আমাদের আরো পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে।
আপনি আমার চাইতে অনেক অভিজ্ঞ, আপনার লিখার জন্য ধন্যবাদ।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৯
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
আমি মনে করি, ইসলামী দলগুলো এখনো জনগণের পুরোপুরি কাছে যেতে পারেননি। জনমত তাই এখনো ইসলামী শাসন কি তা বুঝে উঠতে পারেনি।
শুভেচ্ছা নিরন্তর।
৭|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  ভোর ৫:৫১
২৩ শে ডিসেম্বর, ২০২০  ভোর ৫:৫১
কলাবাগান১ বলেছেন: এক পোস্টে দেখলাম আপনি লিখেছেন আপনার কোন বন্ধু বিয়ে করে ঠকেছেন কেননা মেয়ের পায়ে ফোড়া!!!!!!
আপনি কি বিয়ে কে মনে করেন লাভ বা লস করার কোন ব্যবসা??? এটা কি ব্যবসা??? তো আপনি কি বিয়ে করে জিতেছেন?
ধিক আপনার মানসিকতাকে....
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:২২
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আরেররররররর!!!!!! রাগ করচেন কেন, বাপু!!!!!!!!!!
আমার কথাটা বুঝার চেষ্টা করুন। একটা ছেলের এইডস আছে, সে কথাটা কি আগে থেকে একটা মেয়েকে বিয়ের আগে জানানো উচিৎ নয় বলে মনে করেন কি? একটা মেয়ের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য নয় কি
ধন্যবাদ।
৮|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৫৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ইবনুল আরাবী (রহ.) ইতিহাস প্রসিদ্ধ মানুষ। তার কথায় সহমত।
পোস্ট শেয়ারে ধন্যবাদ। বর্তমান বাস্তবতা তাই বলে।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৩২
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সহমতের জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৯|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:০৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:০৫
ফটিকলাল বলেছেন: আমার কথাটা বুঝার চেষ্টা করুন। একটা ছেলের এইডস আছে, সে কথাটা কি আগে থেকে একটা মেয়েকে বিয়ের আগে জানানো উচিৎ নয় বলে মনে করেন কি? একটা মেয়ের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য নয় কি 
আপনার দৃষ্টিতে এইডস আর পায়ের ফোড়া একই? ধরা পড়ে গেলে মানুষ বুঝি এমনই যুক্তি খোজে? হাস্যকর। আর যেসব দল পায়ুকাম, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে না, যারা ওয়াজের কামাই থেকে ট্যাক্স দিতে গড়িমসি আন্দোলনের ভয় দেখায়, ভিক্ষা সদকার টাকা খেয়ে সেই জনগনের জীবন অতিষ্ঠ করে। শুনেছি চরমোনাই পীরের ছেলে এমএলএম করতে গিয়ে পুলিশ কেসও খেয়েছে। এরা চালাবে দেশ?
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৩৯
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি তো মহা বদমায়েশ ধরণের লোক!!! খুঁচিয়ে খুঁচিয়ে মেয়েটির রোগগুলো বের করতে চাচ্ছেন!!!!!!
তাহলে শুনুন, ঐ মেয়েটির সংক্রামক এক ধরণের দগদ্গে ঘা ছিলো পুরো পা জুরে। বিয়ে বিচ্ছেদের পরেও আমার বন্ধুটিকে এজন্যে সাফার করতে হচ্ছে।
এবার পোস্টের প্রসঙ্গে কথা বলছি, চরমোনাই পীরের কথা যখন বলছেনই, তাঁর ছেলের পুলিশে ধরা পড়ার কোণ খবরের প্রমাণ দিতে পারবেন কি?
আর, যদি উনি ধরা পড়েও থাকেন, এই পোস্টের সাথে আপনার বক্তব্য কতটা প্রাসঙ্গিক? 
১০|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:৫৭
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:৫৭
পদ্মপুকুর বলেছেন: একেক দেশের রাজনৈতিক সংস্কৃতি একেকরকম। ২০০ বছরের বৃটিশ উপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এ উপমহাদেশের রাজনৈতিক চরিত্র রাজপথে আন্দোলনমূখী হয়ে গিয়েছে। এ দেশের ধর্মভিত্তিক দলগুলোসহ কোনো দলই তার বাইরে যেতে পারেনি।
একটা নতুন সংস্কৃতি তৈরীর জন্য যে রকম প্রজ্ঞাবান, শক্তিশালী ব্যক্তিত্ব দরকার, সেরকম কেউ আসলেই এই চরিত্র আমুল বদলাবে। তার বাইরে ক্ষীণ আকারে সোশ্যাল অ্যাক্টিভিজম হচ্ছে। ব্লু ব্যান্ড কল বা শান্তির জন্য নীলিমা'কে এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৪৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আন্দোলনমুখী হতে বাধা নেই। এটা বাংলাদেশের রাজনীতি'র একটা অংশ।
কিন্তু, সেটার পাশাপাশি দরকার গণমুখী সামাজিক কর্মের পরিকল্পনা।
শুধু মাদ্রাসায় এতিমদের পালন করলে সামাজিক দায়বদ্ধতা দূর হয় না। আরো অনেক কিছু করতে হবে যা সময়ের দাবী। 
গঠনমূলক মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।
১১|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:১২
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:১২
রানার ব্লগ বলেছেন: আপনি বলতে চাচ্ছেন হেফাজতের চরমনাই এর জামাতের শর্শিনার এবং অন্যান্য যেই সব ইসলামী দল দাবি কারি সংঠোন আছে সেই সব দলের অর্ধ উন্মাদ মহামুর্খ খুনী সন্ত্রাসী টাইপ লোক গুলা বাংলাদেশের রাস্ট্রভার নেয়ার জন্য যোগ্যতা দেখাতে হবে। আপনি তো ভাই ভয়ানোক কথা বলছেন, আপনারা ধনী মানুষ, সমস্যা হলে দেশ ত্যাগ করবেন, কিন্তু দয়া করে আমাদের মত দরিদ্র মানুষের কথা একবার ভাবুন, আমরা কথায় যাবো, এই সব সন্ত্রাসী খুনী নেকড়েরা যদি ছাগলের বেশে দেশ শাসনে আসে , আপনি যেই সব কথা প্রথম প্যারায় বললেন তার সাথে আরো কিছু যোগ করতে হবে যে গুলা ভয়াবহ আকারে বাড়বে, কমবে না । দয়া করে এই সকল ভয়াবহ চিন্তা থেকে দূরে থাকুন। এটা দেশ ও দশের মঙ্গল।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫২
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
দেখুন, খুন-খারাবী আমাদের রাজনীতি'র অংশ যা আমি বিশ্ববিদ্যালয়ে থাকতেও দেখে এসেছি।
তাই, বলছি, খুব-খারাবী'র রাজনীতি থেকে আমাদের সকল রাজনৈতিক দলকে দূরে থাকতে হবে, ইসলামী দলগুলোকে তো বটেই।
তবে, আদর্শ প্রতিষ্ঠান জন্যে নিজের রক্ত দেওয়াটা কখনো বৃথা যায়নি, সেই দেশটি আমেরিকা হোক কি দক্ষিন আফ্রিক অথবা আরবের কোন দেশ। 
ধন্যবাদ।
১২|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:৩১
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:৩১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই ইসলামের নাম নিলেই বা কিছুর সাথে ইসলামকে জড়িত দেখলেই আমাদের সমাজে অনেকের মেনে নিতে কষ্ট হয়।অথচ আপনার লেখাটা গঠন মুলক এবং ইসলাম কিংবা ইসলাম মনা দলকে অস্বীকার করার উপায় নেই কারন আমাদের দেশ মুসলিম প্রধান দেশ।আর তাদের সহ সবাইকে সামজিক সমস্যার মোকাবিলায় অংশগ্রহন দেশের জন্য কল্যান ও মংগলজনক। অথচ তাতেও অনেকেরই আপওি।
আর যে কোন  দেশের নীতি-নৈতিকতা পূর্ণ মানুষই ভাল মানুষ হিসেবে বিবেচিত হয়।আর ধর্ম মানুষকে নীতি-নৈতিকতাই শিক্ষা দেয়।এটা বেশীরভাগ মানুষই ভুলে যায়।
  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ইসলামী দলগুলোকে নিজের আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দেওয়ার আগে সমাজে নিজেদের একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করাটা জরুরী।
আর ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে সামাজিক কর্মকান্ডের উপর জোর দিতে হবে, তাতে কোন সন্দেহ নেই।
প্লাস ও মন্তব্যে ধন্যবাদ নিরন্তর।
১৩|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:৩৭
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:৩৭
ফটিকলাল বলেছেন: বাহ! কি সুন্দর ব্যাক্তি আক্রমণ!
আপনার মুখের ভাষা শুনে বুঝলাম আপনার বাবা মা আপনাকে কি ভাষা শিখিয়ে মানুষ করেছেন। মানুষের মন যে কত কাদাকার হয় তার পেছনে তার মা বাবার অবদান থাকে।
আপনার ব্যাক্তিআক্রমনমূলক শব্দগুলো সে দিকটাই দেখালো।
আপনার মা বাবা ও মনে হয় সেরকম পরিবারে শিক্ষা পেয়ে বড় হয়েছেন। আসলে সবখানেই নিম্নরুচির মানুষগুলো কিলবিল করছে জোঁকের মতো এই সমাজে।
ছুপা ধর্ষক জঙ্গি এদের থেকেই আমরা খুঁজে পাই
আপনার সুস্থতা কামনা করছি
১৪|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৩২
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিষিদ্ধ সব জিনিসেই মানুষের আগ্রহ বেশি। তাই, আদম (আঃ) গন্ধম ফল খেতে প্ররোচিত হয়েছিলেন।
বুঝলে তেজ পাতা...
না বুঝলে... ধন্যবাদ নিরন্তর। 
ওকে। ভালো থাকুন।
১৫|  ২৫ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫৬
২৫ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫৬
ফটিকলাল বলেছেন: চরমোনাইয়ের পীরের ছেলে রেদওয়ান মানুষের টাকা মেরে গ্রেফতার অনেক পত্রিকাতেও এসেছিলো। তার প্রতারনার শিকার বেশ কিছু মুরীদ আমাদের গ্রামের। ইসলামী আন্দোলনের নামে এসব জানোয়ার গুলো যখন ইসলামিক দল জোট গঠন করে বড় বড় কথা বলে তখন স্পষ্টত এরা ধর্ম ব্যাবসায়ী এবং তাসত্বেও এসব চোরের সাথে হাত মিলিয়েছে হেফাজত 
আর এই তথাকথিত ইসলামিক দলের হাতে দেশ তুলে দিতে চান? পায়ুকামী ট্যাক্সচোর জঙ্গি-শিশুধর্ষকরা দেশটাকে একটা ভাগাড় বানিয়ে ছাড়বে।
আপনার মতো মানুষরাই ইনিয়ে বিনিয়ে তাদের সমর্থন করবে এটাই তো স্বাভাবিক
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:২১
২২ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
তা'হলে ইয়েমেনীরা ও সিরিয়ানরা ইতিহাস বদলাচ্ছে? আমাদের ইতিহাস বদলানোর দায়িত্বটা আপনি নেন।
ইবনুল আরাবী (র: ) কি শিক্ষিত ছিলেন?