নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বন্ধু\'র প্রতি ভালোবাসার জন্যেই আল্লাহ মানুষের চেয়ে উচ্চ শ্রেণী\'র প্রাণী সৃষ্টি করবেন না

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪



'সর্বশ্রেষ্ঠ'..... শব্দটি কতই না অনুপম! এই শব্দটির চেয়ে উপরের মাত্রার কোন শব্দ অভিধানে আছে কি?...না তো! তা তো খুঁজে পাওয়া যায় না!

মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলেছেন। তাহলে, এই শ্রেষ্ঠত্বের বাইরে কোন কিছু আল্লাহর পক্ষে তৈরী করা সম্ভব কি? অবশ্যই সম্ভব!... কিন্তু, তা করতে গেলে ধর্মীয় অভিধানে নতুন একটা শব্দ যোগ করতে হবে।... আল্লাহকে আরেকটি কিতাবসহ রাসূল পাঠাতে হবে....কিন্তু, সেই পথ তো বন্ধ.... আল্লাহ কখনোই আর কোন নবী পাঠাবেন না।

তাহলে, মানুষের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন জীব কি আল্লাহ তৈরী করতে চান না?

অনেকেই দাবী করেন যে, এই বিশাল মহাবিশ্বের কোন না কোন প্রান্তে প্রাণের বিকাশ ঘটেছে। সেইসব প্রাণের কোন না কোনটা মানুষের চেয়ে বুদ্ধিমান। কিন্তু, এই চিন্তা এখনো প্রমাণিত হয়নি।

আল্লাহ'র গুনগুলোর একটি হচ্ছে 'সৃষ্টি' ক্ষমতা। মহাবিশ্বের আর কোন প্রান্তে আল্লাহ যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমত্তার বিকাশ করে থাকেন, অথবা, আল্লাহ'র যদি তাঁর 'সৃষ্টি' ক্ষমতা ব্যবহার করে মানুষের চেয়ে বুদ্ধিমান কোন প্রাণীকে ভবিষ্যতে সৃষ্টি না করার ইচ্ছে থাকে, তাহলে, সেটা কেন? আল্লাহ নিজের এই 'সৃষ্টি' ক্ষমতাকে কেন সীমাবদ্ধতার গন্ডিতে আবদ্ধ করলেন?.....

ইসলাম মতে, সকল প্রাণের সেরা হচ্ছে মানুষ। আর, পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন, ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল--- হযরত মুহম্মদ মুস্তফা (সা: )। যদি মানুষের চেয়ে বুদ্ধিমানের কেউ আসে, তাহলে, মহানবী (সাঃ )-এর চেয়ে উপরে তাদের অবস্থান হবে। ফেরেশতারা আল্লাহর প্রথম সৃষ্ট মানব হযরত আদম (আঃ )-কে সেজদা করেছিলেন। এখন, যদি মানুষের উপরে কোন প্রাণ সৃষ্টি হয়, তাহলে, ফেরেশতাদের আনুগত্য প্রদর্শন করে সেই 'সৃষ্টি'-দের আবারো সেজদা করতে হবে। সর্বোপরি, আল্লাহকে আবারো 'লিখতে' হবে। কিন্তু, আল্লাহ তো বলেছেন যে, 'কাগজ শুকিয়ে গেছে এবং কলম উঠিয়ে নেওয়া হয়েছে।' অর্থাৎ, আর কিছু লেখা হবে না।

আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেই, যে কোন কিছু হয়ে যায়। অর্থাৎ, তাঁর ইচ্ছা প্রকাশ হলেই কেবল কোন কিছু হয়। আল্লাহর ইচ্ছা প্রকাশ হলেই কেবল নতুন প্রাণের জন্ম হতে পারে।

কিন্তু, আল্লাহ কি সেই ইচ্ছা প্রকাশ করবেন না? মানুষের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন জীব কি আল্লাহ তৈরী করতে চান না?!!!...

এর একটাই উত্তর, আল্লাহ তাঁর হাবীব বা বন্ধু মহানবী (সাঃ )-এর উপরে কেউ স্থান পাক, সেটা আল্লাহ চান না....

কি অদ্বিতীয় এই বন্ধুত্ব!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



সামু থেকেই ইহুদীদের নতুন নবী জন্ম নেবেন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি কি দাজ্জালে বিশ্বাস করেন?

২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি হিব্রু বলতে পারেন?

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি নিশ্চয় সোহায়েলী বলতে পারেন না!

ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "আপনি কি দাজ্জালে বিশ্বাস করেন? "

-এগুলো আরবদের রূপকথা

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: কোন কিছু সৃস্টির জন্য আল্লাহর শুধু একটি বাক্য ই যথেষ্ট। কুন মানে হয়ে যাও।আর তাহলে তা হয়ে যায় বা যাবে,এতে কোন সন্দেহ নাই। আল্লাহর মানুষ থেকে উচ্চতর মযা' দার আর কোন জীবন তৈরীর সম্ভাবনা নেই,কোরানের আলোকে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ শ্রেষ্ঠ হয়েছে নিজেদের পরিশ্রম ও চেষ্টায়।কেউ তাকে শ্রেষ্ঠ বানিয়ে পাঠায় নাই।চোখের সামনে দেখুন না,যে জাতি পরিশ্রমী তাঁরাই শ্রেষ্ঠ,অলসরা পেছনে পড়ে আছে।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরানে আছে,আবু লাহাব ধংস হউক,এটা কার ইচ্ছা ?

৭| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: নতুন বছর কাটুক নিরাপদে ও সুস্থতায়।

৮| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: মানুষ যেহেতু এই সব নিয়ে ভাবে তাই মানুষের চেয়ে স্রস্ট কেউ হতে পারে সেটা মানুষ ভাববে না।

আর মারফিতি প‌্যাচ তো আরো জটিল একটা বিষয়।

যেটা সর্প হইয়া দংশন করে ওঝা হয়ে ঝাড়ো... এমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.