নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমরা যখন অনলাইন থেকে কোন জিনিস কিনতে চাই, তখন সেই প্রোডাক্টটি সম্পর্কে কোথায় খোঁজ নেই, বলুন তো? গুগলে তা-ই না? এখন, গুগলে সার্চ দিয়ে প্রথম পাতা বা দ্বিতীয় পাতা ছাড়া খুব কমই আমরা তৃতীয় বা এরপরের পাতাগুলোতে থাকা ওয়েবসাইটগুলো থেকে তথ্য নিয়ে থাকি। এখন যদি, প্রশ্ন করি, কি করে গুগলের প্রথম পাতাতে ওয়েবসাইটগুলো আসে? আর, আমাজনের মতো ই-কমার্স ওয়েবসাইট থেকে আমরা পণ্য কিনলেও, কেন এই ওয়েবসাইটের লিংক গুগলের প্রথম পাতাতে আসে না?
প্রশ্নগুলো একটু জটিল। তবে, নেট ঘাটলে এর অনেক উত্তর পাওয়া যায়। যার একটি হচ্ছে- আমাজন ক্ষুদ্র ব্যবসায়ীদের দিয়ে মার্কেটিং করায়। এর ফলে তাদের মার্কেটিং খাতে অনেক কম খরচ হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ওয়েবসাইটে আমাজনের কোন পণ্যের লিংক আর রিভিউ দেয়। সেগুলো থেকে রিভিউ পড়ে পণ্যটি ভালো কি মন্দ তা আমরা বুঝে নিই। এরপরে, সেই ওয়েবসাইটে দেওয়া পণ্যের লিংকে ক্লিক করে আমাজনের ওয়েবসাইট থেকে আমরা পণ্যের অর্ডার করি।
এখন প্রশ্ন হচ্ছে, আমাজনে থাকা পণ্যের বিজ্ঞাপন করলে ঐ ক্ষুদ্র ব্যবসায়ীদের কি লাভ হয়? আসলে, ঐ বিজ্ঞাপন করে সেই ওয়েবসাইটে দেওয়া পণ্যের লিংকে ধরে আপনি যদি একটি পণ্য কিনে ফেলতে পারেন, তাহলে, আমাজন সেই ওয়েবসাইটের মালিককে বিক্রির উপর একটি পারসেন্টেজ দেয়। এটাই লাভ।
এরকম একটি ওয়েবসাইট দাঁড় করাতে সাধারণত ২-৩ মাস লাগে। এরপর থেকেই এই ওয়েবসাইটে আয় আসা শুরু করে। এমনকি, এরকম একটি লাভজনক ওয়েবসাইট আপনি ২ বছর পরে বিক্রিও করে দিতে পারেন। আমার পরিচিত একজন কয়েক দিন আগে ২ বছর বয়সী ওয়েবসাইট বিক্রি করেন ৩ লক্ষ টাকায় যা বানাতে ব্যয় হয়েছিলো মাত্র ৮৫ হাজার টাকা!
আপনি কি এরকম একটি ওয়েবসাইট বানাতে চান? অথবা, কিভাবে বানাতে হয় সেটার উপর ট্রেনিং নিতে আগ্রহী? তাহলে, আমার সাথে যোগাযোগ করতে পারেন।
শাইয়্যান
[email protected]
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আছে, অনেকগুলো ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ নিরন্তর।
২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজে বানায়েছেন, নাকি আপনার লোকজন আছে?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কোন সাইটের কথা বলছেন? আমি কিছু বানিয়েছি, কিছু আমার লোক বানিয়েছেন।
আবারো ধন্যবাদ নিরন্তর।
৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার সাইটের লিংক দেন, আপনার সাইটগুলো কি ধরণের টেকনোলোজী ব্যবহার করেছে?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লিংক দেওয়া উচিৎ হবে কি না বুঝছি না। আমাদের অনেক ওয়েবসাইটের মধ্যে এটি একটি-
https://bestcitybikes.com
ধন্যবাদ নিরন্তর।
৪| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
সাইট থেকে আপানর আয় আছে?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার ইনভেস্ট আছে। আমি ট্রেইনিং পার্ট-টা দেখি।
ধন্যবাদ নিরন্তর।
৫| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
যেটার লিংক দিয়েছেছেন, ইহা ক্সকি ওয়ার্ড-প্রেসের তৈরি, নাকি অন্য কোন টেকনোলোজী?
১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটি ওয়ার্ডপ্রেসে করা। পেইড থিম।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৫
রাকু হাসান বলেছেন:
আপনার কি আইটি ফার্ম আছে? দরকােরে নক দিতে পারি ? লিংক দরে ওয়েব সাইট দেখলাম । মেনুতে মাউস হোবার ইফেক্টের জায়গা অনেক নেয় । যা উপরে মেনুর চেয়ে বেশ বড় । হয়ত কম থাকলে ভাল হত।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এরকম অনেক সমস্যা রয়েছে সাইটটিতে। তাই, দামও কম উঠেছে।
তবে, ইনভেস্টও বেশি না।
আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
ধন্যবাদ নিরন্তর।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: করুন ব্যবসা করুন। ব্যবসা করা ভালো। আমাদের নবিজীও ব্যবসা করতেন।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ রাজীব নুর,নবীজি নিজের জন্য ব্যবসা কবে করেছেন জানা থাকলে লিংক দিন।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০১
কবিতা ক্থ্য বলেছেন: @নুরুলইসলাম০৬০৪
ভাই, ব্যবসা কেমন হওয়া উচিত বলে মনে করেন?
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ওয়েভ-পেইজ আছে?