নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বসনিয়াতে বাংলাদেশের উদ্বাস্তুরা ভালো অবস্থায় নেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৬



ইউরোপ জুড়ে তুষার পড়ছে। এই সময়ে বসনিয়া'র সীমান্তে আটকে পড়া বাংলাদেশীরা কেমন আছেন? ভালো অবস্থায় থাকার কথা না। বাংলাদেশে এম,এস,এফ-এর সাবেক মিশন প্রধান ফ্রিডো হেনরিক্সের লিংকডইনের ওয়াল থেকে নেওয়া ছবি দেখে বুঝতে পারা যায়, দেশ-ছাড়া সেই ব্যক্তিরা ভালো অবস্থায় নেই, যদিও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

আমি সেখানে কিছু সাহায্য পাঠাবো বলে ঠিক করেছি। হযরত ইবরাহিম (আঃ )-ক্বে যখন আগুনে ফেলে দেওয়া হয়, তাতে একটি ব্যাঙ মুখ ভরে পানি ছিটিয়ে দিয়েছিলো। তাঁর ছিটানো পানি সেই আগুন নিভিয়ে দিতে পারেনি ঠিকই, কিন্তু, যতটুকু করা তাঁর সাধ্যের মধ্যে ছিলো, সে তা করেছিলো। আমাদের পাঠানো সাহায্যও আশা করি সেই রকমই হবে।

সবাই ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



হযরত ইব্রাহিমকে পোড়ানোর সময়, যেই ব্যাংটি পানি ছড়ালো, উহা পানি কোথায় পেলো? উনি যেখানে বাস করতেন, ওখানে মরুভুমি ছিলো; উনাকে কি পুকুর, কিংবা লেইকের পাশে আগুনে পোড়ানো হচ্ছিল?

আমরা আপনাকে ব্যাং ডাকবো?

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভালো প্রশ্ন। এই লেখাটি পড়লে জানতে পারবেন যে মরুভূমিতেও ব্যাং থাকতে পারে।
http://museum.wa.gov.au/explore/articles/meet-frogs-live-desert

আপনার অভিমত আশা করি জানাবেন।

ধন্যবাদ নিরন্তর।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এই লেখাতে আরো স্পষ্ট প্রমাণ আছে- Click This Link

ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: পোষ্ট টা ভালৈ ছিলো। হযরত ইবরাহিমের কথা বলে পোষ্ট দুর্বল হয়ে গেছে।

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করবো।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশ সরকার তাদের বলেছিল, তারাযদি চলে আসতে চায় সরকার তাদের নিয়ে আসবে।তাদের বক্তব্য তারা মরে যাবে তবু ফেরত আসবেনা।বীরের মতো সিধান্ত আর বীর একবারই মরে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এতো টাকা খরচ করে বাইরে গিয়ে তাঁরা হয়তো ভুল করেননি। দেশ-বিদেশ ঘুরে অনেক অভিজ্ঞতা লাভ করছেন তাঁরা।

ধন্যবাদ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০৪

জগতারন বলেছেন:
এই সমস্ত বাংলাদেশিরা দেশে কোন সুযোগ করতে চেষ্টা করেছিল কি না তা জানা যায় না।
ঐ সমস্ত বাংলাদেশীরা সেখানে গিয়েছিল নিজের, পারিবারিক সুযোগ সন্ধানে,
পরোক্ষভাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের জন্যই। সামগ্রিকভাবে চিন্তা করলে
তাদের প্রতি আমরা বাংলাদেশি'রা সহায়নুভুতিশীল হওয়ার প্রয়োজন বলে আমি
মনে করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

জী। আমারও তা-ই মনে হয়। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

প্লাস এবং কমেন্টের জন্যে ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.