নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পণ্ডিত দেবেন্দ্রনাথ ঠাকুরের খোদা সব জায়গাতেই আছেন

০২ রা মার্চ, ২০২১ রাত ৯:৫৮



'আমাকে কেন?' - ঠিক এই কথাটাই বলেছিলেন রাজা রামমোহন রায় যখন তাঁকে পূজার নিমন্ত্রন জানিয়ে রবি ঠাকুরের পিতা পণ্ডিত দেবেন্দ্রনাথ ঠাকুর উপস্থিত হোন। আর, রাজা রামমোহনের সেই কথাটিই দেবেন্দ্রনাথের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। নিজের আত্মজীবনীতে তাই তিনি লিখেছেন- ''এ থেকে আমি প্রতিজ্ঞা করিলাম আমি আর তাহাতে (মূর্তিপূজায়) যোগ দিবো না, কোন প্রতিমাকে পূজা করিবো না, কোন পৌত্তলিক পূজার নিমন্ত্রণ গ্রহণ করিব না।'

প্রতিমা পূজার প্রতি তাঁর অভক্তি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে, সামাজিক কারণে কোন পূজার অনুষ্ঠানে গেলে তিনি অন্যদের মত করে ভূমীষ্ট হয়ে প্রণাম না করে ঠায় দাঁড়িয়ে থাকতেন। এমনকি, হিন্দু শাস্ত্রের যেইসব বইতে পৌত্তলিকতার উপদেশ থাকতো, সেগুলোর উপর তাঁর ভক্তি উঠে গিয়েছিলো।

একদিন দেবেন্দ্র বাবু হিন্দু ধর্মের আদি শাস্ত্র উপনিষদ পড়তে গিয়ে পেলেন এই লাইনটি- 'তিনি যা দান করেছেন তা উপভোগ করো।' তখন তাঁর মনে প্রশ্ন জাগলো- 'তিনি কী দান করেছেন?' দেবেন্দ্রনাথের আত্মপলব্ধি- ঈশ্বর তথা পরম ব্রাহ্ম নিজেকেই মানুষের কল্ল্যাণার্থে দান করেছেন। উপনিষদে স্রষ্টা আরো বলেছেন- 'ইককাম ইবাদিতিয়াম', 'তিনি এক এবং অদ্বিতীয়'। 'না তাসসা প্রতিমা আস্থি', 'ঈশ্বরের কোন প্রতিমা নেই'।

রবী ঠাকুরের বাবা ঈশ্বরকে সব জায়গাতে দেখতে চেয়েছিলেন। তাই তো উপনিষদে ঈশ্বর তাঁর কাছে এভাবে ধরা দেন- 'ঈশাবাস্যমিদং সরবং', 'ঈশ্বর দ্বারা সমুদয় জগতকে আচ্ছাদন করো।'



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:৫৯

শাহ আজিজ বলেছেন: সহমত

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: দেবেন্দ্রনাথ ছিলেন বুদ্ধিমান। দেশ বিদেশে জ্ঞানীলোক তার বন্ধু ছিলেন।

০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের ভাবশিষ্য ছিলেন। ধন্যবাদ নিরন্তর।

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩৭

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান ,






সত্য দর্শন ........................

০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় আহমেদ জি এস ভাই। শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: শাইয়্যান ভাই,
এতদিন কই ছিলেন আপনি? অবশ্য মাঝে মাঝে ডুব দেওয়া স্বাস্হ্যের জন্য ভালো।

০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

লেখার আইডিয়া পেলে লিখতে ছুটে আসি। ভালো কোন আইডিয়া না পেলে লেখা আসে না। তাই, দেরী হয় মাঝে মাঝে মাঝে।

আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৪২

এমেরিকা বলেছেন: ঈশ্বর দ্বারা সমুদয় জগতকে আচ্ছাদন কর মানে হচ্ছে সব জায়গায় ঈশ্বরের অস্তিত্বকে ছড়িয়ে দাও, মানে হল ঈশ্বরের বাণী সব জায়গায় ছড়িয়ে দাও।

এর মানে এই নয় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান।

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.