নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একটি ইসলামী দলকে এম্বুলেন্স কেনার জন্যে সাহায্য করবো

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:২১



গত এক বছরে কিছু টাকা জমিয়েছিলাম সামাজিক কোন খাতে ব্যয় করবো বলে। আমাদের দেশে তো সমস্যার কমতি নেই। আমাদের বাসার সামনে লালমাটিয়া গার্লস স্কুল। কিছু দিন পর পরই ভোর সকালে যারা রাস্তার ময়লা পরিস্কার করেন, তাঁরা আমাদের বাসা আর স্কুলের মাঝখানে ময়লাগুলো জমিয়ে যায়। শুধু কি তা-ই? স্কুল ও কলেজে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে লিখিত পরীক্ষা দিতে আসা চাকুরী প্রত্যাশী ভাই/বোনেরা কোচিং সেন্টারের লিফলেটগুলো ফেলে রাস্তা ময়লা করেন।

আমি একদিন স্থানীয় কমিশনার অফিসে অভিযোগ নিয়ে হাজির হলাম। সাথে প্রস্তাব দিলাম- লালমাটিয়ার রাস্তাগুলোতে মেয়র আনিসুল হকের মতো করে ডাস্টবিন বসালে কেমন হয়? দরকার হলে আমার কোম্পানী সেগুলোর ব্যয় বহন করবে। কমিশনার অফিসের দায়িত্বে থাকা অফিসার মহোদয় তা একবাক্যে নাকচ করে দিয়ে বললেন- ''রাস্তায় ডাস্টবিন নির্মানে এলাকাবাসী'র তাতে আপত্তি আছে।''

আমার জমানো সেই টাকা দিয়ে এখন আমি কি করি? ফোন লাগালাম আমি যে দল সমর্থন করি সেখানে। সেটি একটি ইসলামী দল। ফোন করে জানতে চাইলাম যে, টাকার অভাবে এমন কোন কাজ আছে কি যা আপনারা করতে পারছেন না? আমাকে ফোনে জানানো হলো যে, তাঁদের অনেক সামাজিক প্রকল্প আছে। সে রকম একটি প্রকল্পতে একটি এম্বুলেন্স প্রয়োজন। মাত্র ৫ লক্ষ টাকার জন্যে তাঁরা সেটা কিনতে পারছেন না।

সামাজিক প্রকল্পে এম্বুলেন্স দরকার! আর, সেরকম একটি প্রকল্প করছে ইসলামী একটি দল!!!

ইসলামী দলগুলো তো শুধু বাইতুল মুকাররমের উত্তর গেটে মিছিল-মিটিং করে বলে শুনতাম! তাঁরা তো আফগানিস্তান আর সিরিয়াতে মানুষ সাপ্লাই দেয় বলে শুনে এসেছি। ব্লগেও অনেকে বলে থাকেন যে, ইসলামী দলগুলো দেশকে আফগানিস্তান-সিরিয়া-ইরাক বানানোর চিন্তায় ব্যস্ত!

সেই জায়গায়, গরীব মানুষদের জন্যে এম্বুলেন্স কেনার কথা চিন্তা করছেন তাঁরা!!!

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: এম্বুলেন্সের চেয়ে বেশী দরকার লাইব্রেরী।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সত্যিই আফসোস হয় তাঁদের জন্যে যারা প্রচলিত মাধ্যমে পড়ালেখা করে অন্য মাধ্যমের মানুষদের হেয় চোখে দেখেন।

শিক্ষা নিরন্তর।


২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার নিজের দরিদ্র আত্নীয় বা দরিদ্র প্রতিবেশির জীবন ও জীবিকার পরিবর্তনে ভূমিকা রাখা বেশি জরুরী। অনেকে হয়তো টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না
আবার এমন ও আছে টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না। অথচ বয়স বেড়ে যাচ্ছে।

ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, করছি। যথাসাধ্য। বাড়তি টাকাটা দিতে চাচ্ছি অন্য খাতে।

অনেক ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

গফুর ভাই বলেছেন: আসলে আমি নিজে রাজনৈতিক সুপষ্ট বিষয় ছাড়া কিছু বলি নাহ কার সাথে। যাদেরকে আপনি ইসলামী দল বলছেন তারা কি ইসলামের ধারক না বাহক । যাদের কে আপনি ইসলামি দল বলে ইন্ডিরেক্টলি বুঝাছেন তারা কি ইসলামি দল হিসাবে যা করা উচিত ছিল নাহ তা কেন করল, এবং ইসলামি দল হিসাবে কি করা উচিত ছিল।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক আছে।

আপনিই না হয় একটি ইসলামী দল খুঁজে দিন আমার জন্যে। বিএনপি/আওয়ামী লিগের তো অনেক টাকা আছে। তাঁদের আমার টাকার প্রয়োজন নেই।

ধন্যবাদ।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এম্বুলেন্স খুব দরকারি জিনিস। ভালো করেছেন। ওদের বলবেন এম্বুলেন্সের ভাড়া যেন রোগীদের কাছ থেকে কম রাখে।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, তাঁদের এরকমই চিন্তা-ভাবনা। দরিদ্রদের জন্যেই থাকবে তাঁদের সেবা।
ধন্যবাদ নিরন্তর।

৫| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন:
অ্যাম্বুলেন্স? যার নাম শুনলেই মানষ চোখে ভেসে আসে একজন মুমুর্ষ-অসহায়,রোগে-ব্যাথায় কাতর মানুষ যিনি জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থায় লড়াই করছেন বেঁচে থাকার প্রয়াসে। প্রতিটি জীবনই মূল্যবান কারন জীবন একবারই পাওয়া যায়।আর মুমুর্ষ-অসহায়,রোগে-ব্যাথায় কাতর মানুষের কোন ধর্ম থাকেনা ।তখন সেখানে মানব ধর্মই বড় এবং জীবন বাচানোই সবচেয়ে জরুরী।

কাজেই আপনার এ উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য।

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সমর্থন দানের জন্যে অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

৬| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এটা পার্ফেক্ট সীদ্ধান্ত। আপনি যাকে দিবেন সে যে দলই হোক, হিন্দু কিংবা মুসলিম নট ফেক্ট। আপনার সহযোগিতা যদি তাদেরকে উপকার দেয় তবে অবশ্যই আপনি এর প্রতিদান পাবেন। আপনার ইচ্ছার পূর্ণতা ঘটুক৷

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সহমত জানানোর জন্যে অনেক ধন্যবাদ, প্রিয় তাজুল ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ আপনাকে এ্ই মহৎ কাজে
শরিক হবার তৌফিক দান করুন। আমিন

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার জন্যে দোয়া করার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জমানো টাকা আপনার কোম্পানীতে ইনভেস্ট করে কোম্পানিটাকে আরো বড় করেন।কোম্পানী যত বড় হবে তত বেশী লোক নিয়োগ দিতে পারবেন,বেকার সমস্যার কিছুটা সমাধান হবে।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জী, ভাই। আপনার কনসালটেন্সি নিলে আমার লাভজনক কোম্পানি লাটে উঠবে, মনে হয়!

কমেন্টের জন্যে ধন্যবাদ।

৯| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ক্যাপিটাল বাড়লে কোম্পানি লাটে উঠবে প্রথম শুনলাম।

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার কোম্পানী কি কাজ করে আর এঁর লক্ষ্য কি জানতে না চেয়ে, সরাসরি কোম্পানী বড় করার কথা বলছেন। সেটা বুদ্ধিমানের মতো পরমার্শ দেওয়া হলো না।

সেজন্যেই বলেছি যে, আপনার কথা শুনলে আমার প্রতিষ্ঠান লাটে উঠবে।

ধন্যবাদ।

১০| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:২১

নেওয়াজ আলি বলেছেন: আপনি জনদরদী সামনে নির্বাচনে আপনাকে সেই দল হতে পার্থী চাই :D

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এ আর এমনকি! এরচেয়েও বড় কিছু করার প্ল্যান করছি। দেখি আল্লাহ সেটা নসিবে লিখে রেখেছেন কি না।

ধন্যবাদ।

১১| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন:

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এইসব মাদ্রাসার ছাত্ররা কোরবানী ইদের সময়ে করে থাকেন।

সেগুলোই বাজেয়াপ্ত করা হলো কি না জানি না।

ধন্যবাদ।

১২| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ওরা এম্বুলেন্স বিক্রি করে হয়তো ছুরি কিনবে।

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাহলে, সেটা হয়তো প্রয়োজনেই কিনবে।

আপনার-আমার তাতে কিছু করার নেই।

ধন্যবাদ।

১৩| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দান করলে করুন।
এতো ঢাক ঢোল পেটানোর দরকার কী?

০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভুল বলেছেন। আমি ঢাক ঢোল বাজাতে পারি না। তাই, বাজাইও না।

তবে, তবলা, জেম্বে, কাহন এসব বাজাই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.