নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফরেন রিজার্ভের মাত্র ১ বিলিয়ন ডলার যেভাবে দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১



আজ সন্ধ্যায় বেশ ঝড়ো হাওয়া বয়ে গেলো। কয়েক দিন পর হয়তো অঝড় ধারায় বৃষ্টি ঝড়বে। ঢাকা'র রাস্তাঘাট পানিতে ভরে উঠবে। মনে পড়ে গেলো গত বছরের এমন একটি দিনের কথা। সেদিন বিকালের বৃষ্টিতে ভিজতে ভিজতে ফার্মগেটের ওভারব্রিজটায় উঠতেই এই প্রশ্নটি থমকে দিয়েছিলো কিছুক্ষণের জন্য।

ওভারব্রিজে বৃষ্টির পানি জমে গেছে। তার মাঝে শত মানুষের ভিড়। ভিড় ঠেলে হাঁটতে হাঁটতেই মনে পড়ে গেলো সেই মানুষগুলোর কথা। রোজ সকালে অফিসে যাওয়ার পথে ওভারব্রিজগুলোর ওপর নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখি কিছু মানবসন্তানকে। মাঝে মধ্যে অবাক হই এই ভেবে যে, কীভাবে এই শক্ত পাটাতনের ওপর রাত কাটিয়ে দেয় লোকগুলো!

যেদিন থেকে এই চিন্তা মাথায় আসে, আমি আমার বাসার বিছানায় নরম মেট্রেস রাখি না। শক্ত বিছানায় ঘুমাতে খুব কষ্ট হতো প্রথম। এখন গা সওয়া হয়ে গিয়েছে। আমার স্ত্রীও সেই শক্ত মেট্রেসে ঘুমান।

ব্রিজের শক্ত মেঝেতে শুয়ে থাকা সেই মানুষগুলো আজ রাতে কোথায় শোবে? ব্রিজের ওপর পানি জমা পথটায় বাড়ি খেয়ে প্রশ্নটা নিজের কাছেই ফিরে এসেছিলো সেদিন। উত্তর খুঁজে পেলাম না। ভাবনার সাগরে নিমজ্জিত মনটায় কে যেন হঠাৎ মনে করিয়ে দিল, বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভ ৪১.৯ বিলিয়ন ডলার। নিঃসন্দেহে প্রশংসনীয় অগ্রগতি। কিন্তু কেন যেন সেই অগ্রগতির সঙ্গে কংক্রিটের মেঝেতে রাত কাটানো আদম সন্তানগুলোর জীবনকে মেলাতে পারলাম না। কোথায় যেন শুভঙ্করের ফাঁকি!

সেই ফাঁকিটি যত বড়ই হোক, রিজার্ভের টাকা থেকে মাত্র ১ বিলিয়ন ডলার খরচ করে কয়টি এক বেডরুমের ফ্ল্যাট বানানো যাবে— সে হিসাবটা করার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ সরকার বা প্রশাসনে নেই, তা বিশ্বাস করা উচিত হবে না। সেই বিশ্বাসের ধার না ধেরে একটা অংক কষে ফেলা যাক চটজলদি।

একটি এক বেডরুমের ফ্ল্যাট বানাতে যদি ২০ লাখ টাকা ব্যয় হয়, ১ বিলিয়ন ডলারে কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪০ হাজার! সেই ৪০ হাজার ফ্ল্যাটে বসবাসকারী ভূমিহীনদের মাসে ২০০ টাকা করে ভাড়া ধার্য করা হলে প্রতি মাসে কত টাকা আসবে? ৮০ লাখ টাকা। বছরে ৯ কোটি ৪০ লাখ টাকা। এ টাকায় পরের বছর আরো কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪৭টি। এর পরের বছর? প্রায় ৫০টি।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কতটুকু খরচ করতে হবে? ১ বিলিয়ন ডলার, প্রধানমন্ত্রী, ফরেন রিজার্ভের মাত্র ১ বিলিয়ন ডলার।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যক্ষের মতো, টাকা জমায় অকারণ।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ফেডারেল ব্যাংক উনার আওতাধীন থাকার কথা না। আরেকটু ভালো করে জানা উচিৎ।

মন্তব্যে শুভেচ্ছা নিরন্তর।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন অনেক ভালো ভালো আইডিয়া আছে। কিন্তু বাস্তবে তা কখনোই প্রয়োগ হয় না। হবেও না।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একদমই হচ্ছে না, তা নয়। হচ্ছে।

তবে, আরও হওয়া উচিৎ।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। আসলে টাকা সমস্যা না। স্বদিচ্ছার অভাব।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সদিচ্ছা অনেকেরই আছে। আসলে, উপযুক্ত প্রস্তুতি নেই সবার।

ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বলেছেন, একজন শিশুও পথে থাকবে না। তাকে সময় দেন। তার কথার দাম আছে।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আশা করি, এটা খুব শীঘ্রই হবে।

ভালো থাকুন নিরন্তর।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০২

জগতারন বলেছেন:



আমি আমার বহু কষ্টে ও সৎভাবে উপার্জনের কিছু অর্থ (বড় অংকের)
বাংলাদেশে গরিব মানুষদের কল্যাণে ইনভেষ্ট (অনুদান নয়) করতে চাই।
এ বাপারে কিছু ধারনা দিতে পারেন ?
এ ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করতে চাই।
দয়া করে আপনার এ-মেইল দিবেন বা আমার এ-মেইল-এ একবার যগাযোগ করার অনুরোধ রইলো।
আমার ই-মেইলঃ [email protected], [email protected]

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার মনে হয়, আপনি যদি দেশে থাকেন, তাহলে, নিজেই শুরু করতে পারেন।

যেহেতু, ইনভেস্ট করতে চান, ধরে নিচ্ছি, ব্যবসার লাভের টাকা দিয়ে সমাজের কাজে আসে এমন কোন প্রকল্প করবেন।

আপনি কোন প্রতিষ্ঠানে তা বিনিয়োগ করতে চান, নাকি নিজে প্রতিষ্ঠান করে তা করবেন?

ধন্যবাদ নিরন্তর।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:০৪

জগতারন বলেছেন:
এ-মেইল = ই-মেইল।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১৫

স্থিতধী বলেছেন: রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বলেছেন, একজন শিশুও পথে থাকবে না। তাকে সময় দেন। তার কথার দাম আছে।

আমরা অবশ্যই ধরে নিতে পারি ওনার আয়ু দেড়শো-দুইশো বছর হবে । তাই ওনাকে আরো অনেক সময় দেওয়াই যায়। ওনার কথার দাম তো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.