নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

হযরত শাহ জালাল (র)-কে নিয়ে ডকুমেন্টারি বানানোর ইচ্ছে পূরণ হয়েছে

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ২:০০



হযরত শাহ জালাল (র) সব ধর্ম-মতের মাঝে শান্তি নিয়ে এসেছিলেন। সিলেটের অমুসলমানেরা কি চিন্তা করেন তাঁর সম্পর্কে?

সূফী সাধকদের প্রতি টান ছোটবেলা থেকে। ব্লগে আমার ইদানিংকার পোস্টগুলো থেকে সেরকম ইঙ্গিতও আমি দিয়েছি। সিলেটের মানুষ আমি। যদিও, সব কিছুই ঢাকাতে। শাহ জালাল ভার্সিটিতে পড়া-লেখার সূত্রে সিলেটের সাথে আমার যোগসূত্র আরো গভীর হয়েছে। সেই সূত্রেই, অতি সম্প্রতি হযরত শাহ জালাল (র)-কে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছি আমার প্রতিষ্ঠানের ব্যানারে।

আশা করি, সবাই জানাবেন আমাদের এই সামাজিক প্রচেষ্টা আপনাদের আপনাদের কেমন লাগলো।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: ক্ষুদ্র পরিসরে বৃহত্তর প্রয়াস। ধন্যবাদ আপনাকে।
হযরত শাহজালাল (রঃ) ৩৬০ জন আওলিয়ার দলীয় প্রধান হিসেবে আল্লাহর নেক বান্দাগণের মধ্যে অন্যতম ছিলেন। ৩৬০ জনের প্রত্যেকেই ছিলেন একেক জন আলোকিত অন্তরের অধিকারী। উনাদের রৌশনাই বাংলার মানুষকে প্রকৃত ইসলামের স্বাদ দিয়েছিল।

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আশা করি জানাবেন, ডকুমেন্টারিটির কোন অংশটি বেশি ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি ভালো করার।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৬

রেজাউল করিম ফকির বলেছেন: হযরত শাহজালাল শ্রীহট্ট বিজয়ে সফল হয়েছিলেন, যার সহায়তায় তাঁর নাম সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুড়ারবন্দ নামক স্থানে সিপাহসালার তাঁর মাজার অবস্থিত। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনও এই প্রামাণ্যচিত্রে থাকলে, প্রামাণ্যচিত্রটি সমৃদ্ধ হতো।

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালারকে নিয়ে আলাদা ডকুমেন্টারি করার ইচ্ছে আছে। দোয়া করবেন, তা যেন করতে পারি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান মানুষ।

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি চেষ্টা করি, যতটুকু আছে তা দিয়ে।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: গায়কের প্রকাশভঙ্গি প্রাণবন্ত।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সহমত। ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.