নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইঞ্জিল শরীফ > ২য় খন্ডঃ মার্ক - হযরত ঈসা (আঃ )-এর বিচার পর্ব থেকে আমার শিক্ষা

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৮



ঘটনাঃ প্রধান ইমামেরা বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে হযরত ঈসা (আ)-কে বেধে রোমের প্রধান শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে গেলো। পিলাত ঈসা নবীকে জিজ্ঞাসা করলেন- ''তুমি কি ইহুদীদের রাজা?''

ঈসা উত্তর দিলেন, "আপনি ঠিক কথাই বলেছেন।''

=========================================================
শিক্ষা ০১ঃ সেই যুগের ধর্মীয় জ্ঞানীরা এবং রাজনৈতিক ব্যক্তিরাই নবী'র বিরোধিতা করেছিলেন।
=========================================================

ঘটনাঃ প্রধান ইমামেরা ঈসার নামে অনেক দোষ দিলেন। কিন্তু, হযরত ঈসা কোন উত্তরই দিলেন না। এমনকি পিলাতের কথার উত্তর দেননি তিনি।

=========================================
শিক্ষা ০২ঃ নিজের প্রতি আঘাত আসলে নিশ্চুপ থাকাটা নবীদের গুণ।
=========================================

ঘটনাঃ মানুষেরা যখন রোমের প্রধান শাসনকর্তার কাছে চেঁচিয়ে বললো- "উহাকে ক্রুশে দিন।" তখন জেলে বন্দী এক কয়েদীকে মুক্ত করে তিনি ঈসা নবীকে ভীষণ ভাবে চাবুক মেরে ক্রুশের উপর মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

===============================================================
শিক্ষা ০৩ঃ মানুষের মন জয় করতে অনেক সময় রাজনৈতিক প্রধানেরা নবীদের উপর অত্যাচার করেছেন।
===============================================================



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



ইন্জিল শরীফ কি কোন ফেরেশতার মারফত নবী ঈশার (আ: )'এর কাছে পাঠানো হয়েছিলো?

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার কাছে যে ইঞ্জিল শরীফটি আছে, তাতে আমি এই সম্পর্কে কোন উত্তর পাই নাই। আপনার জানা থাকলে বলুন। আমি পড়বো।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: এতো দেখছি কোয়ান্টাম ফাউন্ডেশন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা অনেক শুনেছি। কিন্তু, সেখানে যাওয়ার সৌভাগ্য বা দূর্ভাগ্য কোনটাই হয়নি।

আমার লেখা পড়ে কেন আপনার সেরকম মনে হলো, বলুন তো, প্লিজ?

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:২০

লাতিনো বলেছেন: ইঞ্জিল শরীফের এই ভার্সনটি কোন বইয়ের বঙ্গানুবাদ? সেই বইটি কন ভাষায় লেখা হয়েছিল? সেখানেও কি ঈসা নাম দেয়া ছিল? আল্লাহকে সেখানে কি নাম দেয়া আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.